ওয়েবেল টেকনোলজি লিমিটেডে চাকরির সুযোগ, কোন কোন পদে চাকরি দিচ্ছে সংস্থা ? Webel Technology Limited (WTL) Recruitment 2024

রাজ্য সরকার অধীনস্থ ওয়েবেল টেকনোলজি লিমিটেডে (WTL) রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ম্যানেজার ও এক্সিকিউটিভ পদে এই নিয়োগ করা হবে। এই চাকরির জন্য কারা আবেদন করতে পারবেন ? কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে ? কীভাবে আবেদন করবেন ? বেতন, ইত্যাদি সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হল।

পদের নাম ও শূন্যপদ

পদের নামশূন্যপদ
জেনারেল ম্যানেজার (ই-গভর্নেন্স প্রজেক্টস)
ডেপুটি জেনারেল ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট)
ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রজেক্টস)
ডেপুটি ম্যানেজার (Finance & Corporate Compliances)
এক্সিকিউটিভ  (Finance & Accounts)
এক্সিকিউটিভ (Finance & Accounts) – Taxation & Statutory
ম্যানেজার (প্রজেক্টস)
ডেপুটি ম্যানেজার (প্রজেক্টস)
এক্সিকিউটিভ (প্রকল্প)
এক্সিকিউটিভ (নেটওয়ার্ক)
মোট১৬

শিক্ষাগত যোগ্যতা ও বয়স

পদের নামশিক্ষাগত যোগ্যতাবয়সসীমা
জেনারেল ম্যানেজার (ই-গভর্নেন্স প্রজেক্টস)ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, এমবিএ/পিজি ডিপ্লোমাসর্বোচ্চ ৫৬ বছর
ডেপুটি জেনারেল ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট)(i) বিই / বিটেক / এমসিএ বা সমতুল (II) স্নাতকোত্তর ডিগ্রি / ডিপ্লোমাসর্বোচ্চ ৫২ বছর
ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রজেক্টস)ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, এমবিএ/পিজি ডিপ্লোমাসর্বোচ্চ ৫২ বছর
ডেপুটি ম্যানেজার (অর্থ ও কর্পোরেট কমপ্লায়েন্স)সিএ/আইসিডব্লিউএ/এমবিএ (ফিনল্যান্ড) সহ যোগ্য কোম্পানি সচিব (আইসিএসআই)। স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিসর্বোচ্চ ৪৫ বছর
এক্সিকিউটিভ (অর্থ ও হিসাব)i) সিএ/ সিএমএ (ইন্টার) / এমবিএ (ফিন) ii) স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রিসর্বোচ্চ ৩৫ বছর
এক্সিকিউটিভ (অর্থ ও হিসাব) – কর ও বিধিবদ্ধ সম্মতি১) সিএ/সিএমএ/এমবিএ (ফিন্যান্স)২) স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিসর্বোচ্চ ৩৫ বছর
ম্যানেজার (প্রজেক্টস)বিই / বিটেক / এমসিএ বা এমএসসিসর্বোচ্চ ৫০ বছর
ডেপুটি ম্যানেজার (প্রজেক্টস)বিই / বিটেক / এমসিএ বা এমএসসি এবং সমতুল্যসর্বোচ্চ ৪৫ বছর
নির্বাহী (প্রকল্প)বিই / বিটেক / এমসিএ বা এমএসসি এবং সমতুল্যসর্বোচ্চ ৩৫ বছর
এক্সিকিউটিভ (নেটওয়ার্ক)বিই / বিটেক / এমসিএ বা এমএসসি এবং সমতুল্যসর্বোচ্চ ৩৫ বছর

বেতন

এই চাকরিতে নিযুক্তরা পদ অনুযায়ী বাৎসরিক ১৩ লাখ থেকে ৩০ লাখ টাকা করে মাসিক বেতন পাবেন।

আবেদন মাধ্যম

আগ্রহী প্রার্থীদের সরাসরি ইমেলের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর ইমেল আইডি নিচে দেওয়া হল-

আবেদন পাঠানোর ইমেল আইডি- career@wtl.co.in

নিয়োগ পদ্ধতি

আবেদনকারী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। কবে, কখন ইন্টারভিউ হবে তা ইমেল করেই ইন্টারভিউয়ে ডাক পাওয়া প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন পাঠানোর শেষ তারিখ১৫ এপ্রিল ২০২৪

দরকারি লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অফিসিয়াল নোটিফিকেশনDownload
সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment