উত্তরবঙ্গ সংবাদ পশ্চিমবঙ্গের একটি শীর্ষস্থানীয় দৈনিক সংবাদপত্র। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সংস্থা, যেখানে সাংবাদিক নিয়োগের কথা উল্লেখ করা হয়। বর্তমান যুগে বেকারত্বের জ্বালায় ধুঁকতে থাকা শিক্ষিত ছেলেমেয়েরা ক্রমাগত কাজের সন্ধান করে চলেছে। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ সংবাদে খুব সহজেই সাব-এডিটর বা ডেস্ক সাংবাদিক হিসাবে চাকরি পাওয়া যায়। এই চাকরির জন্য কী যোগ্যতা লাগে, কীভাবে আবেদন করতে হবে, কী ধরনের কাজ করতে হবে, মাইনে, ইত্যাদি সমস্ত কিছু এই প্রতিবেদনে তুলে ধরা হল।
পদের নাম ও শূন্যপদ
পদের নাম | শূন্যপদ |
---|---|
সাব-এডিটর/ডেস্ক সাংবাদিক/ট্রেইনি সাংবাদিক | উল্লেখ করা নেই, তবে সাধারণত বেশ কয়েক জনকে নেওয়া হয় |
শিক্ষাগত যোগ্যতা ও বয়স
এই চাকরির জন্য আবেদন করতে প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় স্নাতক পাস হতে হবে। বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর।
বেতন
শুরুতে এই চাকরিতে ট্রেইনি/অ্যাপ্রেন্টিস হিসাবে কাজ করতে হয়। শুরুর দিকে স্টাইপেন্ড দেওয়া হয় মাসিক ৮০০০ টাকা করে। তবে সঠিক বেতন কত হবে তা চাকরিতে জয়েন্ট করার আগে সংস্থার সঙ্গে পারিশ্রমিক নিয়ে আলোচনা সাপেক্ষ।
কীভাবে আবেদন করবেন ?
বিজ্ঞপ্তি উল্লেখিত ইমেল ঠিকানায় ইমেলের মাধ্যমে এই চাকরির জন্য আবেদন করতে হবে। আবেদন ইমেলে নিজের সম্পর্কে ভালো করে বর্ণনা করবেন। কেন এই চাকরি করতে চান তা যেন ইমেলে পরিষ্কার করে ব্যাখ্যা করা থাকে। আর আবশ্যই ভালো করে একটি Bio-Data বানিয়ে পাঠিয়ে দিবেন।
আবেদন পাঠানোর ইমেল আইডি-
jobs.uttarbanga@gmail.com
কীভাবে প্রার্থী বাছাই করা হবে ?
এই চাকরির ক্ষেত্রে সাধারণত ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হয়। তবে অনেক সময় খুব বেশি আবেদন জমা পড়লে লিখিত পরীক্ষা নেওয়া হয়ে থাকে। লিখিত পরীক্ষায় সম্প্রতি ঘটে চলা খবর সম্পর্কে প্রতিবেদন লিখতে দেওয়া হয়। ইংরাজি থেকে বাংলায় অনুবাদ এবং বাংলা থেকে ইংরাজিতে অনুবাদও দেওয়া হয় অনেক সময়। একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, যেটা হল আবেদন যে ইমেলের মাধ্যমে করবেন সেই ইমেলের ভাষা ও লেখার বয়ান যেন বেশ আকর্ষনীয় হয়। আবেদন ইমেলের ভাষা পড়েই যেন আপনার বাংলা ভাষায় সাবলীল দক্ষতা প্রকাশ পায়। যদি আপনার লেখার ভাষা ও ধরন চিত্তাকর্ষক হয় তবে জানবেন আপনি এই চাকরির নিয়োগের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেছেন।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন করার শেষ তারিখ | ২০ এপ্রিল ২০২৪ |
দরকারি লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
অফিসিয়াল নোটিফিকেশন | Download |