ভারতীয় আর্মিতে চাকরি ! TGC 140 কোর্সের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় আর্মি, Indian Army Recruitment 2024 Notification Out For 140th Technical Graduate Course (TGC-140)

ভারতীয় আর্মিতে কাজের সুযোগ। ২০২৫ সালের জানুয়ারি মাসের ১৪০ টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের (TGC 140) জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় আর্মি। মূলত ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট করেছেন এমন প্রার্থীরাই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। শুধুমাত্র অবিবাহিত পুরুষরাই এই নিয়োগের জন্য যোগ্য। দেরাদুনে অবস্থিত Indian Military Academy (IMA) তে এই কোর্সটি করানো হবে। কারা এই চাকরির জন্য যোগ্য, কীভাবে আবেদন করবেন, নিয়োগ প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে ইত্যাদি সমস্ত কিছু এই প্রতিবেদনে তুলে ধরা হল।

140th Technical Graduate Course (TGC-140) কী ?

সম্পূর্ণ সরকারি টাকায় এই কোর্সটি ১ বছরের জন্য করানো হয়ে থাকে। ভারতীয় আর্মিতে স্থায়ী পদে নিয়োগের জন্য এই কোর্সটি পরিচালনা করা হয়। কোর্স চলাকালীন প্রার্থীদের স্টাইফেন্ড দেওয়া হয়। তারপর কোর্স শেষে যোগ্য প্রার্থীদের আর্মিতে স্থায়ী চাকরি দেওয়া হয়।

শূন্যপদ

ইঞ্জিনিয়ারিং স্ট্রিমশূন্যপদ
সিভিল
কম্পিউটার সাইন্স
ইলেক্ট্রিক্যাল
ইলেক্ট্রনিক্স
মেকানিক্যাল
মিসলেনিয়াস ইঞ্জিনিয়ারিং স্ট্রিম
মোট৩০

শিক্ষাগত যোগ্যতা

এই নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। তবে ইঞ্জিনিয়ারিংয়ে এবারে যারা ফাইনাল ইয়ারে পড়াশোনা করছেন তারাও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে ২০২৫ সালের জানুয়ারি মাসের আগেই ডিগ্রি কমপ্লিট হতে হবে। আরো বিস্তারিত জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে হবে।

বয়স

০১.০১.২০২৫ অনুযায়ী প্রার্থীর বয়স ২০-২৭ বছর হতে হবে।

বেতন

কোর্স চলাকালীন স্টাইফেন্ড হিসাবে ৫৬১০০ টাকা করে দেওয়া হবে। এরপর চাকরিতে শুরুতে বেতন প্রায় ৮০০০০ টাকার বেশি হবে। পরবর্তীতে বেতন আরো বৃদ্ধি পাবে। এছাড়াও অন্যান্য অনেক সুযোগ-সুবিধা এবং অ্যালাউয়েন্স রয়েছে।

আবেদন মাধ্যম

আগ্রহী প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া রয়েছে।

নিয়োগ পদ্ধতি

প্রাথমিকভাবে একাডেমিক নাম্বারের ভিত্তিতে আবেদনকারী প্রার্থীদের শর্টলিস্ট (Shortlist) তৈরি করা হবে। তারপর নির্বাচিত প্রার্থীদের SSB (Service Selection Board) সেন্টারে ৫ দিনের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এরপরেই চূড়ান্ত মেধাতালিকা প্রাকাশ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু১০ এপ্রিল ২০২৪
আবেদন শেষ৯ মে ২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অফিসিয়াল নোটিফিকেশনDownload
আবেদন লিঙ্কApply Now
সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment