রাজ্যের জেলা আদালতে মাধ্যমিক পাসে চাকরিতে নিয়োগ, কোথায় ? কতজনকে নেওয়া হবে দেখে নিন এক নজরে, District Court Recruitment 2024

অষ্টম ও মাধ্যমিক পাসে জেলা আদালতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। কালিম্পং জেলা আদালতে বিভিন্ন পদে এই কর্মী নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে এই চাকরিতে নিয়োগ করা হবে কিন্তু প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে স্থায়ী করা হতে পারে। মোট শূন্যপদ কত ? কারা কোন পদের জন্য যোগ্য, নিয়োগ কীভাবে করা হবে ইত্যাদি সমস্ত এই প্রতিবেদনে তুলে ধরা হল।

পদ, শূন্যপদ ও যোগ্যতা

পদশিক্ষাগত যোগ্যতাশূন্যপদ
ইংলিশ স্টেনোগ্রাফারমাধ্যমিক পাস
লোয়ার ডিভিশন ক্লার্কমাধ্যমিক পাস১৩
প্রসেস সার্ভার (Process Server)অষ্টম পাস
অফিস পিওনঅষ্টম পাস১৭
নাইট গার্ডঅষ্টম পাস
সুইপার (কর্ম বন্ধু)অষ্টম পাস
মোট৩৭

বয়স

এই চাকরির জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে SC/ST প্রার্থীরা ৫ বছরের এবং OBC প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন।

আবেদন মাধ্যম

বিজ্ঞপ্তি দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া রয়েছে।

আবেদন ফি

পদUR/OBCSC/STPWD
ইংলিশ স্টেনোগ্রাফার৮০০৬০০৩২০
লোয়ার ডিভিশন ক্লার্ক/প্রসেস সার্ভার (Process Server)৭০০৫০০২৮০
অফিস পিওন/নাইট গার্ড/সুইপার(কর্ম বন্ধু)৪০০৪০০১৬০

নিয়োগ পদ্ধতি

পদ অনুযায়ী এই নিয়োগের পৃথক মাপকাঠি ধার্য করা হয়েছে। কর্ম বন্ধু বাদে অন্য সমস্ত পদের বেলায় MCQ ধরনের লিখিত পরীক্ষা নেওয়া হবে। কর্ম বন্ধুর ক্ষেত্রে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। পরীক্ষার প্রশ্নের ধরন, সিলেবাস ইত্যাদি বিশদে জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে হবে। প্রতিবেদনের শেষে বিজ্ঞপ্তিটি দেওয়া রয়েছে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু১৭ এপ্রিল ২০২৪
আবেদন শেষ১৭ মে ২০২৪

দরকারি লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অফিসিয়াল নোটিফিকেশনDownload
আবেদন লিঙ্কApply Now
সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment