বর্তমানে সরকারি চাকরির বাজারে চলছে চরম খরা। কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কোথাও তেমনভাবে চাকরিতে নিয়োগ করা হচ্ছে না। দিন দিন লক্ষ লক্ষ ছেলেমেয়ে কলেজ বা বিশ্ববিদ্যালয় পাস করে কাজের অভাবে বাড়িতে বসে হীনমন্যতায় ভুগছেন। এই সংকটের সময়ে কিছুটা হলেও খুশির খবর দিল ইউপিএসসি। সম্প্রতি দেশের এই শীর্ষ নিয়োগ সংস্থা এক বিজ্ঞপ্তিতে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সে (CAPF) অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কেন্দীয় সরকারের অধীনে এই চাকরি হবে। যেকোনো শাখায় শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই এই চাকরির জন্য আবেদন করা যাবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এই চাকরির বিস্তারিত তথ্য, যেমন- শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার পদ্ধতি, কীভাবে নিয়োগ করা হবে ইত্যাদি এই প্রতিবেদনে পেয়ে যাবেন।
শূন্যপদ (Vacancies For UPSC CAPF Assistant Commandants)
দেশের কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (CAPF) পাঁচটি বিভাগে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে নিয়োগ করা হবে। সব বিভাগ মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে ৫০৬টি। তবে বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ রয়েছে এই শূন্যপদ ‘Tentative Vacancy’ অর্থাৎ সম্ভাব্য শূন্যপদ ৫০৬টি, পরবর্তীতে নিয়োগ যখন করা হবে তখন প্রয়োজন অনুযায়ী শূন্যপদ আরো বাড়তে পারে। কোন বিভাগে কত শূন্যপদ রয়েছে নিচের তালিকায় তা দেওয়া হল।
বিভাগ | শূন্যপদ |
---|---|
BSF | ১৮৬ |
CRPF | ১২০ |
CISF | ১০০ |
ITBS | ৫৮ |
SSB | ৪২ |
মোট | ৫০৬ |
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা (Eligibility for The Post Of UPSC CAPF Assistant Comandants )
- নাগরিকত্বঃ আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
- শিক্ষাগত যোগ্যতাঃ কেন্দ্রীয় বা রাজ্য সরকার দ্বারা স্বীকৃত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে।
- বয়সসীমাঃ এই নিয়োগের জন্য আবেদনকারীর বয়স সর্বনিম্ন ২০ বছর এবং অনূর্ধ্ব ২৫ বছর হতে হবে। যারা সংরক্ষিত আসনের প্রার্থী তাদের জন্য বয়সের ছাড় রয়েছে। তফসিলি ও তফসিলি উপজাতির প্রার্থীরা ৫ বছরের এবং ওবিসি প্রার্থীরা ৩ বছরের বয়সের ছাড় পাবেন। এছাড়াও এক্স-সার্ভিসম্যানদের বয়সের ছাড় রয়েছে।
আবেদন মাধ্যম (Application Process For The Post Of CAPF)
শুধুমাত্র অনলাইনে এই নিয়োগের জন্য ইচ্ছুক প্রার্থীরা আবেদন জমা করতে পারবেন। তারজন্য সর্বপ্রথমে আগ্রহী প্রার্থীদের এই নিয়োগে অংশ গ্রহণ করতে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে One Time Registration (OTR) করতে হবে। UPSC এর মাধ্যমে যত রকম নিয়োগ হয়ে থাকে সেই সমস্ত ধরনের নিয়োগের জন্য আবেদন করার জন্য এই রেজিস্ট্রেশন জীবনে একবারেই করতে হয় কোনো প্রার্থীকে। তাই যাদের আগে থেকেই ইউপিএসসির সাইটে রেজিস্ট্রেশন করা আছে তাদের আর নতুন করে রেজিস্টেশন করতে হবে না। রেজিস্ট্রেশন হয়ে গেলে লগইন করে এই অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া রয়েছে, সেখান থেকে প্রার্থীরা সরাসরি আবেদন করতে পারবেন।
- NOTE: One time Registration করার পর যদি কোনো প্রার্থী তার রেজিস্ট্রেশন Profile এ কোনো তথ্যগত সংশোধন করতে চান সেক্ষেত্রে কোনো প্রার্থী শুধু জীবনে একবারেই ৭ দিনের জন্য সেই সুযোগ পাবেন। সেটা ওই প্রার্থীর প্রথম আবেদনের শেষ তারিখের পরের দিন থেকে ৭ দিন। ধরুন, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে আবেদন করার শেষ তারিখ ১৪ মে ২০২৪ । সেক্ষেত্রে ১৫ মে থেকে ২১ মে পর্যন্ত কোনো প্রার্থী চাইলে তার Profile এর তথ্য পরিবর্তন করতে পারবেন।
- আবেদনপত্র সংশোধন: এই নিয়োগের আবেদনপত্র জমা করার পর যদি কোনো প্রার্থী দেখেন যে তার আবেদনপত্রে তথ্যগত ভুল রয়েছে ( By Mistake ) তবে সেই ভুল সংশোধনেরও সুযোগ দেওয়া হবে আবেদনকারীদের। ১৫ মে ২০২৪ থেকে ২১ মে ২০২৪, এই সময়ের মধ্যে যাদের ভুল হবে তারা আবেদনপত্র সংশোধন করতে পারবেন।
আবেদন ফি
এই নিয়োগের আবেদন ফি ২০০ টাকা ধার্য করা হয়েছে। কিন্তু তফসিলি, তফসিলি উপজাতি এবং মহিলা প্রার্থীদের কোনো আবেদন ফি দিতে হবে না।
নিয়োগ পদ্ধতি (Selection Process For The Post Of CAPF Assistant Commandants)
বেশ কয়েকটি ধাপের মধ্য দিয়ে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ধাপগুলি হল-
(1) লিখিত পরীক্ষা: এই নিয়োগের মূল ধাপ হল লিখিত পরীক্ষা এবং এই পরীক্ষা Union Public Service Commission (UPSC) দ্বারা পরিচালিত হবে। পরীক্ষায় থাকবে দু’টি পেপার; পেপার-১ এবং পেপার-২ । একই দিনে দু’টি পেপারের পরীক্ষা নেওয়া হবে। পেপার-১ হবে সকাল ১০টা থেকে দুপুর ১২ পর্যন্ত। তারপর ওই দিনেই বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হবে পেপার-২ এর পরীক্ষা।
- পেপার-১ঃ এই পেপারে মোট ২৫০ নম্বরের MCQ ধরনের প্রশ্ন থাকবে। সময় থাকবে ২ ঘণ্টা। প্রশ্নে থাকবে General Ability ও Intelligence এবং প্রশ্নের ভাষা ইংরাজি ও হিন্দিতে হবে।
- পেপার-২ঃ এই পেপার হবে মোট ২০০ নম্বরের এবং প্রশ্নে হবে ডেসক্রিপটিভ ধরনের। সময় ৩ ঘণ্টা। এই পরীক্ষায় General Studies, Essay and Comprehension (English) থাকবে।
(2) শারীরিক সক্ষমতার পরীক্ষা/Physical Efficiency Tests (PET): যে সমস্ত পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের পরবর্তীতে শারীরিক সক্ষতার পরীক্ষা নেওয়া হবে। কী কী শারীরিক সক্ষমতার পরীক্ষা প্রার্থীদের দিতে হতে তা নিচে দেওয়া হল-
পরীক্ষার ক্ষেত্র | পুরুষ | মহিলা |
---|---|---|
১০০ মিটার দৌড় | ১৬ সেকেন্ড | ১৮ সেকেন্ড |
৮০০ মিটার দৌড় | ৩ মিনিট ৪৫ সেকেন্ড | ৪ মিনিট ৪৫ সেকেন্ড |
লং জাম্প | ৩.৫ মিটার (৩টি সুযোগ) | ৩ মিটার (৩টি সুযোগ) |
শট পুট (৭.২৬) | ৪.৫ মিটার | নেই |
(3) ইন্টারভিউঃ সব শেষে হবে ১৫০ নম্বরের ইন্টারভিউ।
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | ২৪ এপ্রিল ২০২৪ |
আবেদন শেষ | ১৪ মে ২০২৪ |
সম্ভাব্য পরীক্ষার তারিখ (বিজ্ঞপ্তি অনুযায়ী) | ৪ আগষ্ট ২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
অফিসিয়াল নোটিফিকেশন | Download |
আবেদন লিঙ্ক | Apply Now |