DRDO (Defence Research and Development Organisation) ভারত তথা গোটা বিশ্বের একটি প্রসিদ্ধ মহাকাশ গবেষণা সংস্থা। তাই এই সংস্থায় কাজ করা যেমন বিরাট সৌভাগ্যের তেমনি গৌরবেরও। আর এখানেই নিয়োগ পেতে চলেছেন ১২৭ জন। এই মর্মে সম্প্রতি দেশের এই গবেষণা সংস্থা একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে ১২৭টি শূন্যপদের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনের আহ্বান করা হয়েছে। DRDO অধীনস্থ DMRL (Defence Metallurgical Research Laboratory) একটি ধাতু সংক্রান্ত গবেষণাগার, এখানেই এই নিয়োগ করা হবে। কারা এই চাকরির জন্য যোগ্য, আবেদন কৌশল, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি নিয়ে বিস্তারিত এই প্রতিবেদনে আলোচনা করা হল।
পদের নাম, শূন্যপদ এবং শিক্ষাগত যোগ্যতা (Eligibility Criteria for DRDO DMRL)
এই নিয়োগে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। নিচের তালিকায় পদের নাম ও শূন্যপদ দেওয়া হল।
পদ | শূন্যপদ | শিক্ষাগত যোগ্যতা |
ফিটার | ২০ | সংশ্লিষ্ট বিভাগে ITI পাস |
টার্নার | ৮ | |
মেসিনিস্ট | ১৬ | |
ওয়েল্ডার | ৪ | |
ইলেকট্রিশিয়ান | ১২ | |
ইলেকট্রনিক্স | ৪ | |
কম্পিউটার অপারেটর এবং প্রগ্রামিং আসিস্ট্যান্ট | ৬০ | |
কার্পেন্টার | ২ | |
বুক বাইন্ডার | ১ | |
মোট | ১২৭ |
এই নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্য (Terms & Conditions for Selection of Apprentices)
- কেন্দ্রীয় বা রাজ্য সরকারের অনুমোদিত (NCVT/SCVT) শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যারা ITI করেছেন কেবল তারাই আবেদন যোগ্য।
- যারা বর্তমানে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী অন্য কোনো অ্যাপ্রেন্টিস পদের সঙ্গে যুক্ত আছেন তারা এই পদে আবেদনযোগ্য নন।
- উচ্চ শিক্ষাগত যোগ্যতা যাদের আছে তারাও এই নিয়োগের জন্য আবেদনযোগ্য নন।
- আপাতত এক বছরের জন্য অ্যাপ্রেন্টিস হিসাবে নিয়োগ করা হবে। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী চাকরির মেয়াদ বৃদ্ধি হতে পারে।
আবেদন পদ্ধতি (Application Process)
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের এই নিয়োগের জন্য অনলাইনে আবেদন জানাতে হবে। প্রথমে প্রার্থীকে https://www.apprenticeshipindia.gov.in পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর, বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে। আবেদনের লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া রয়েছে। সেখান থেকে প্রার্থীরা সরাসরি আবেদন করতে পারবেন।
নিয়োগ প্রক্রিয়া (Selection Process)
একাডেমিকে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাই করা হবে। আর কোনো পরীক্ষা বা ইন্টারভিউয়ের কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নেই। এ ক্ষেত্রে মাধ্যমিকে এবং ITI এ পাওয়া নম্বরই মূল নির্বাচনের কাপকাঠি।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | ১ মে ২০২৪ |
আবেদন শেষ | ৩১ মে ২০২৪ |
দরকারি লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
অফিসিয়াল নোটিফিকেশন | Download |
আবেদন লিঙ্ক | Apply Now |