এবারে প্রথমবার একাদশে সেমিস্টার পদ্ধতিতে MCQ ধরনের পরীক্ষা হবে। তথ্যগত না বোধ পরীক্ষণ মূলক প্রশ্ন হবে তার কোনো স্পষ্ট নির্দেশিকা সংসদ থেকে দেওয়া হয়নি। আবার, যেহেতু বিগত বছরের প্রশ্নপত্রও হাতে নেই তাই কিছুটা অনুমানের উপর ভিত্তি করে আমাদের প্রস্তুতি চালিয়ে যেতে হবে। এমন ক্ষেত্রে যত বেশি জানা যায় ততই ভালো। সেটা মাথায় রেখেই আমাদের প্রশ্ন-উত্তর পর্ব কেবলমাত্র MCQ ধরনের না রেখে তথ্য সমৃদ্ধ করে তোলার প্রয়াস করা হয়েছে। যাতে প্রশ্ন-উত্তরগুলো মন দিয়ে পড়লে যে জ্ঞান অর্জিত হবে তার মাধ্যমে যে কোন প্রশ্নের সমাধান করা যায়। আশা করা যায়, আমাদের সঙ্গে প্রস্তুতি নিলে পরিশ্রম বিফলে যাবে না, বরং খুব ভালো ফল হবে।
৬১. পেলাইও কিসের ব্যবসা শুরু করেছিল ?
উত্তরঃ খরগোশ পালনের।
৬২. ‘এলিসেন্দা কিনে নিলে কতগুলো’ কী কিনেছিল ?
উত্তরঃ উঁচু ক্ষুরওয়ালা ঢাকা জুতো আর রাম-ধনু রঙা রেশমি কাপড়ের পোশাক। ( সেই সময় রবিবার করে অভিজাত মহিলারা এই পোশাক পরতেন।)
৬৩. ‘তারা খুবই সাবধানে ছিল’ কারা, কিসের থেকে সাবধানে ছিল ?
উত্তরঃ শিশু সন্তানটি যাতে মুরগির খাঁচার কাছে যেতে না পারে সেজন্য পেলাইও এবং এলিসেন্দা সাবধানে থাকত।
৬৪. দু’জনকেই পেড়ে ফেলল জলবসন্ত’ কাদের দু’জনকে ?
উত্তরঃ পেলাইও এর শিশু সন্তান এবং ডানাওয়ালা বুড়োর এক সঙ্গে জলবসন্ত হয়।
৬৫. ডাক্তারের কেন মনে হল বুড়োর বেঁচে থাকাটা অসম্ভবের মতো ?
উত্তরঃ বুড়োর হৃৎপিণ্ডের ধুকপুকানি শোনে ডাক্তারের এমন মনে হয়েছিল।
৬৬. ডাক্তার বুড়োর কী দেখে অবাক হয়েছিলেন ?
উত্তরঃ ডানা দেখে এবং তার মনে প্রশ্ন এসেছিল মানুষের কেনো ডানা নেই।
৬৭. ‘বাচ্চা যখন স্কুলে যাওয়া শুরু করল’ বাচ্চা কখন স্কুলে যাওয়া শুরু করল ?
উত্তরঃ মুরগির খাঁচার ধ্বংসের কিছুদিন পর।
৬৮. ‘পথহারা দিকভোলা কোনো মুমূর্ষের মতো’ কেন এমন বলা হয়েছে ?
উত্তরঃ কারণ দেবদূত বাড়ির যেখানে-সেখানে ঘুরে বেড়ায়।
৬৯. ‘তারা অবাক হয়ে ভাবে’ কেন অবাক হয় ? কী ভাবে ?
উত্তরঃ দেবদূতকে শোয়ার ঘর থেকে তাড়িয়ে দিলে সে রান্না ঘরে গিয়ে উপস্থিত হয়। তাকে খুব অল্প সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় দেখা যায় বলে তার অনেক রূপ হয়েছে এমনটা পেলাইও এবং তার স্ত্রী এলিসেন্দার মনে হয়।
৭০. ‘নরকে বাস করা কী যে জঘন্য কাণ্ড’ কে, কেন এ কথা বলেছে ?
উত্তরঃ বাড়ির সব জায়গায় দেবদূতকে দেখা যায় বলে এলিসেন্দা বিরক্ত হয়ে এ কথা বলে।
৭১. ‘সে জিনিসপত্তরে ধাক্কা খায়’ কে, কেন ?
উত্তরঃ দেবদূত, তার চোখ ঘোলাটে হয়ে গেছে তাই সে ভালো করে দেখতে পায় না।
৭২. ‘তাকে করুণা করে একটা __________ নীচে শুতে দেয়।’ শূন্যস্থান পূরণ।
উত্তরঃ আটচালার।
৭৩. ‘তারা আবিষ্কার করলে যে’ কী আবিষ্কার করল ?
উত্তরঃ দেবদূতের রোজ রাত্রে জ্বর আসে।
৭৪. ‘তাদের জ্ঞানীগুণী পড়োশিনি অব্দি তাদের বলতে পারল না’ কী বলতে পারল না ?
উত্তরঃ দেবদূত মারা গেলে কী করণীয় তা প্রতিবেশী বলতে পারল না।
৭৫. কোন মাসে দেবদূতের পালক গজিয়ে উঠেছিল ?
উত্তরঃ ডিসেম্বরের প্রথম দিকে।
৭৬. ‘এ বিষয়ে সে খুবই সজাগ ছিল’ কোন বিষয়ে, কেন সজাগ ছিল ?
উত্তরঃ নতুন পালক গজিয়ে উঠছিল দেবদূতের, সেটা যাতে কেউ দেখতে না পায় সেই নিয়ে সে খুব সজাগ ছিল। কারণ, মানুষ জানতে পারলে উৎপাত হওয়ার আশঙ্কা ছিল।
৭৭. ‘তখন আচমকা মনে হল’ কার, কী মনে হল ?
উত্তরঃ এলিসেন্দার মনে হল বারদরিয়ার এক ঝলক হাওয়া রান্নাঘরে ঢুকেছে।
৭৮. ‘তখন সে জালানায় গিয়ে দেখতে পেলে’ কী দেখতে পেলো ?
উত্তরঃ এলিসেন্দা দেখতে পেলো দেবদূত ওড়বার চেষ্টা করছে।
৭৯. ‘এলিসেন্দা একটা স্বস্তির নিশ্বাস ফেললে’ কেন ?
উত্তরঃ দেবদূত উড়তে সক্ষম হয়েছে। সে বাড়িগুলোর উপর দিয়ে উড়ছে দেখে এলিসেন্দা স্বস্তি পেলো ?
আরও পড়- বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো প্রশ্ন উত্তর, প্রথমভাগ