মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৪-২৫ আর্থিক বর্ষের জন্য বাজেট পেশ করলেন। বাজেটে শিক্ষা ক্ষেত্রের একটি বড়সড়ো ঘোষণা করলেন অর্থমন্ত্রী। আগামী পাঁচ বছরে দেশের ১ কোটি ছেলেমেয়েকে বিভিন্ন শীর্ষস্থানীয় সংস্থায় ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে বলে বাজেট ভাষণে তিনি জানান। ইন্টার্নশিপের মাধ্যমে দেশের যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, এমনটাই দাবি সরকারের। লক্ষ্য রাখা হয়েছে দেশের ৫০০টির মতো সেরা কিছু সংস্থায় পড়ুয়াদের ইন্টার্নশিপের ব্যবস্থা করার। যে সমস্ত পড়ুয়া ইন্টার্নশিপের জন্য মনোনীত হবেন তাদের প্রত্যেক মাসে ৫০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। এছাড়াও এককালীন ৬০০০ টাকাও ইন্টার্নরা পাবেন। ইতিপূর্বে সরকারি উদ্যোগে পড়ুয়াদের জন্য ইন্টার্নশিপের ব্যবস্থা করার কোনো বন্দোবস্ত ছিল না। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপে পড়ুয়ারা ইন্টার্নশিপের মধ্য দিয়ে যে কাজের অভিজ্ঞতা অর্জন করবেন তাতে কোর্স শেষে চাকরি পাওয়ার পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে। যোগ্য ও দক্ষ নাগরিক তৈরি করে দেশের বেকারত্বের হার কমানোই যে লক্ষ্য সেটা স্পষ্ট।
ইন্টার্নশিপ কী ?
এক কথায় ইন্টার্নশিপ বলতে হাতে-কলমে কাজ করে অভিজ্ঞতা অর্জন করা। একটা নির্দিষ্ট সময়ের জন্য কোনো সংস্থায় টাকার বিনিময়ে বা বিনা বেতনে কাজ করে প্রত্যক্ষ ভাবে অভিজ্ঞতা অর্জনকেই ইন্টার্নশিপ বলে। যে সমস্ত শিক্ষার্থী ইন্টার্নশিপ করেন তাদের ইন্টার্ন বা শিক্ষানবিশ বলা হয়।
একটু বিস্তারিতভাবে বিষয়টা বুঝতে চেষ্টা করি, পড়াশোনা চলাকালীন অবস্থায় পড়ুয়ারা যে কোর্সে পড়াশোনা করছেন সেই সংক্রান্ত কাজে কোনো সংস্থায় ছাত্রছাত্রীদের পাঠানো হয়। যাতে সংশ্লিষ্ট সংস্থায় সরাসরি কাজে যুক্ত হতে পারে পড়ুয়ারা। শিক্ষানবিশ হিসেবে পড়ুয়ারা কোনো সংস্থায় তিন মাস, ছয় মাস বা এক বছরের জন্য কাজ করে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। ইন্টার্নশিপের ফলে একজন পড়ুয়ার কাজের প্র্যাক্টিক্যাল জ্ঞান হয়। শিক্ষা প্রতিষ্ঠানে শুধু বইয়ের মাধ্যমে থিওরিক্যাল বিষয়ে জ্ঞান দেওয়া হয় কিন্তু ইন্টার্নশিপের ফলে একজন শিক্ষার্থীর শিক্ষা সম্পন্নতা লাভ করে। ইন্টার্নশিপের ফলে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতে ছাত্রছাত্রীদের চাকরি পেতে দারুণ ভাবে সহায়তা করে। কেননা প্রত্যেক সংস্থায় চায় কাজের অভিজ্ঞতা থাকা ছেলেমেয়েদের চাকরিতে নিতে। একটা উদাহরণ দেওয়া যাক, একজন স্টুডেন্ট কম্পিউটার সাইন্স বা BBA বা সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছে। কম্পিউটার সাইন্স বা BBA নিয়ে পড়াশোনা করছে যে স্টুডেন্ট তাকে Google কোম্পানিতে পাঠিয়ে দেওয়া হলো ইন্টার্নশিপ করার জন্য। সাংবাদিকতার কোর্স করা পড়ুয়াকে Times of India এর অফিসে পাঠিয়ে দেওয়া হলো কাজ করার জন্য। এভাবেই ইন্টার্নশিপের মধ্য দিয়ে কোর্স চলাকালীন শিক্ষার্থীরা চাকরি পাওয়ার আগেই প্রত্যক্ষ কাজের অভিজ্ঞতা লাভ করেন।
আরও পড়ুন – কার্টুন বানানো শিখুন খুব কম খরচে, স্বনামধন্য সেন্ট জেভিয়ার্স কলেজে
আরও পড়ুন – পোস্ট অফিস রিক্রুটমেন্ট: গ্রামীণ ডাক সেবক নিয়োগ 2024, শূন্যপদ ৪৫ হাজার