কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কেন্দ্রীয় সরকার নতুন পেনশন স্কিমের ঘোষণা করল। এই নতুন স্কিমের নাম দেওয়া হয়েছে ‘ইউনিফাইয়েড পেনশন স্কিম’ (UPS) । বর্তমানে প্রচলিত ‘ন্যাশনাল পেনশন স্কিম’ (NPS) নিয়ে বহু কর্মচারীর অসন্তোষ ছিল। কর্মচারীদের অভিযোগ ছিল যে, NPS এর অধীনে অবসরের পর তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত নয়। কর্মচারীদের আর্থিক নিরাপত্তার কথা বিবেচনা করেই নতুন UPS চালু করা হয়েছে। আগামী ১ এপ্রিল ২০২৪ থেকে এই নয়া প্রকল্প কার্যকর হবে।
ইউনিফাইয়েড পেনশন স্কিমের সুবিধা
UPS-এর মাধ্যমে কর্মচারীদের তিনটি আর্থিক দিককে নিশ্চয়তা দেওয়ার প্রয়াস করা হয়েছে- নিশ্চিত পেনশন, নিশ্চিত পারিবারিক পেনশন এবং নিশ্চিত ন্যূনতম পেনশন।
- নিশ্চিত পেনশন: এই পেনশন প্রকল্পে কর্মজীবনের শেষ এক বছরের গড় বেতনের ৫০% পেনশন হিসাবে পাওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে। তবে শর্ত রয়েছে, কর্মীকে কমপক্ষে ২৫ বছর কাজ করতে হবে। যদি কর্মকালীন সময় কম হয়, তাহলে সেই অনুপাতে পেনশন পাবেন কর্মিচারীরা।
- ন্যূনতম পেনশন: যদি কোনো কর্মচারী ১০ বছর চাকরি করার পর অবসর নেন, তাহলে ওই কর্মচারী মাসিক ১০,০০০ টাকা করে পেনশন পাবেন।
- পারিবারিক পেনশন: কোনো কারণে পেনশন ভোগী ব্যক্তির মৃত্যুর হলে তার পরিবার তার পরিবারের সদস্যরা সর্ব শেষ পাওয়া পেনশনের ৬০% পাবেন।
এই নতুন স্কিম কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আর্থিক ভবিষ্যৎকে আরও সুরক্ষিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। UPS-এর মাধ্যমে সরকার কর্মচারীদের দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে চাইছে, যা কর্মক্ষেত্রে কর্মীদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে।
আরও পড়ুন- পলিগ্রাফ টেস্ট কি ? মিথ্যা কথা বললেই ধরা পড়ে যাবেন ! মারাত্মক এই পরীক্ষা সম্পর্কে জেনে নিন ঝটপট
আরও পড়ুন- মিশরীয় পিরামিডের ইতিহাস: মিশরের পিরামিড রহস্য ফাঁস ! পিরামিড সম্পর্কে অজানা তথ্য ভাণ্ডার
আরও পড়ুন- অলিম্পিক গেমসের ইতিহাস ও তার ৩ হাজার বছরের জীবনচক্রের সংক্ষিপ্ত পরিচয়