WBCSC Librarian Recruitment 2024: কলেজ সার্ভিস কমিশন লাইব্রেরিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল

কারা আবেদন করতে পারবেনঃ শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা

ক.বয়সঃ এই চাকরির আবেদন করার জন্য প্রার্থীর ৪০ বছরের মধ্যে থাকতে হবে। তফসিলি এবং তফসিলি উপজাতির প্রার্থীরা ৫ বছরের বয়সের ছাড় পাবেন। OBC প্রার্থীরা ৩ বছরের এবং Differently abled candidate দের ১০ বছরের ছাড় রয়েছে।

খ. শিক্ষাগত যোগ্যতাঃ আবেদনকারীদের লাইব্রেরি সায়েন্স, ইনফরমেশন সায়েন্স, ডকুমেন্টেশন সায়েন্স-এ মাস্টার্স বা সমতুল কোনও পেশাদারি কোর্সে ন্যূনতম ৫৫ শতাংশ নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে। পরীক্ষায় বরাবর ভাল ফল এবং লাইব্রেরি কম্পিউটারাইজেশনের জ্ঞান থাকাও জরুরি। এর পাশাপাশি UGC বা CSIR নেট/ স্লেট/ সেট উত্তীর্ণ হওয়া বা Ph.D থাকাও জরুরি। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠির বিষয়ে মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

তফসিলি, তফসিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর জাতির প্রার্থীরা ৫ শতাংশ নাম্বারের ছাড় পাবেন। এছাড়াও বিশেষভাবে সক্ষমরাও নাম্বারের ক্ষেত্রে ছাড় পাবেন।

বেতন কত

এই চাকরিতে যারা নিযুক্ত হবেন শুরুতেই তারা ৫৭৭০০ টাকা করে মাসিক পারিশ্রমিক পাবেন। সরকারি নিয়মে পরবর্তীতে আরও বেতন বৃদ্ধি হবে।

কোথায় এবং কিভাবে আবেদন করবেন

ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে চাকরিপ্রার্থীকে আবেদন জমা করতে হবে। অফিসিয়াল অয়েবসাইটের লিংক এই প্রতিবেদনের শেষে দেওয়া আছে।

আবেদন ফি

অসংরক্ষিত প্রার্থী₹২০০০
সংরক্ষিত প্রার্থী (SC/ST/OBC(A &B)/EWS/Differently-abled Candidates)₹১০০০

কবে এবং কিভাবে নিয়োগ করা হবে

আবেদনকারীদের মধ্য থেকে ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করে সরাসরি নিয়োগ করবে কমিশন। ইন্টারভিউ এর সময়,তারিখ ও ভেনু কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে পরবর্তীতে ঘোষণা করা হবে। সেই সম্পর্কে কোনও আপডেট এলে আমরা যথাসময়ে এই ওয়েবসাইটে জানিয়ে দিব।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু১২ মার্চ
আবেদনের শেষ তারিখ২০ এপ্রিল

গুরুত্বপূর্ণ লিংক

ওফিসিয়াল ওয়েবসাইটwww.wbcsconline.in or wbcsc.org.in
সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment