বোকারো স্টিল প্ল্যান্টে ৫০টির বেশি পদে চাকরির বিজ্ঞপ্তিঃ SAIL Bokaro Recruitment 2024

স্টিল অথরিটি অফ ইন্ডিয়া (SAIL) ম্যানেজার ও ডেপুটি ম্যানেজার পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিভিন্ন শাখায় মোট ৫০টির বেশি শূন্যপদ রয়েছে। সেল, বোকারো স্টিল প্ল্যান্ট তাদের দলে যোগদানের জন্য উদ্যমী, মনোযোগী এবং প্রতিভাবান লোকদের সন্ধান করছে। ঝাড়খণ্ডের রাঁচিতে বোকারো স্টিল প্ল্যান্ট অবস্থিত এবং তাদের সেল-সেন্টার ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে পদের জন্য অনলাইনে আবেদনের আহ্বান করা হচ্ছে।

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে আগ্রহী হন তবে প্রতিবেদনটি খুঁটিয়ে পড়ে দেখে নিন শিক্ষাগত যোগ্যতা, কীভাবে আবেদন করবেন, নির্বাচন প্রক্রিয়া এবং এই নিয়োগের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি।

পদের নাম এবং শূন্যপদ

সেল, বোকারো স্টিল প্ল্যান্ট নিম্নলিখিত বিভাগে ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজারের পদ পূরণের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনের ডাক দিয়েছে-

বোকারো স্টিল প্ল্যান্টঃ

ম্যানেজার (গ্রেড ই-৩)
বিভাগশূন্যপদ
অটোমেশন
মেকানিক্যাল/ বিএসএল
সিভিল
সিরামিক
মোট১৮
ডেপুটি ম্যানেজার (প্রজেক্টস) (গ্রেড ই-২)
বিভাগশূন্যপদ
মেকানিক্যাল
সিভিল
ইলেক্ট্রিক্যাল
মোট১০

ঝাড়খণ্ড গ্রুপ অফ মাইনসঃ

ম্যানেজার (গ্রেড ই-৩)
বিভাগশূন্যপদ
ভূতত্ত্ব (Geology)
মিনারেল বেনেফিসিয়েশন
মেকানিক্যাল/JGOM
খনি
মোট১৭

CET রাঁচিঃ

ম্যানেজার (গ্রেড ই-৩)
বিভাগশূন্যপদ
সিভিল ও স্ট্রাকচারাল
ইলেক্ট্রিক্যাল
ইন্ট্রুমেন্টেশন / প্রক্রিয়া, নিয়ন্ত্রণ ও অটোমেশন
মেকানিক্যাল/ ইউ অ্যান্ড এস
ধাতুবিদ্যা / প্রযুক্তি – আয়রন ও সিন্টার / ইস্পাত / রোলিং মিলস
মোট১০

বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা

পদ ও গ্রেড বয়সের ঊর্ধ্ব সীমাআবশ্যিক যোগ্যতা
ম্যানেজার (অটোমেশন)৩৫B.Tech/B.E (পূর্ণকালীন) তড়িৎ প্রকৌশল
ম্যানেজার (মেকানিক্যাল/বিএসএল)৩৫B.Tech/B.E (পূর্ণকালীন) ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
ম্যানেজার (সিভিল)৩৫সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে B.E/B.Tech (ফুল টাইম)
ম্যানেজার (সিরামিক)৩৫সিরামিক ইঞ্জিনিয়ারিংয়ে B.E / B.Tech (ফুল টাইম)
ডেপুটি ম্যানেজার (প্রজেক্টস)৩২প্রকৌশল সংশ্লিষ্ট শাখায় B.E/B.Tech (ফুল টাইম)
ম্যানেজার (ভূতত্ত্ব)৩৫এমএসসি/ এমএসসি (টেক)/এমটেক ইন জিওলজি/অ্যাপ্লায়েড জিওলজি
ম্যানেজার (খনিজ উপকারী)৩৫B.Tech(খনিজ ইঞ্জিনিয়ারিং) / (খনি ও খনিজ প্রক্রিয়াজাতকরণ) / M.Tech (খনিজ প্রক্রিয়াজাতকরণ) (পুরো সময়)
ম্যানেজার (মেকানিক্যাল/জেজিওএম)৩৫মেকানিক্যাল বা মাইনিং মেশিনারিতে B.E/B.Tech(ফুল টাইম)
ম্যানেজার (মাইনিং)৩৫B.E./B.Tech (ফুল টাইম) ইন মাইনিং ইঞ্জিনিয়ারিং।
ব্যবস্থাপক (সিভিল ও স্ট্রাকচারাল)৩৫সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে B.E/B.Tech (ফুল টাইম)
ম্যানেজার (ইলেকট্রিক্যাল)৩৫ইলেক্ট্রিক্যাল/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে B.E/ B.Tech (ফুল টাইম)
ম্যানেজার (ইনস্ট্রুমেন্টেশন/প্রসেস, কন্ট্রোল অ্যান্ড অটোমেশন)৩৫ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বিই/B.Tech (ফুল টাইম)
ম্যানেজার (মেকানিক্যাল/ ইউ অ্যান্ড এস)৩৫মেকানিক্যাল/ প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে B.E/B.Tech (ফুল টাইম)
ম্যানেজার (মেটালার্জি/ টেকনোলজি-আয়রন অ্যান্ড সিন্টার/ স্টিল/ রোলিং মিলস)৩৫মেটালার্জি (Metallurgy) ইঞ্জিনিয়ারিংয়ে B.E/B.Tech (ফুল টাইম)

সংরক্ষিত প্রার্থীর বয়সের ছাড়

তপশিলি জাতি ও তফসিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বাড়ানো হয়েছে। OBC (নন-ক্রিমি লেয়ার) প্রার্থীদের ক্ষেত্রে ৩ বছর বাড়ানো হয়েছে। বেঞ্চমার্ক প্রতিবন্ধী ব্যক্তিরা (PwBD) অতিরিক্ত 10 বছর বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি ও ফি

এই পদের জন্য আগ্রহী প্রার্থীদের সেবির অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে সরাসরি আবেদন করতে হবে। প্রতিবেদনের শেষে প্রয়োজনীয় সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে।

ক্যাটাগরিআবেদন ফিপ্রসেসিং ফিমোট
জেনেরাল/OBC/EWS৭০০২০০৯০০
SC/ST/PwBDনেই২০০২০০

নিয়োগ পদ্ধতি

এই চাকরিতে যোগ্য প্রার্থী কম্পিউটার বেসড টেস্ট (CBT) ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT):

CBT এ দুটি বিভাগে বিভক্ত, ১৫০টি বহুনির্বাচনী (MCQ) প্রশ্ন থাকবে:

  • ডোমেইন/প্রফেশনাল নলেজের উপর ৫০টি প্রশ্ন।

  • অ্যাপটিটিউড টেস্টে ১০০টি প্রশ্ন।

  • ন্যূনতম যোগ্যতা অর্জন: প্রার্থীদের অবশ্যই অসংরক্ষিত পদের জন্য ন্যূনতম ৫০ শতাংশ স্কোর এবং এসসি / এসটি / ওবিসি (এনসিএল) পদের জন্য ৪০ শতাংশ স্কোর অর্জন করতে হবে।

  • সংক্ষিপ্ত তালিকা: প্রার্থীদের মেধার ভিত্তিতে সাক্ষাত্কারের জন্য শর্টলিস্ট করা হবে। প্রতিটি পদ / ডিসিপ্লিনের জন্য ১:৩ অনুপাতে প্রার্থী ডাকা হবে। যদি একাধিক প্রার্থী একই কাট-অফ নম্বর অর্জন করেন তবে তাদের সকলকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু১৬ এপ্রিল ২০২৪
আবেদন শেষ৭ মে ২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অফিসিয়াল নোটিফিকেশনDownload
সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment