দিল্লি পুলিশে সাব-ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল SSC: Delhi Police Sub Inspector Recruitment 2024

স্টাফ সিলেকশন কমিশন (SSC) দিল্লি পুলিশে সাব-ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল। যে কোনও শাখায় গ্র্যাজুয়েশন করা থাকলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। ছেলেমেয়ে উভয় পদের জন্যই এই নিয়োগ বিজ্ঞপ্তি। যারা পুলিশের চাকরিতে আগ্রহী এবং দেশের সশস্ত্র বাহিনীর অংশ হয়ে দেশের সেবা করতে চান, তাদের জন্য চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ। এই চাকরির জন্য কী কী আবশ্যিক যোগ্যতা প্রয়োজন, বয়স, নিয়োগ পদ্ধতি, পরীক্ষার সিলেবাস, বেতন, ইত্যাদি সমস্ত বিস্তারিত এই প্রতিবেদনে আলোচনা করা হল।

নিয়োগ বিজ্ঞপ্তির সারসংক্ষেপ

নিয়োগকারী সংস্থাস্টাফ সিলেকশন কমিশন (SSC)
অফিসিয়াল ওয়েবসাইটhttps://ssc.nic.in
পদের নামসাব-ইন্সপেক্টর
চাকরির ধরনস্থায়ী সরকারি চাকরি
শূন্যপদ১৮৬
আবেদন পদ্ধতিসরাসরি অনলাইনে
আবেদনের শেষ তারিখ২৮ মার্চ ২০২৪

শূন্যপদ

ছেলেমেয়ে উভয়ের জন্যই এই নিয়োগে আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। কোন পদে কত শূন্যপদ আছে তার তালিকা নিচে দেওয়া হল-

পোস্টUREWSOBCSCSCমোট
দিল্লি পুলিশের সাব-ইন্সপেক্টর – পুরুষ৫৬১৩৩০১৭১২৫
দিল্লি পুলিশের সাব-ইন্সপেক্টর – মহিলা২৮১৫৬১
মোট১৮৬

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা

সাব-ইন্সপেক্টর পদে চাকরি পেতে গেলে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রার্থীকে শারীরিকভাবে সক্ষম হতে হয়। নির্দিষ্ট শারীরিক মাপকাঠি যেমন প্রয়োজন তেমনি নির্দিষ্ট শারীরিক সক্ষমতাও দরকার। সমস্ত যোগ্যতা নিচে দেওয়া হল-

আবশ্যিক শিক্ষাগত যোগ্যতাঃ এই চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক প্রার্থীর কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে।

বয়সঃ এই পদে আবেদন করতে প্রার্থীর বয়স হতে হবে ২০-২৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। তফসিলি ও তফসিলি উপজাতির প্রার্থীরা ৫ বছরের এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (OBC) প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন। এক্স-সার্ভিস ম্যানদেরও ৩ বছরের ছাড় দেওয়া হবে।

এছাড়াও বিধবা মহিলা, ডিভোর্সি বা আইনসম্মতভাবে স্বামীর সঙ্গে আলাদা থাকেন যে সমস্ত মহিলা তারা ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। তফসিলি বা তফসিলি উপজাতি হলে ৪০ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

Physical Standard Test (PST): যে সব শারীরিক মাপজোক থাকতে হবে-
PST
নংশ্রেণীউচ্চতাবুক
Aপুরুষঃ পার্বত্য এলাকা এবং তফসিলি উপজাতি ব্যতীত১৭০ সেমি৮০ সেমি, ফুলিয়ে ৮৫ সেমি
Bপুরুষঃ গাড়োয়াল, কুমায়ুন, হিমাচল প্রদেশ, গোর্খা, ডোগরা, মারাঠা, কাশ্মীর উপত্যকা, লেহ এবং লাদাখ অঞ্চল, উত্তর-পূর্ব রাজ্য এবং সিকিম; এই সব পার্বত্য অঞ্চলের প্রার্থী১৬৫ সেমি৮০ সেমি, ফুলিয়ে ৮৫ সেমি
Cপুরুষঃ তফসিলি উপজাতি১৬২.৫৭৭ সেমি, ফুলিয়ে ৮২ সেমি
Dমহিলাঃ পার্বত্য এলাকা এবং তফসিলি উপজাতি ব্যতীত১৫৭ সেমি
Eমহিলাঃ গাড়োয়াল, কুমায়ুন, হিমাচল প্রদেশ, গোর্খা, ডোগরা, মারাঠা, কাশ্মীর উপত্যকা, লেহ এবং লাদাখ অঞ্চল, উত্তর-পূর্ব রাজ্য এবং সিকিম; এই সব পার্বত্য অঞ্চলের প্রার্থী১৫৫ সেমি
Fমহিলাঃ তফসিলি উপজাতি১৫৪ সেমি
 শারীরিক সক্ষমতার পরীক্ষা PET: ( Physical Endurance Test ) 

পুরুষ প্রার্থীদের জন্যঃ

A. ১৬ সেকেন্ডে ১০০ মিটার দৌড়

B. ৬.৫ মিনিটে ১.৬ কিলোমিটার দৌড়

C. লং জাম্প: ৩টি সুযোগে ৩.৬৫মি

D. হাই জাম্প: ৩টি সুযোগে ১.২মি

E. শট পুট (১৬ পাউন্ড): ৩টি সুযোগে ৪.৫মি

মহিলা প্রার্থীদের জন্যঃ

A..১৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড়

B. ৪ মিনিটে ৮০০ মিটার দৌড়

C. লং জাম্প: ৩টি সুযোগে ২.৭মি

D. হাই জাম্প: ৩টি সুযোগে ০.৯মি

ওজনঃ উচ্চতার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে।

আবেদন মাধ্যম ও ফি

ইচ্ছুক প্রার্থীদের SSC এর অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি অনলাইনের মাধ্যমে এই নিয়োগের জন্য আবেদন জানাতে হবে। নিচে প্রতিবেদনের শেষে আবেদনের লিঙ্ক দেওয়া রয়েছে।

শ্রেণীফি
সমস্ত ক্যান্ডিডেট; (SC, ST, প্রাক্তন সেনা এবং মহিলা প্রার্থীরা ব্যতীত)১০০
SC, ST, প্রাক্তন সেনা এবং মহিলা প্রার্থীনেই

নিয়োগ পদ্ধতি

পরীক্ষায় থাকবে দুটি পেপার, পেপার-১ এবং পেপার-২, উভয় পেপারই MCQ ধরনের প্রশ্ন থাকবে। এরপর থাকবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (PST)/শারীরিক সহনশীলতা পরীক্ষা (PET) এবং মেডিক্যাল টেস্ট (DME)। নিয়োগের ক্ষেত্রে এই সমস্ত পর্যায় বাধ্যতামূলক। পরীক্ষার বিশদ বিবরণ নিম্নরূপ:

পেপার-১

বিষয়প্রশ্ন সংখ্যানাম্বার
জেনেরাল ইন্টেলিজেন্স ও রিজনিং৫০৫০
সাধারণ জ্ঞান ও সাধারণ অ্যায়ারনেস৫০৫০
কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড৫০৫০
ইংরাজি কম্প্রিহেনশন৫০৫০
মোট১০০১০০
* সময় – ২ ঘণ্টা

পেপার-২

বিষয়প্রশ্ন সংখ্যানাম্বার
ইংরাজি ভাষা ও কম্প্রিহেনশন২০০২০০
*সময়- ২ ঘণ্টা

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু৪ মার্চ ২০২৪
আবেদন শেষ২৮ মার্চ ২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইটhttps://ssc.nic.in
অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload here
আবেদনের লিঙ্কApply Now
সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment