অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে DRDO, প্রতিরক্ষা ক্ষেত্রে ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগঃ DRDO Recruitment 2024

DRDO বিভিন্ন ক্ষেত্রে স্নাতক, ডিগ্রি, ডিপ্লোমা ও আইটিআই করা ছেলেমেয়েদের অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করতে চলেছে। এই মর্মে ভারতের এই প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করেছে। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO, মিনিস্ট্রি অফ ডিফেন্স এর অধীনস্থ একটি সংস্থা, এখানে শিক্ষানবিশ (Apprentice) হিসাবে কাজের অভিজ্ঞতা থাকলে পরবর্তীতে বিভিন্ন চাকরি-বাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যায়। কোন কোন বিভাগে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে, কারা আবেদন করতে পারবেন, বয়স, সময়সীমা, নিয়োগ পদ্ধতি প্রভৃতি বিষয়গুলির উপর আজকের এই প্রতিবেদন।

এক নজরে বিজ্ঞপ্তিটি

নিয়োগ সংস্থাপ্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)
পদের নামঅ্যাপ্রেন্টিস
চাকরির ধরনসরকারি চাকরি
শূন্যপদ১৫০
বেতন (₹)নিয়ম অনুযায়ী
চাকরির স্থানসারা ভারত
আবেদন মোডঅনলাইন
ওয়েবসাইটdrdo.gov.in

শূন্যপদ

চারটি বিভাগ মিলিয়ে মোট ১৫০ ছেলেমেয়েকে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। কোন বিভাগে কত শূন্যপদ নিচের তালিকায় দেওয়া হল-

গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেইনি- ইঞ্জিনিয়ারিং

শাখাশূন্যপদ
মেকানিক্যাল/প্রোডাকশন/ইঞ্জিনিয়ারিং৩০
অ্যারোনটিকাল / অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং১৫
ইলেক্ট্রিক্যালস অ্যান্ড ইলেক্ট্রনিক্স/কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং১০
কম্পিউটার সায়েন্স/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইঞ্জিনিয়ারিং১৫
ধাতুবিদ্যা /মেটেরিয়াল বিজ্ঞান
সিভিল ইঞ্জিনিয়ারিং বা সমতূল্য
মোট৭৫

গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেইনি- নন ইঞ্জিনিয়ারিং

শাখাশূন্যপদ
বি.কম১০
বি.এসসি
বি.এ
বি.সি.এ
বি.বি.এ
মোট৩০

ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ট্রেইনি

শাখামোট শূন্যপদ
মেকানিক্যাল/প্রোডাকশন/ইঞ্জিনিয়ারিং।১০
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং।
কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার নেটওয়ার্কিং
মোট২০

ITI অ্যাপ্রেন্টিস ট্রেইনি

শাখামোট শূন্যপদ
মেশিনিস্ট
ফিটার
টার্নার
ইলেকট্রিশিয়ান
ওয়েল্ডার
শীট মেটাল ওয়ার্কার
কম্পিউটার অপারেটর ও প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট
মোট২৫

শিক্ষাগত যোগ্যতা

অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের কে যেকোনো সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ ইঞ্জিয়ারিং (B.E), বি-টেক (B.Tech), ডিগ্রি, ডিপ্লোমা ও আইটিআই কমপ্লিট করতে হবে। আরো বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে হবে। নিচে লিঙ্ক দেওয়া রয়েছে।

বয়স

অ্যাপ্রেন্টিসের জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৭ বছর হতে হবে। সরকারি নিয়মে SC/ST প্রার্থীরা ৫ বছরের এবং OBC প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন। PwBD প্রার্থীরা ৩৭ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন।

স্ট্রাইপেন্ড

শাখাস্টাইপেন্ড
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেইনি- ইঞ্জিনিয়ারিং/নন ইঞ্জিনিয়ারিং₹ ৯০০০
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ট্রেইনি₹ ৮০০০
ITI অ্যাপ্রেন্টিস ট্রেইনি₹ ৭০০০

আবেদন পদ্ধতি (Apply Process)

ইচ্ছুক প্রার্থীদের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন জানাতে হবে। নিচে লিঙ্ক দেওয়া আছে।

নিয়োগ পদ্ধতি

আবেদনকারী প্রার্থীদের বাছাই করা হবে তিনটি স্তরের মধ্য দিয়ে।

  • একাডেমিক মেরিট
  • লিখিত পরীক্ষা
  • ইন্টারভিউ

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু২১ মার্চ ২০২৪
আবেদন শেষ৯ এপ্রিল ২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অফিসিয়াল নোটিফিকেশনDownload
আবেদন লিঙ্কApply Now
সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment