দক্ষিণ-পূর্ব মধ্য রেলওয়ে, বিলাসপুর ডিভিশন, রেলে শিক্ষানবিশ (Apprentice) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল। শুধুমাত্র মাধ্যমিক পাশ এবং সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে ITI করা থাকলেই এই অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদন করা যাবে। আবেদন গ্রহণ শুরু হয়েছে, এপ্রিল মাস পর্যন্ত আবেদন নেওয়া চলবে। মোট ৭৩৩টি পোস্টের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগের বিভিন্ন বিভাগের শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ পদ্ধতি ইত্যাদি সমস্ত দিক এই প্রতিবেদনে তুলে ধরা হল।
শূন্যপদ
পদের নাম | শূন্যপদ |
কাঠমিস্ত্রি | ৩৮ |
কোপা (75 Divn.+25 HQ:Kong) | ১০০ |
ড্রাফটসম্যান (সিভিল) | ১০ |
ইলেকট্রিশিয়ান | ১৩৭ |
ইলেক্ট (MECH) | ৫ |
ফিটার | ১৮৭ |
মেশিনিস্ট | ৪ |
চিত্রশিল্পী | ৪২ |
প্লাম্বার | ২৫ |
মেক (আরএসি)/MECH(RAC) | ১৫ |
এসএডব্লিউ (SMW) | ৪ |
স্টেনো (ইংল্যান্ড) | ২৭ |
স্টেনো (হিন্দি) | ১৯ |
ডিজেল মেকানিক | ১২ |
টার্নার | ৪ |
ওয়েল্ডার | ১৮ |
ওয়্যারম্যান | ৮০ |
কেমিক্যাল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট | ৪ |
ডিজিটাল ফটোগ্রাফার | ২ |
মোট | ৭৩৩ |
শিক্ষাগত যোগ্যতা
পদের নাম | শিক্ষা | বয়স সীমা |
কাঠমিস্ত্রি | দশম শ্রেণির পরীক্ষা + আইটিআই কার্পেন্ট্রিতে | ১৫ থেকে ২৫ বছর |
কোপা | দশম শ্রেণির পরীক্ষা + আইটিআই (COPA) | ১৫ থেকে ২৫ বছর |
ড্রাফটসম্যান (সিভিল) | দশম শ্রেণির পরীক্ষা + আইটিআই ড্রাফটসম্যানে | ১৫ থেকে ২৫ বছর |
ইলেকট্রিশিয়ান | দশম শ্রেণির পরীক্ষা + আইটিআই ইলেকট্রিশিয়ানে | ১৫ থেকে ২৫ বছর |
ইলেক্ট (মেক) | দশম শ্রেণির পরীক্ষা + আইটিআই, ইলেক্ট (মেক) | ১৫ থেকে ২৫ বছর |
ফিটার | দশম শ্রেণির পরীক্ষা + ফিটারে আইটিআই | ১৫ থেকে ২৫ বছর |
মেশিনিস্ট | দশম শ্রেণির পরীক্ষা + আইটিআই মেশিনিস্টে | ১৫ থেকে ২৫ বছর |
চিত্রশিল্পী | দশম শ্রেণির পরীক্ষা + আইটিআই পেইন্টারে | ১৫ থেকে ২৫ বছর |
প্লাম্বার | দশম শ্রেণির পরীক্ষা + আইটিআই প্লাম্বারে | ১৫ থেকে ২৫ বছর |
মেচ (আরএসি) | দশম শ্রেণির পরীক্ষা + আইটিআই ইন মেক (আরএসি) | ১৫ থেকে ২৫ বছর |
স্মিন | দশম শ্রেণির পরীক্ষা + আইটিআই এসএমআইএন-এ | ১৫ থেকে ২৫ বছর |
স্টেনো (ইংল্যান্ড) | দশম শ্রেণির পরীক্ষা + আইটিআই স্টেনোগ্রাফিতে | ১৫ থেকে ২৫ বছর |
স্টেনো (হিন্দি) | দশম শ্রেণির পরীক্ষা + আইটিআই স্টেনোগ্রাফিতে | ১৫ থেকে ২৫ বছর |
ডিজেল মেকানিক | দশম শ্রেণির পরীক্ষা + আইটিআই ডিজেল মেকানিকে | ১৫ থেকে ২৫ বছর |
টার্নার | দশম শ্রেণির পরীক্ষা + আইটিআই টার্নারে | ১৫ থেকে ২৫ বছর |
ওয়েল্ডার | দশম শ্রেণির পরীক্ষা + আইটিআই ওয়েল্ডারে | ১৫ থেকে ২৫ বছর |
ওয়্যারম্যান | দশম শ্রেণির পরীক্ষা + আইটিআই ওয়্যারম্যানে | ১৫ থেকে ২৫ বছর |
কেমিক্যাল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ডা. | দশম শ্রেণির পরীক্ষা + আইটিআই, রসায়ন ল্যাব | ১৫ থেকে ২৫ বছর |
ডিজিটাল ফটোগ্রাফার | দশম শ্রেণির পরীক্ষা + আইটিআই ডিজিটাল ফটোগ্রাফিতে | ১৫ থেকে ২৫ বছর |
আবেদন মাধ্যম
দক্ষিণ-পূর্ব মধ্য রেলওয়ে (এসইসিআর) শিক্ষানবিশ নিয়োগে অংশ গ্রহণে ইচ্ছুক প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন জানাতে হবে। প্রার্থীদের ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট তারিখের মধ্যে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে।
আবেদনকারীদের ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশিকা অনুযায়ী সঠিক তথ্য প্রদান এবং প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। সেখানে কোনো আবেদন ফি উল্লেখ নেই। পরবর্তী নিয়োগ পদক্ষেপ সম্পর্কে প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট বা অন্যান্য যোগাযোগ মাধ্যমে জানানো হবে। প্রতিবেদনের শেষে আবেদন লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে প্রার্থীরা সরাসরি আবেদন জানাতে পারবেন।
নিয়োগ পদ্ধতি
মাধ্যমিক এবং আইটিআই উভয় পরীক্ষায় প্রাপ্ত নম্বরের শতাংশ বিবেচনা করে মেধার ভিত্তিতে প্রাথমিক প্রার্থী নির্বাচন করা হবে। পরবর্তীতে পরীক্ষা/ইন্টারভিউয়ের তারিখ, সময় এবং স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানানো হবে। এছাড়াও দক্ষিণ-পূর্ব মধ্য রেলওয়ের (এসইসিআর) অফিসিয়াল ওয়েবসাইটেও পরীক্ষা সূচী পাওয়া যাবে। নির্বাচনের মানদণ্ড, যোগ্যতা এবং অন্যান্য তথ্যের বিষয়ে আরও তথ্যের জন্য, প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞাপনটি পড়তে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | ১২ মার্চ ২০২৪ |
আবেদন শেষ | ১২ এপ্রিল ২০২৪ |
দরকারি লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
অফিসিয়াল নোটিফিকেশন | Download |
আবেদন লিঙ্ক | Apply Now |