ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় কাজের সুযোগ। ইসরোর অন্তর্গত ন্যাশানল রিমোট সেন্সিং সেন্টারে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। যারা মহাকাশ নিয়ে আগ্রহী তাদের জন্য ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার (NRSC) এর সঙ্গে একটি রোমাঞ্চকর ক্যারিয়ারের যাত্রা শুরু করার সুবর্ণ সুযোগ। এই নিয়োগে রিসার্চ সায়েন্টিস্ট, প্রজেক্ট সায়েন্টিস্টের মতো বিভিন্ন পদের জন্য ৭১টি শূন্যপদ রয়েছে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং এপ্রিল মাস পর্যন্ত চলবে। কোন পদের কী যোগ্যতা রয়েছে, কারা আবেদন করতে পারবেন, নিয়োগ পদ্ধতি কী আছে ইত্যাদি বিষয় বিশদে এই প্রতিবেদনে তুলে ধরা হল।
বিজ্ঞপ্তিটির সারসংক্ষেপ
প্রতিষ্ঠানের নাম | ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, জাতীয় রিমোট সেন্সিং সেন্টার (NRSC) |
পদের নাম | রিসার্চ সায়েন্টিস্ট, প্রজেক্ট সায়েন্টিস্ট এবং অন্যান্য |
মোট পদের সংখ্যা | ৭১ |
আবেদন শুরুর তারিখ | শুরু |
আবেদনের শেষ তারিখ | ৮ এপ্রিল ২০২৪ |
আবেদনের পদ্ধতি | অনলাইন |
চাকরির ধরন | কেন্দ্রীয় সরকারি চাকরি |
কর্মস্থল | NRSC |
নির্বাচন প্রক্রিয়া | ডকুমেন্ট ভেরিফিকেশন, লিখিত পরীক্ষা, ইন্টারভিউ |
অফিসিয়াল ওয়েবসাইট | www.nrsc.gov.in |
পদের নাম ও শূন্যপদ
ক্রমিক নাম্বার | পদের নাম | শূন্যপদের সংখ্যা |
1. | গবেষক বিজ্ঞানী | ২০ |
2. | প্রজেক্ট সায়েন্টিস্ট | ১০ |
3. | প্রজেক্ট অ্যাসোসিয়েট | ১৪ |
4. | জুনিয়র রিসার্চ ফেলো | ২৭ |
মোট | ৭১ |
শিক্ষাগত যোগ্যতা
এই নিয়োগে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা সংস্থা থেকে M.E/ M.Tech/ M.Sc/ B.Sc/ B.E./ B.Tech ডিগ্রি থাকতে হবে।
পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিশদে জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে হবে। নিচে বিজ্ঞপ্তিটির লিঙ্ক দেওয়া রয়েছে।
বয়স
বিভিন্ন পদের জন্য সর্বোচ্চ ২৮/৩০/৩৫ বছর বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস দেখতে হবে। তবে সরকারি নিয়মে সংরক্ষিত প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে। SC/ST প্রার্থীরা ৫ বছরের এবং OBC প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন।
বেতন
এই চাকরিতে পদ অনুযায়ী বিভিন্ন বেতন কাঠামো রয়েছে। বিভিন্ন পদে নিযুক্তরা মাসিক ৩১০০০ টাকা থেকে ৫৬০০০ টাকা করে বেতন পাবেন।
আবেদন মাধ্যম
আগ্রহী প্রার্থীরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনের ধাপগুলি নিচে দেওয়া হল।
- ধাপ 1: অফিসিয়াল ওয়েবসাইট (https://www.nrsc.gov.in)দেখুন।
- ধাপ 2: হোমপেজে ISRO NRSC Recruitment 2024 লিঙ্কে ক্লিক করুন।
- ধাপ 3: প্রয়োজনীয় বিবরণ সরবরাহ করুন।
- ধাপ ৪: আবেদন ফর্ম সাবমিট করুন।
- ধাপ ৫: প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন।
- ধাপ 6: ভবিষ্যতের রেফারেন্সের জন্য আবেদন ফর্মের প্রিন্টআউট রাখুন।
নিয়োগ পদ্ধতি
ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার (এনআরএসসি) উপরে উল্লিখিত পদগুলির জন্য নির্বাচন প্রক্রিয়া তিনটি ধাপে সম্পন্ন করবে-
- ডকুমেন্ট ভেরিফিকেশন
- লিখিত পরীক্ষা
- ইন্টারভিউ
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | ১৮ মার্চ ২০২৪ |
আবেদন শেষ | ৮ এপ্রিল ২০২৪ |
দরকারি লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
অফিসিয়াল নোটিফিকেশন | Download |
আবেদন লিঙ্ক | Apply Now |