ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ১৪৩ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ: Bank Of India Recruitment 2024

সারা দেশজুড়ে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মোট শূন্যপদ রয়েছে ১৪৩টি। প্রধান ম্যানেজার, ডেটা সাইন্টিস্ট, ল অফিসার (Law Officer), ইকোনমিস্ট ইত্যাদি বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। কারা এই সব পদের জন্য যোগ্য ? কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে ? নিয়োগ কীভাবে করা হবে ? এই সব প্রশ্নের উত্তর এই প্রতিবেদনে তুলে ধরা হল।

বিজ্ঞপ্তিটির সারসংক্ষেপ

নিয়োগকারী সংস্থাব্যাঙ্ক অফ ইন্ডিয়া(BOI)
চাকরির ধরনসরকারি, স্থায়ী
কাজের স্থানসারা দেশজুড়ে
শূন্যপদ১৪৩
আবেদন কবে শুরুআবেদন ২৭ মার্চ থেকে শুরু হয়েছে
অফিসিয়াল ওয়েবসাইটwww.bankofindia.co.in

পদের নাম ও শূন্যপদ

পদের নামশূন্যপদ
ক্রেডিট অফিসার২৫
চিফ ম্যানেজার – অর্থনীতিবিদ
চিফ ম্যানেজার – আইটি – ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর
চিফ ম্যানেজার – আইটি – ক্লাউড অপারেশন
চিফ ম্যানেজার – আইটি – নেটওয়ার্ক
চিফ ম্যানেজার – আইটি – সিস্টেম
চিফ ম্যানেজার – আইটি – ইনফ্রা
চিফ ম্যানেজার – আইটি – ইনফো সিকিউরিটি
চিফ ম্যানেজার – মার্কেটিং (চিফ ওয়েলথ ম্যানেজার)
আইন কর্মকর্তা (Law Officer)৩১
ডেটা সায়েন্টিস্ট
এমএল অপস ফুল স্ট্যাক ডেভেলপার
ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর
ডেটা কোয়ালিটি ডেভেলপার
ডাটা গভর্নেন্স এক্সপার্ট
প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞ
লিনাক্স অ্যাডমিনিস্ট্রেটর
ওরাকল এক্সডাটা অ্যাডমিনিস্ট্রেটর (Oracle Exadata Administrator)
সিনিয়র ম্যানেজার – আইটি
সিনিয়র ম্যানেজার – আইটি – ডেটা অ্যানালিস্ট
সিনিয়র ম্যানেজার – আইটি – ডাটাবেজ
সিনিয়র ম্যানেজার – আইটি – ক্লাউড অপারেশন
সিনিয়র ম্যানেজার – আইটি – নেটওয়ার্ক সিকিউরিটি / অপারেশন
সিনিয়র ম্যানেজার – আইটি – সিস্টেম (উইন্ডোজ / সোলারিস / আরএইচইএল)
সিনিয়র ম্যানেজার – আইটি – ইনফ্রা
টুল ম্যানেজমেন্টের জন্য সিনিয়র ম্যানেজার – আইটি এন্ড পয়েন্ট সিকিউরিটি ম্যানেজার
সিনিয়র ম্যানেজার – আইটি – নিরাপত্তা বিশ্লেষক
সিনিয়র ম্যানেজার – আইটি – জিআরসি (Risk & Control)
সিনিয়র ম্যানেজার – আইটি (ফিনটেক)
সিনিয়র ম্যানেজার – আইটি – পরিসংখ্যানবিদ
আইন কর্মকর্তা২৫
অর্থনীতিবিদ
টেকনিক্যাল অ্যানালিস্ট
মোট১৪৩

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা

বিভিন্ন পদের জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা ধার্য করা হয়েছে। নিচের তালিকায় পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা দেওয়া হল।

পদের নামশিক্ষাগত যোগ্যতাবয়স সীমা
ক্রেডিট অফিসারস্নাতক২৩-৩৫ বছর
প্রধান ব্যবস্থাপক – অর্থনীতিবিদঅর্থনীতিতে স্নাতকোত্তর২৮-৪৫ বছর
চিফ ম্যানেজার – আইটি – ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরআইটি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক/স্নাতকোত্তর২৮-৪০ বছর
আইন কর্মকর্তা (Law Officer)এলএলবি২৫-৩৫ বছর
ডেটা সায়েন্টিস্টকম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক/স্নাতকোত্তর২৮-৩৭ বছর
অর্থনীতিবিদঅর্থনীতিতে স্নাতকোত্তর২১-৩৫ বছর
টেকনিক্যাল অ্যানালিস্টসংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক/স্নাতকোত্তর২১-৩৫ বছর

আবেদন মাধ্যম

এই নিয়োগের জন্য ইচ্ছুক প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার বিজ্ঞপ্তিতে দেওয়া ধাপগুলি হল-

  • ১. নির্দিষ্ট ওয়েবসাইটে অনলাইনে রেজিস্ট্রেশন
  • ২. ফি পেমেন্ট
  • ৩. ছবি, বাম আঙ্গুলের ছাপ, সই, হাতে লেখা হলফনামা স্ক্যান করে আপলোড

নিয়োগ পদ্ধতি

দুটি ধাপের মধ্য দিয়ে যোগ্য প্রার্থী নিয়োগ করা হবে। যথা-

  • অনলাইন পরীক্ষা
  • ইন্টারভিউ

পরীক্ষার সিলেবাস

তিনটি বিষয়ের উপর কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) নেওয়া হবে। পরীক্ষায় যে যে বিষয়গুলি থেকে প্রশ্ন থাকবে-

বিষয়নাম্বারসময়
ইংরাজি২৫৩০ মিনিট
পেশাগত জ্ঞান১০০৬০ মিনিট
জেনেরাল অ্যাওয়ারনেস, সঙ্গে ব্যাঙ্ক সম্পর্কীয় প্রশ্ন২৫৩০ মিনিট
মোট১৫০১২০ মিনিট

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু২৭ মার্চ ২০২৪
আবেদন শেষ১০ এপ্রিল ২০২৪

দরকারি লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অফিসিয়াল নোটিফিকেশনDownload
আবেদন লিঙ্কApply Now
সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment