দ্য ব্রেথওয়েট কোম্পানি লিমিটেড (Braithwaite Company Limited) সিনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল), ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল), ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) এবং অন্যান্য ১০টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উল্লিখিত পদেগুলিতে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। আবেদনকারীদের ব্রেথওয়েট কোম্পানি লিমিটেড দ্বারা পরিচালিত ইন্টারভিউয়ে সরাসরি উপস্থিত হয়ে ইন্টারভিউ দিতে হবে। যোগ্যতা, বয়স সীমা এবং এই নিয়োগ সম্পর্কে আরো বিশদ জানতে প্রতিবেদনটি পড়ুন।
পদের নাম ও শূন্যপদ
পদের নাম | শূন্যপদ |
সিনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) | ১ |
ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) | ৩ |
ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) | ২ |
জুনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল। | ১ |
জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) | ৩ |
মোট | ১০ |
শিক্ষাগত যোগ্যতা
পদ | শিক্ষাগত যোগ্যতা |
সিনিয়ার ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) | মেকানিক্যালে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (BE)/B.Tech সঙ্গে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কাজের অভিজ্ঞতার মধ্যে অন্তত ৩ বছর বড়ো কোনো প্ল্যান্ট, বিশেষ করে ইস্পাত কারখানায় কাজের অভিজ্ঞতা যেন থাকে। |
ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) | মেকানিক্যালে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (BE)/B.Tech সঙ্গে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বা মেকানিক্যাল ক্ষেত্রে ডিপ্লোমা ও ৫ বছরের কাজের অভিজ্ঞতার থাকতে হবে। তারমধ্যে অন্তত ৩ বছর বড়ো কোনো প্ল্যান্ট বিশেষ করে ইস্পাত কারখানায় কাজের অভিজ্ঞতা যেন থাকে। |
ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল) | ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (BE)/B.Tech সঙ্গে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বা ইলেক্ট্রিক্যাল ক্ষেত্রে ডিপ্লোমা ও ৫ বছরের কাজের অভিজ্ঞতার থাকতে হবে। তারমধ্যে অন্তত ৩ বছর বড়ো কোনো প্ল্যান্ট বিশেষ করে ইস্পাত কারখানায় কাজের অভিজ্ঞতা যেন থাকে। |
জুনিয়ার ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) | মেকানিক্যালে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (BE)/B.Tech সঙ্গে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বা মেকানিক্যাল ক্ষেত্রে ডিপ্লোমা ও ৩ বছরের কাজের অভিজ্ঞতার থাকতে হবে। তারমধ্যে অন্তত ১ বছর বড়ো কোনো প্ল্যান্ট বিশেষ করে ইস্পাত কারখানায় কাজের অভিজ্ঞতা যেন থাকে। |
জুনিয়ার ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল) | ইলেক্ট্রিক্যালে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (BE)/B.Tech সঙ্গে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বা ইলেক্ট্রিক্যাল ক্ষেত্রে ডিপ্লোমা ও ৩ বছরের কাজের অভিজ্ঞতার থাকতে হবে। তারমধ্যে অন্তত ১ বছর বড়ো কোনো প্ল্যান্ট বিশেষ করে ইস্পাত কারখানায় কাজের অভিজ্ঞতা যেন থাকে। |
আবেদন মাধ্যম
বিজ্ঞপ্তির সঙ্গেই আবেদনের ফর্ম দেওয়া রয়েছে। আগ্রহী প্রার্থীকে সেই ফর্ম পূরণ করতে হবে এবং সঙ্গে উল্লেখিত কাগজপত্র সহকারে সরাসরি ইন্টারভিউয়ের দিনে Braithwaite & Co Limited এর ঠিকানায় উপস্থিত হতে হবে। আলাদা করে অনলাইনে বা অফলাইনে আবেদন করার দরকার নেই।
নিয়োগ পদ্ধতি
Walk-In-Interview এর মাধ্যমে যোগ্য প্রার্থী নিয়োগ করা হবে। অন্য কোনো পরীক্ষা নেওয়া হবে না।
গুরুত্বপূর্ণ তারিখ
ইন্টারভিউয়ের তারিখ | ৫ এপ্রিল ২০২৪, সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত |
ইন্টারভিউয়ের ঠিকানা
Braithwaite & Co Limited, Victoria Works, P 61 C.G.R Road, Kolkata, 700043
দরকারি লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
বিজ্ঞপ্তি | Download |
আবেদন ফর্ম | Download |