SSC জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল, শূন্যপদ ৯৬৮টি, SSC JE 2024 Notification Out

স্টাফ সিলেকশন কমিশন (SSC) জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করতে চলেছে। মোট ৯৬৮টি শূন্যপদে এই নিয়োগ করা হবে। যারা ইঞ্জিনিয়ারিং করে বাড়িতে বসে আছেন তারা অনেকদিন থেকেই এই নিয়োগের অপেক্ষায় ছিলেন। অবশেষে বিজ্ঞপ্তি জারি হল। এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে সিভিল, মেকানিক্যাল এবং ইলেক্ট্রিক্যাল এই তিন বিভাগের ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন শাখায় এই চাকরি হবে। এই নিয়োগের জন্য প্রার্থীর কী কী যোগ্যতা দরকার, বয়স, নিয়োগ পদ্ধতি ইত্যাদি নিয়েই আজকের এই প্রতিবেদন। প্রতিবেদনটি সম্পূর্ণ পড়লে এই চাকরি সম্পর্কে সম্পূর্ণ ধারনা তৈরি হবে।

এই নজরে নিয়োগ বিজ্ঞপ্তিটি

নিয়োগ সংস্থাস্টাফ সিলেকশন কমিশন
পদের নামজুনিয়র ইঞ্জিনিয়ার (Civil, Mechanical. Electrical)
চাকরির ধরনসরকারি চাকরি
শূন্যপদ৯৬৮
বেতন (₹)বেসিল পে-৩৫৪০০; গ্রেড পে-৪২০০
চাকরির স্থানসারা ভারত
আবেদন মোডঅনলাইন
ওয়েবসাইটssc.gov.in

শূন্যপদ

বিভাগপদশূন্যপদ
BRO (Border Roads
Organization)
জুনিয়র ইঞ্জিনিয়ার- সিভিল ( শুধুমাত্র ছেলেদের জন্য )৪৩৮
BROজুনিয়র ইঞ্জিনিয়ার-ইলেক্ট্রিক্যাল ও মেকানিক্যাল৩৭
ব্রহ্মপুত্র রোড (Ministry of Jal Shakti )জুনিয়র ইঞ্জিনিয়ার- সিভিল
সেন্ট্রাল ওয়াটার কমিশনজুনিয়র ইঞ্জিনিয়ার- মেকানিক্যাল১২
সেন্ট্রাল ওয়াটার কমিশনজুনিয়র ইঞ্জিনিয়ার- সিভিল১২০
সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টজুনিয়র ইঞ্জিনিয়ার-ইলেক্ট্রিক্যাল১২১
সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টজুনিয়র ইঞ্জিনিয়ার- সিভিল২১৭
সেন্ট্রাল ওয়াটার পাওয়ার রিসার্চ স্টেশনজুনিয়র ইঞ্জিনিয়ার-ইলেক্ট্রিক্যাল
সেন্ট্রাল ওয়াটার পাওয়ার রিসার্চ স্টেশনজুনিয়র ইঞ্জিনিয়ার- সিভিল
DGQA-NAVAL,
Ministry of Defence
জুনিয়র ইঞ্জিনিয়ার- মেকানিক্যাল
DGQA-NAVAL,
Ministry of Defence
জুনিয়র ইঞ্জিনিয়ার-ইলেক্ট্রিক্যাল
ফারাক্কা ব্যারেজ প্রজেক্টজুনিয়র ইঞ্জিনিয়ার-ইলেক্ট্রিক্যাল
ফারাক্কা ব্যারেজ প্রজেক্টজুনিয়র ইঞ্জিনিয়ার- সিভিল
ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন জুনিয়র ইঞ্জিনিয়ার- সিভিল
মিলিটারি ইঞ্জিয়ার সার্ভিসজুনিয়র ইঞ্জিনিয়ার- সিভিলপরে ঘোষণা হবে
মিলিটারি ইঞ্জিয়ার সার্ভিসজুনিয়র ইঞ্জিনিয়ার-ইলেক্ট্রিক্যাল ও মেকানিক্যালপরে ঘোষণা হবে
মোট৪৬৮

শিক্ষাগত যোগ্যতা

  • কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা সংস্থা থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি।
  • সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা। তবে সব ধরনের পদে কাজের অভিজ্ঞতা দরকার নেই। ফ্রেশাররাও কিছু পদে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে হবে।

বয়স

  • সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট ছাড়া অন্য সমস্ত পদে আবেদনকারী প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।
  • সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট এ আবেদনকারী প্রার্থীর বয়স ৩২ বছর হতে হবে।

*** সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। SC/ST প্রার্থীরা ৫ বছরের এবং OBC প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন।

আবেদন মাধ্যম

বিজ্ঞপ্তিতে উল্লেখিত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আগ্রহী প্রার্থীদের প্রথমে One Time Registration করতে হবে। তারপর লগইন করে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে ফর্মটি সামিট করে দিতে হবে। আবেদনের লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া রয়েছে।

আবেদন ফি

ক্যাটাগরিফি
জেনেরাল/OBC₹ ১০০
SC/ST/PwBD/মহিলানেই

নিয়োগ পদ্ধতি ও সিলেবাস

এই নিয়োগের জন্য যোগ্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দুটি পরীক্ষা নেওয়া হবে, পেপার-১ ও পেপার-২; কোন পেপারে কী ধরনের প্রশ্ন থাকবে নিচে তার তালিকা দেওয়া হল-

পেপারবিষয়প্রশ্নের সংখ্যা/নাম্বারসময়
পেপার-১জেনেরাল ইন্টেলিজেন্স ও রিজনিং৫০/৫০২ ঘণ্টা   যারা Scribe এ পরীক্ষা দিবেন তারা পরীক্ষার জন্য ২ ঘণ্টা ৪০ মিনিট পাবেন    
জেনেরাল অ্যাওয়ারনেস৫০/৫০
জেনেরাল ইঞ্জিনিয়ারিং- সিভিল এবং স্ট্রাকচারাল বা জেনেরাল ইঞ্জিনিয়ারিং- ইলেক্ট্রিক্যাল বা জেনেরাল ইঞ্জিনিয়ারিং- মেকানিক্যাল১০০/১০০
পেপার-২জেনেরাল ইঞ্জিনিয়ারিং- সিভিল এবং স্ট্রাকচারাল বা জেনেরাল ইঞ্জিনিয়ারিং- ইলেক্ট্রিক্যাল বা জেনেরাল ইঞ্জিনিয়ারিং- মেকানিক্যাল১০০/৩০০২ ঘণ্টা   যারা Scribe এ পরীক্ষা দিবেন তারা পরীক্ষার জন্য ২ ঘণ্টা ৪০ মিনিট পাবেন    

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু২৮ মার্চ ২০২৪
আবেদন শেষ১৮ এপ্রিল ২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অফিসিয়াল নোটিফিকেশনDownload
আবেদন লিঙ্কApply Now
সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment