বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল। কিছুদিন আগেই এক বিজ্ঞপ্তি জারি করে ৯১৪৪টি পদে কর্মী নিয়োগের কথা ঘোষণা করে রেল বোর্ড। দুই ধরনের গ্রেডে এই নিয়োগ হবে, গ্রেড-১ এবং গ্রেড-৩ । গ্রেড-১ পদে থাকছে এক হাজারের বেশি শূন্যপদ, অপরপক্ষে গ্রেড-৩ তে রয়েছে আট হাজারের বেশি শূন্যপদ। আর বেশিরভাগ শূন্যপদেই শুধুমাত্র মাধ্যমিক পাস ও সংশ্লিষ্ট বিষয়ে ITI করা থাকলেই আবেদন করা যাবে। চলুন এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে।
পদ ও শূন্যপদ
পদের নাম | শূন্যপদ |
---|---|
টেকনিশিয়ান গ্রেড-১ (সিগন্যাল) | ১০৯২ |
টেকনিশিয়ান গ্রেড-৩ | ৮০৫২ |
শিক্ষাগত যোগ্যতা
পদ | শিক্ষাগত যোগ্যতা |
---|---|
টেকনিশিয়ান গ্রেড-১ (সিগন্যাল) | সাইন্সে ব্যাচেলর ডিগ্রি, ফিজিক্স/ইলেক্ট্রনিক্স/কম্পিউটার সাইন্স/ইনফরমেশন টেকনোলজি/ইনস্ট্রুমেনটেশন বিষয়ের উপর বা উপরিউক্ত বিষয়ে ইঞ্জিনিয়ারিং এ ৩ বছরের ডিপ্লোমা বা উপরিউক্ত বিষয়ে ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি |
টেকনিশিয়ান গ্রেড-৩ | ম্যাট্রিকুলেশন, সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে ITI করা থাকতে হবে |
বয়স
টেকনিশিয়ান গ্রেড-১ | ১৮ থেকে ৩৬ বছর |
টেকনিশিয়ান গ্রেড-৩ | ১৮ থেকে ৩৩ বছর |
*** সংরক্ষিত আসনের প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। তফসিলি ও তফসিলি উপজাতির প্রার্থীরা ৫ বছরের, অন্যান্য অনগ্রসর শ্রেণির (OBC) প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন। এছাড়াও PwBD প্রার্থীদের ছাড় রয়েছে।
আবেদন পদ্ধতি ও ফি
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদনের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ ফি নিচের তালিকায় দেওয়া রইল-
ক্যাটাগরি | ফি |
---|---|
জেনেরাল/OBC | ৫০০ |
SC/ST/মহিলা/ট্রান্সজেন্ডার | ২৫০ |
নিয়োগ প্রক্রিয়া
এই নিয়োগের ক্ষেত্রে তিনটি ধাপের মধ্য দিয়ে আবেদনকারীদের যেতে হবে-
- CBT (Computer Based Test)
- ডকুমেন্ট ভেরিফিকেশন
- মেডিক্যাল পরীক্ষা
পরীক্ষার সিলেবাস
টেকনিশিয়ান গ্রেড-১ (সিগন্যাল) এবং টেকনিশিয়ান গ্রেড-৩ উভয় পদের জন্যই MCQ ধরনের কম্পিউটার ভিত্তিক টেস্ট (CBT) নেওয়া হবে। উভয় পদের জন্যই মোট ১০০ নাম্বারের পরীক্ষা হবে। তবে সিলেবাসের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। নেগেটিভ মার্ক থাকছে, প্রতিটি ভুল উত্তরের জন্য এক-তৃতীয়াংশ নাম্বার কেটে নেওয়া হবে। নিচে তালিকায় দুই পদের সিলেবাস দেওয়া হল-
টেকনিশিয়ান গ্রেড-১ (সিগন্যাল)
বিষয় | প্রশ্নের সংখ্যা | নাম্বার |
জেনেরাল অ্যাওয়ারনেস | ১০ | ১০ |
জেনেরাল ইন্টেলিজেন্স ও রিজনিং | ১৫ | ১৫ |
বেসিক কম্পিউটার | ২০ | ২০ |
অঙ্ক | ২০ | ২০ |
সাধারণ বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং | ৩৫ | ৩৫ |
মোট | ১০০ | ১০০ |
টেকনিশিয়ান গ্রেড-৩
বিষয় | প্রশ্ন সংখ্যা | নাম্বার |
জেনেরাল অ্যাওয়ারনেস | ১০ | ১০ |
জেনেরাল ইন্টেলিজেন্স ও রিজনিং | ২৫ | ২৫ |
অঙ্ক | ২৫ | ২৫ |
সাধারণ বিজ্ঞান | ৪০ | ৪০ |
মোট | ১০০ | ১০০ |
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | ৯ মার্চ ২০২৪ |
আবেদন শেষ | ৮ এপ্রিল ২০২৪ |
দরকারি লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
অফিসিয়াল নোটিফিকেশন | Download |
আবেদন লিঙ্ক | Apply Now |