NHPC অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল, শূন্যপদ ৫০: NHPC Apprentice Recruitment 2024

NHPC (National Hydroelectric Power Corporation) ৫০ জন অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল। এই মোট ৫০টি শূন্যপদ ইলেক্ট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার, মেকানিক ইত্যাদি বিভিন্ন শাখায় নিয়োগ করে পূরণ করা হবে। মাধ্যমিক পাসের পর যারা বিভিন্ন বিভাগে ITI করেছেন তারা এই পদের জন্য আবেদন যোগ্য। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালের মাধ্যমে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। এই নিয়োগ নিয়ে বিস্তারিত এই প্রতিবেদনে আলোচনা করা হল।

পদ ও শূন্যপদ

পদের নামশূন্যপদবেতন
ইলেকট্রিশিয়ান২৫শিক্ষানবিশ আইন, ১৯৬১ নিয়ম অনুযায়ী
ফিটার
মেকানিক (মোটরযান)
টার্নার
মেশিনিস্ট
ওয়েল্ডার (গ্যাস ও বৈদ্যুতিক)
কোপা১৩

শিক্ষাগত যোগ্যতা

সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই (ITI) পাস (NCVT/SCVT)

বয়স

আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীরা সরকারি নিয়মে বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

আবেদন মাধ্যম

ইচ্ছুক ও আগ্রহী প্রার্থীদের প্রথমে অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালে ( www.apprenticeshipindia.gov.in ) যেতে হবে। সেখানে একটি বৈধ মোবাইল নাম্বার ও ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এই পোর্টালের মধ্য দিয়েই এই পদের জন্য আবেদন করতে পারবেন প্রার্থীরা।

নিয়োগ পদ্ধতি

কয়েকটি স্টেজের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রথমে একাডেমিকে পাওয়া প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে একটি বাছাই তালিকা তৈরি করা হবে। তারপর সেই তালিকায় থাকা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য কল লেটার মেইলের মাধ্যমে পাঠানো হবে। সব শেষে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু১ এপ্রিল ২০২৪
আবেদন শেষ১৫ এপ্রিল ২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অফিসিয়াল নোটিফিকেশনDownload
আবেদন লিঙ্কApply Now
সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment