Physical Research Laboratory (PRL) ১৬ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল। PRL একটি মহাকাশ সংক্রান্ত গবেষণাগার, ডিপার্টমেন্ট অফ স্পেস (DOS) অধীনে এটি কাজ করে। ইসরোও (ISRO) এই DOS এর অধীনে পরিচালিত হয়। এই নিয়োগে দুই পদে কর্মী নেওয়া হবে, অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। গ্র্যাজুয়েট করা থাকলেই এই চাকরির জন্য আবেদন করা যাবে। এই পদের জন্য উপযুক্ত যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হল।
পদ ও শূন্যপদ
পদের নাম | UR | SC | ST | OBC | মোট |
---|---|---|---|---|---|
অ্যাসিস্ট্যান্ট | ৬ | – | ২ | ২ | ১০ |
জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট | ৪ | ১ | – | ১ | ৬ |
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
অ্যাসিস্ট্যান্ট
- অন্তত ৬০ শতাংশ নাম্বার বা গ্রেড সিস্টেমে (CGPA) ১০ পয়েন্টের মধ্যে ৬.৩২ নিয়ে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে।
- কম্পিউটার চালানোর দক্ষতা থাকা চাই।
জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট
- অন্তত ৬০ শতাংশ নাম্বার বা গ্রেড সিস্টেমে (CGPA) ১০ পয়েন্টের মধ্যে ৬.৩২ নিয়ে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে।
- ইংলিশে স্টেনোগ্রাফিতে ৬০ wpm থাকতে হবে।
- কম্পিউটার চালানোর দক্ষতা থাকা চাই।
অথবা
- যেকোনো স্বীকৃত বোর্ড/বিশ্ববিদ্যালয় থেকে ১০ পয়েন্ট স্কেলে ন্যূনতম ৬০% নম্বর সহ বাণিজ্যিক/সেক্রেটারিয়াল প্র্যাকটিসে ডিপ্লোমা অথবা ৬.৩২ এর CGPA ।
- স্টেনোগ্রাফিতে এক বছরের অভিজ্ঞতা।
- ইংলিশে স্টেনোগ্রাফিতে ৬০ wpm থাকতে হবে।
- কম্পিউটার চালানোর দক্ষতা থাকা চাই।
বয়স
আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়মে SC/ST প্রার্থীরা ৫ বছরের এবং OBC প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন।
বেতন
এই চাকরিতে ২৫৫০০ থেকে ৮১১০০ টাকা করে মাসিক বেতন পাবেন নিযুক্তরা।
আবেদন পদ্ধতি ও ফি
বিজ্ঞপ্তিতে দেওয়া অফিসিয়াল লিঙ্কের মাধ্যমে ইচ্ছুক প্রার্থীরা সরাসরি অনলাইনে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া রয়েছে।
আবেদন ফি বাবদ প্রথমে সমস্ত আবেদনকারীকে ৫০০ টাকা দিতে হবে। তবে জেনেরাল/ওবিসি প্রার্থীরা পরীক্ষায় বসলে ৪০০ টাকা রিফান্ড পেয়ে যাবেন, অপরদিকে SC/ST/WOMEN প্রার্থীদের পুরো টাকাটাই রিফান্ড পাবেন।
নিয়োগ প্রক্রিয়া
দুটি ধাপে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে-
- লিখিত পরীক্ষা
- স্কিল টেস্ট
লিখিত পরীক্ষা হবে ২ ঘণ্টার। তবে PwBD প্রার্থীদের বাড়তি ২০ মিনিট আলাদা করে দেওয়া হবে।
পরীক্ষার সিলেবাস
অ্যাসিস্ট্যান্ট
মোট ২০০ নাম্বারের MCQ ধরনের পরীক্ষা হবে। নেগেটিভ মার্ক রয়েছে, প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নাম্বার কাটা হবে।
বিষয় | প্রশ্ন সংখ্যা | নাম্বার |
---|---|---|
ইংলিশ | ৫০ | ৫০ |
কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড | ৫০ | ৫০ |
জেনেরাল ইন্টেলিজেন্স এবং রিজনিং | ৫০ | ৫০ |
জেনেরাল নলেজ | ৫০ | ৫০ |
মোট | ২০০ | ২০০ |
জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট
এই পদের জন্যও ২০০ নাম্বারের MCQ ধরনের পরীক্ষা নেওয়া হবে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নাম্বার কাটা হবে। ২ ঘণ্টার পরীক্ষা হবে।
বিষয় | প্রশ্নের সংখ্যা | নাম্বার |
---|---|---|
ইংরাজি ভাষা ও কম্প্রিহেনশন | ১০০ | ১০০ |
জেনেরাল ইন্টেলিজেন্স এবং রিজনিং | ৫০ | ৫০ |
কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড ও জেনেরাল নলেজ | ৫০ | ৫০ |
মোট | ২০০ | ২০০ |
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | ৯ মার্চ ২০২৪ |
আবেদন শেষ | ১৫ এপ্রিল ২০২৪ |
দরকারি লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
অফিসিয়াল নোটিফিকেশন | Download |
আবেদন লিঙ্ক | Apply Now |