ওড়িশা স্টাফ সিলেকশন কমিশন (OSSC) গ্রুপ-বি এবং গ্রুপ-সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের (CGL) এই নিয়োগে মোট শূন্যপদ ৫৮৬টি। স্নাতক পাস হলেই এই চাকরির জন্য আবেদন করা যাবে। এই চাকরির জন্য প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন পদ্ধতি, বয়স, পরীক্ষার সিলেবাস ইত্যাদি বিস্তারিত এই প্রতিবেদনে আলোচনা করা হল।
পদের নাম ও শূন্যপদ
পদের নাম | বিভাগের নাম | শূন্যপদ |
ইন্সপেক্টর অব এনডাউমেন্টস | কমিশনার অফ এনডাউমেন্টস (Endowments), ওড়িশা | ২১ (W-০৭) |
অ্যাসিস্ট্যান্ট সিটি ও জিএসটি অফিসার | সিটি ও জিএসটি কমিশনার, ওড়িশা | ৬১ (W-২০) |
নিরীক্ষক (Auditor) | কমিশনার অফ এনডাউমেন্টস, ওড়িশা | ০৩ (W-০২) |
নিরীক্ষক (Auditor) | মৎস্য অধিদপ্তর, ওড়িশা | ০৬ (W-০১) |
সমবায় সমিতির পরিদর্শক (Inspector of Cooperative Societies) | মৎস্য অধিদপ্তর, ওড়িশা | ১৫ (W-০৫) |
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (এইচওডি) | কমিশনার অফ এনডাউমেন্টস, ওড়িশা | ০৮ (W-০৩) |
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (এইচওডি) | মৎস্য অধিদপ্তর, ওড়িশা | ০৩ (W-০১) |
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (জল সম্পদ অধিদপ্তরের অধীন জেলা কার্যালয়) | ইঞ্জিনিয়ার-ইন-চিফ (ডব্লিউআর), ডিপার্টমেন্ট। জল সম্পদ, ওড়িশা | ৪৬৯ (W-১১৫) |
মোট | ৫৮৬ |
শিক্ষাগত যোগ্যতা
- এই চাকরিতে আগ্রহী প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে।
- কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে।
বয়স
আবেদনকারীর বয়স সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩৮ বছর হতে হবে। ০১.০১.২০২৪ অনুযায়ী প্রার্থীদের বয়স গণনা করা হবে। সরকারি নিয়মে সংরক্ষিত আসনের প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। তবে ওড়িশা বাদে অন্য রাজ্যের আবেদনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।
আবেদন কীভাবে করবেন
ইচ্ছুক প্রার্থীরা শুধুমাত্র অনলাইনে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে আবেদনকারীদের অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশন করার জন্য একটি বৈধ মোবাইল নাম্বার এবং ইমেল ID থাকতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়ার পর User ID এবং Password দিয়ে লগইন করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে ফর্মটি সামিট করে দিলেই আবেদন জমা পড়ে যাবে।
নিয়োগ পদ্ধতি
তিনটি স্টেজে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সেগুলি হল-
- প্রিলিমিনারি পরীক্ষাঃ মোট ১৫০ নাম্বারের এই পরীক্ষা হবে।
- মেইন পরীক্ষাঃ দুটি পেপার থাকবে, মোট নাম্বার ২০০ ।
- ডকুমেন্ট ভেরিফিকেশন
- এছাড়াও কম্পিউটার স্কিল টেস্ট নেওয়া হবে। তবে এই টেস্ট কোয়ালিফাইং নেচারের।
পরীক্ষার সিলেবাস
প্রিলিমিনারি, মেইন পরীক্ষা এবং কম্পিউটার স্কিল টেস্টে কী কী বিষয়ের থাকবে তা বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে। সেই অফিসিয়াল সিলেবাসের লিঙ্ক নিচে দেওয়া হল।
অফিসিয়াল সিলেবাস – Click here
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | ৫ এপ্রিল ২০২৪ |
আবেদন শেষ | ৫ মে ২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
অফিসিয়াল নোটিফিকেশন | Download |
আবেদন লিঙ্ক | Apply Now |