এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (AAI) তরফে জুনিয়র এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট শূন্যপদ ৪৯০টি। ইঞ্জিনিয়ারিং এ স্নাতক বা কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তর ডিগ্রি থাকলেই এই পদের জন্য আবেদন করা যাবে। এই চাকরিতে শুরুতে মাইনে ৪০০০০ টাকা। বিভিন্ন ধরনের পদ রয়েছে। কারা কোন পদে যোগ্য, আবেদন কোথায় করতে হবে, নিয়োগ পদ্ধতি ইত্যাদি সমস্ত কিছু এই প্রতিবেদনে তুলে ধরা হল।
পদের নাম ও শূন্যপদ
পদের নাম | শূন্যপদ |
জুনিয়র এক্সিকিউটিভ (আর্কিটেকচার) | ৩ |
জুনিয়র এক্সিকিউটিভ (ইঞ্জিনিয়ারিং-সিভিল) | ৯০ |
জুনিয়র এক্সিকিউটিভ (ইঞ্জিনিয়ারিং-ইলেকট্রিক্যাল) | ১০৬ |
জুনিয়র এক্সিকিউটিভ (ইলেকট্রনিক্স) | ২৭৮ |
জুনিয়র এক্সিকিউটিভ (ইনফরমেশন টেকনোলজি) | ১৩ |
মোট | ৪৯০ |
শিক্ষাগত যোগ্যতা
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা |
জুনিয়র এক্সিকিউটিভ (আর্কিটেকচার) | প্রার্থীদের আর্কিটেকচারে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং আর্কিটেকচার কাউন্সিলে রেজিস্টার হতে হবে। |
জুনিয়র এক্সিকিউটিভ (ইঞ্জিনিয়ারিং-সিভিল) | প্রার্থীদের সিভিলে ইঞ্জিনিয়ারিং / টেকনোলজিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে |
জুনিয়র এক্সিকিউটিভ (ইঞ্জিনিয়ারিং-ইলেকট্রিক্যাল) | প্রার্থীদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং / টেকনোলজিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে |
জুনিয়র এক্সিকিউটিভ (ইলেকট্রনিক্স) | প্রার্থীদের ইলেকট্রনিক্স/ টেলিকমিউনিকেশন/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। |
জুনিয়র এক্সিকিউটিভ (ইনফরমেশন টেকনোলজি) | কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ আইটি/ ইলেক্ট্রনিক্স অথবা মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন (এমসিএ)। |
GATE (Graduate Aptitude Test in Engineering) যোগ্যতা
২০২৪ সালে যারা গেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কেবল তারাই এই নিয়োগের জন্য যোগ্য। এই চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে ২০২৪ সালের গেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়স
এই চাকরিতে আবেদনের জন্য প্রার্থীর ০১.০৫.২০২৪ অনুযায়ী ২৭ বছর বয়স হতে হবে। তফসিলি ও তফসিলি উপজাতির প্রার্থীরা ৫ বছরের ছাড় পাবেন এবং OBC প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন।
বেতন
এই চাকরিতে নিযুক্তরা ৪০০০০-১৪০০০০ টাকা করে মাসিক বেতন পাবেন।
আবেদন কোথায় কীভাবে করবেন
এই চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া রয়েছে।
আবেদন ফি
এই নিয়োগের জন্য আবেদন ফি ৩০০ টাকা ধার্য করা হয়েছে। তবে সংরক্ষিত প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না।
নিয়োগ পদ্ধতি
এই নিয়োগে যোগ্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে মূলত GATE পরীক্ষায় প্রাপ্ত নাম্বারকেই গুরুত্ব দেওয়া হবে। গেটে পাওয়া নাম্বারের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। যদি দেখা যায় দুজন প্রার্থীর গেট নাম্বার একই, সেক্ষেত্রে একাডেমিক নাম্বার দেখা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | ২ এপ্রিল ২০২৪ |
আবেদন শেষ | ১ মে ২০২৪ |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
অফিসিয়াল নোটিফিকেশন | Download |
আবেদন লিঙ্ক | Apply Now |