বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে কাজের সুযোগ। এই মর্মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করে, সেখানে ফিল্ড ইনভেসটিগেটর পদে নিয়োগের উল্লেখ করা হয়। লাইব্রেরি নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য এই চাকরি। এই চাকরির জন্য কত শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী, কীভাবে আবেদন জমা করতে হবে ইত্যাদি সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হল।
শূন্যপদ
বিশ্ববিদ্যালয় ২টি শূন্যপদে এই কর্মী নিয়োগ করবে।
শিক্ষাগত যোগ্যতা
এই চাকরির জন্য আবেদনকারীকে লাইব্রেরি এবং ইনফরমেশন সাইন্সে M.Lis/M.Lib/l.Sc ; অন্তত ৭০ শতাংশ নাম্বার নিয়ে পাস করা থাকতে হবে।
বেতন
এই চাকরিতে নিযুক্তদের মাসিক ২০০০০ টাকা করে বেতন দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আবেদন করার কৌশল
বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় আগ্রহী প্রার্থীকে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি সহ CV পাঠিয়ে দিতে হবে। যে ঠিকানায় আবেদন পাঠাতে হবে তা নিচে দেওয়া হল।
Dr. Bidyarthi Dutta (bduttavu@mail.vidyasagar.ac.in), Brincipal Investigator, ICSSR Project, Department of Library and Information Sciences, Vidyasagar University, Midnapore – 7211O2,
নিয়োগ পদ্ধতি
আবেদনকারী প্রার্থীদের পরবর্তীতে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তবে বেশি পরিমাণে আবেদন জমা পড়লে শিক্ষাগত যোগ্যতার নিরিখে বাছাই তালিকা তৈরি করে অল্প সংখ্যক প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হতে পারে। ইন্টারভিউয়ের সময় ও তারিখ জানিয়ে মোবাইল নাম্বার বা ইমেলে যোগাযোগ করা হবে আবেদনকারীদের।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন জমা করার শেষ তারিখ ৩০ এপ্রিল ২০২৪ ।
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
অফিসিয়াল নোটিফিকেশন | Download |