একগুচ্ছ পদে চাকরি দিচ্ছে CBSE । এই মর্মে বোর্ডের তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলেই এই চাকরির জন্য আবেদন করা যাবে। চলুন দেখে নেই কোন পদে কত শূন্যপদ রয়েছে, কারা কোন পদের জন্য আবেদন করতে পারবেন, কোথায় কীভাবে আবেদন জমা করতে হবে, নিয়োগ পদ্ধতি ইত্যাদি সমস্ত এই প্রতিবেদনে আলোচনা করা হল।
পদের নাম ও শূন্যপদ
পদের নাম | শূন্যপদ |
সহকারী সচিব | ১৮ |
সহকারী সচিব | ১৬ |
সহকারী সচিব (স্কিল এডুকেশন) | ৮ |
সহকারী সচিব (প্রশিক্ষণ) | ২২ |
হিসাব রক্ষণ কর্মকর্তা | ৩ |
জুনিয়র ইঞ্জিনিয়ার | ১৭ |
জুনিয়র ট্রান্সলেশন অফিসার | ৭ |
হিসাবরক্ষক | ৭ |
জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট | ২০ |
মোট | ১১৮ |
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা | বয়সসীমা |
সহকারী সচিব | স্নাতক ডিগ্রি | ৩৫ বছর |
সহকারী সচিব | স্নাতকোত্তর ডিগ্রি | ৩০ বছর |
সহকারী সচিব (স্কিল এডুকেশন) | স্নাতকোত্তর ডিগ্রি | ৩০ বছর |
সহকারী সচিব (প্রশিক্ষণ) | স্নাতকোত্তর ডিগ্রি | ৩০ বছর |
হিসাব রক্ষণ কর্মকর্তা | স্নাতক ডিগ্রি | ৩৫ বছর |
জুনিয়র ইঞ্জিনিয়ার | BE/B.Tech ডিগ্রি | ৩২ বছর |
জুনিয়র ট্রান্সলেশন অফিসার | স্নাতকোত্তর ডিগ্রি | ৩০ বছর |
হিসাবরক্ষক | স্নাতক ডিগ্রি | ৩০ বছর |
জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট | দ্বাদশ শ্রেণি | ২৭ বছর |
আবেদন কীভাবে করবেন
আগ্রহী চাকরিপ্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে আবেদন করতে হবে। আবেদন লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া রয়েছে। সেখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন।
আবেদন ফি
এই নিয়োগে বিভিন্ন গ্রুপে কর্মী নিয়োগ হবে। গ্রুপ-এ, গ্রুপ-বি, এবং গ্রুপ-সি এই তিন ধরনের গ্রুপে লোক নেওয়া হবে। তাই গ্রুপ অনুযায়ী আবেদন ফি ধার্য করা হয়েছে। নিচের তালিকায় আবেদন গ্রুপ অনুযায়ী আবেদন ফি দেওয়া হল।
গ্রুপ | ফি |
গ্রুপ-এ পদের জন্য | ১৫০০/- টাকা |
গ্রুপ-বি পদের জন্য | ৮০০/- টাকা |
SC/ST/PwBD/এক্স-সার্ভিসম্যান/মহিলা | নেই |
নিয়োগ পদ্ধতি
পদ অনুযায়ী আলাদা আলাদা পরীক্ষা নেওয়া হবে। কোন পদের জন্য কী কী বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে সেই সিলেবাস বিজ্ঞপ্তিতে বিস্তারিত দেওয়া রয়েছে। নিচে সেই সিলেবাসের PDF লিঙ্ক দেওয়া রইল-
সিলেবাস- Download
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | ১২ মার্চ ২০২৪ |
আবেদন শেষ | ১১ এপ্রিল ২০২৪ |
দরকারি লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
অফিসিয়াল নোটিফিকেশন | Download |
আবেদন লিঙ্ক | Apply Now |