বিহার গ্রাম স্বরাজ যোজনা সোসাইটি (BGSYS) বিপুল পরিমান অ্যাকাউন্ট্যান্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল, শূন্যপদ ৬৫৭০, গ্র্যাজুয়েট ডিগ্রিতেই আবেদন করা যাবে, Bihar Gram swaraj Yojna Society Recruitment 2024

বিহার গ্রাম স্বরাজ যোজনা সোসাইটি, পঞ্চায়েতি রাজ বিভাগ, কয়েক হাজার অ্যাকাউন্ট্যান্ট cum IT অ্যাসিস্ট্যান্ট কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল। বিজ্ঞপ্তি অনুসারে মোট শূন্যপদ রয়েছে ৬৫৭০টি। বি.কম বা এম.কম অথবা সিএ ইন্টার কোর্স যাদের করা আছে তারা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। ১২ এপ্রিল এই নিয়োগ নিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে যে তথ্য পাওয়া গেছে তা এই প্রতিবেদনে তুলে ধরা হল।

পদের নাম ও শূন্যপদ

পদের নামপুরুষমহিলামোট শূন্যপদ
অ্যাকাউন্ট্যান্ট cum আইটি অ্যাসিস্ট্যান্ট (Lekhpal IT Sahayak)UR১০৬৮৫৭৫১৬৪৩
EWS৪২৭২৩০৬৫৭
SC৮৫৩৪৬০১৩১৩
ST৮৫৪৬১৩১
EBC১০৬৮৫৭৫১৬৪৩
OBC৭৬৯৪১৪১১৮৩
৪২৭০২৩০০৬৫৭০

শিক্ষাগত যোগ্যতা

পদের নামশিক্ষাগত যোগ্যতা
অ্যাকাউন্ট্যান্ট কাম আইটি অ্যাসিস্ট্যান্ট (লেখপাল আইটি সহায়ক)প্রার্থীকে অবশ্যই B.com/M.com/CA ইন্টার উত্তীর্ণ হতে হবে। সিএ ইন্টার কোয়ালিফিকেশন সার্টিফিকেটধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন মাধ্যম

এই চাকরির জন্য ইচ্ছুক প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের তারিখ ও লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া রয়েছে।

নিয়োগ পদ্ধতি

প্রকাশিত বিজ্ঞপ্তিতে নিয়োগ পদ্ধতি নিয়ে কোনো নির্দেশিকা নেই। তবে সরকারি সূত্রে খবর, এই নিয়োগের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তীতে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ১২ এপ্রিল যে পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তাতে পরীক্ষার ধরন ও সিলেবাস উল্লেখ থাকবে। পরবর্তীতে যা আপডেট আসবে আমরা তা এই ওয়েবসাইটে জানিয়ে দিবো।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু১৫ এপ্রিল ২০২৪
আবেদন শেষ১৪ মে ২০২৪

দরকারি লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অফিসিয়াল নোটিফিকেশনDownload
আবেদন লিঙ্ক১৫ তারিখ চালু হবে
সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment