অ্যান্ড্রু ইয়ুল অ্যান্ড কোম্পানি লিমিটেডে চাকরির খবর, চা বাগানে কাজের সুযোগ। এই মর্মে সংস্থার তরফে বেশ কিছু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মূলত বিভিন্ন বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে এই কর্মী নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে প্রথমে ৫ বছরের জন্য এই নিয়োগ করা হবে। পরবর্তীতে প্রয়োজন অনুসারে চাকরির মেয়াদ বৃদ্ধি হতে পারে। এই চাকরিতে নিযুক্তরা উত্তরবঙ্গের প্রকৃতিতে ঘেরা চা বাগানে কাজ করার সুযোগ পাবেন। চলুন দেখে নেওয়া যাক কারা এই চাকরির জন্য যোগ্য, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি বিষয় এই প্রতিবেদনে।
পদের নাম ও শূন্যপদ
পদের নাম | শূন্যপদ |
---|---|
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার | ৪ |
অফিসার/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (Sales & Marketing | ১ |
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, Finance and Administration (F&A) | ১ |
অফিসার (Production) | ২ |
মোট | ৮ |
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা | বয়স |
---|---|---|
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার | প্ল্যান্টেশন ম্যানেজমেন্ট / ইঞ্জিনিয়ারিং / কৃষি / বায়োসায়েন্স / বিজ্ঞান / কলা / বাণিজ্য স্নাতক। বাঞ্ছিত ডিগ্রি- এইচআর/ পার্সোনেল ম্যানেজমেন্ট/ গ্র্যাজুয়েট ডিগ্রি/ ম্যানেজমেন্ট/ এগ্রিকালচার সায়েন্সে ডিপ্লোমা (২ বছর) থাকতে হবে। | ৩২-৩৭ |
অফিসার/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (Sales & Marketing | প্ল্যান্টেশন ম্যানেজমেন্ট / ইঞ্জিনিয়ারিং / কৃষি / বায়োসায়েন্স / বিজ্ঞান / কলা / বাণিজ্য স্নাতক। বাঞ্ছিত ডিগ্রি- এইচআর/ পার্সোনেল ম্যানেজমেন্ট/ গ্র্যাজুয়েট ডিগ্রি/ ম্যানেজমেন্ট/ এগ্রিকালচার সায়েন্সে ডিপ্লোমা (২ বছর) থাকতে হবে। | ৩২-৩৭ |
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, Finance and Administration (F&A) | IC/ICWA তে গ্র্যাজুয়েশন ডিগ্রি | অনূর্ধ্ব ৩৭ |
অফিসার (Production) | কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/প্রোডাকশন ইত্যাদি বিষয়ে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট | ৩২ |
বেতন
গ্রেডের ভিত্তিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং অফিসার/ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিযুক্তদের বার্ষিক বেতনের পরিমাণ হবে যথাক্রমে ৮.২৭ লক্ষ/ ১০.২৯ লক্ষ টাকা এবং ৮.৮৬ লক্ষ/ ১১.০৪ লক্ষ টাকা।
আবেদন মাধ্যম
এই চাকরিতে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া রয়েছে।
নিয়োগ পদ্ধতি
নিয়োগ পদ্ধতি নিয়ে বিজ্ঞপ্তিতে পরিষ্কার করে কিছু উল্লেখ করা নেই। তবে সংস্থা সূত্রে খবর, আবেদনকারী প্রার্থীদের প্রথমে একাডেমিক মার্ক দেখা হবে, তারপর প্রয়োজন অনুসারে ইন্টারভিউ নেওয়া হতে পারে। কর্তৃপক্ষ এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | ১৩ এপ্রিল ২০২৪ |
আবেদন শেষ | ৫ মে ২০২৪ { অফিসার (Production), পদের আবেদনের শেষ তারিখ ১২ এপ্রিল } |
দরকারি লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
অফিসিয়াল নোটিফিকেশন | Download/Download/Download/Download |
আবেদন লিঙ্ক | ১৩ এপ্রিল থেকে শুরু হবে |