আদ্যাপীঠ অন্নদা পলিটেকনিক কলেজ, দক্ষিনেশ্বর, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল। গ্রুপ ডি, লোয়ার ডিভিশন ক্লার্ক, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার এবং স্টোর অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে বলে কলেজের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা কলেজের ওয়েবসাইটে গিয়ে এই চাকরির জন্য সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। কোন পদে কারা যোগ্য, শূন্যপদ, নিয়োগ পদ্ধতি ইত্যাদি বিশদে এই প্রতিবেদনে তুলে ধরা হল।
শূন্যপদ
পদের নাম | শূন্যপদ |
গ্রুপ ডি | ১০ |
লোয়ার ডিভিশন ক্লার্ক | ৩ |
লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট | ২ |
ক্যাশিয়ার | ১ |
স্টোর অ্যাসিস্ট্যান্ট | ১ |
মোট | ১৭ |
শিক্ষাগত যোগ্যতা
পদের নাম | শিক্ষা | বয়স সীমা |
গ্রুপ ডি | যেকোনো স্বীকৃত স্কুল বা সমমানের প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি পাস | ১৮-৪০ |
লোয়ার ডিভিশন ক্লার্ক | ১. মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ বা সমতূল্য ২. কম্পিউটার অপারেশনের প্রাথমিক জ্ঞান ৩. টাইপিং গতি ইংরেজিতে ২০ wpm এবং বাংলায় ১০ wpm | ১৮-৪০ |
গ্রন্থাগার অ্যাসিস্ট্যান্ট | ১. মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ বা সমতূল্য ২. কম্পিউটার অপারেশনের প্রাথমিক জ্ঞান ৩. টাইপিং গতি ইংরেজিতে ২০ wpm এবং বাংলায় ১০ wpm | ১৮-৪০ |
স্টোর অ্যাসিস্ট্যান্ট | ১. মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ বা সমতুল্য ২. কম্পিউটার অপারেশনের প্রাথমিক জ্ঞান ৩. টাইপিং গতি ইংরেজিতে ২০ wpm এবং বাংলায় ১০ wpm | ১৮-৪০ |
ক্যাশিয়ার | ১. মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ বা সমতুল্য ২. কম্পিউটার অপারেশনের প্রাথমিক জ্ঞান ৩. টাইপিং গতি ইংরেজিতে ২০ wpm এবং বাংলায় ১০ wpm | ১৮-৪০ |
সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে বয়সের ছাড় পাবেন। তফসিলি এবং তফসিলি উপজাতির প্রার্থীরা ৫ বছরের, OBC প্রার্থীরা ৩ বছরের এবং PwBD প্রার্থীরা ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। তবে পশ্চিমবঙ্গ বাদে বাইরের রাজ্যের প্রার্থীরা এই সুবিধা পাবেন না।
বেতন
গ্রুপ ডি | ১৭০০০-৪৩৬০০ টাকা |
অন্যান্য পদ | ২২৭০০-৫৮৫০০ টাকা |
কীভাবে আবেদন করবেন
কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি অনলাইনের মাধ্যমে ইচ্ছুক প্রার্থীরা এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। নিচে লিঙ্ক দেওয়া রয়েছে।
আবেদনের সময়সীমা
আবেদন শুরু | ১৬ মার্চ ২০২৪ |
আবেদন শেষ | ২১ এপ্রিল ২০২৪ |
নিয়োগ পদ্ধতি
রাজ্য সরকার কর্তৃক নিয়োজিত ‘সিলেকশন কমিটি’ এই নিয়োগ সম্পন্ন করবে। একাডেমিক নাম্বারের ভিত্তিতে আবেদনকারী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তবে খুব বেশি সংখ্যক আবেদন জমা পড়লে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে স্ক্রিনিং টেস্ট (Sceening Test) নেওয়া হতে পারে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
অফিসিয়াল নোটিফিকেশন | Download / Download |
আবেদন লিঙ্ক | Apply Now |