রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীদের যাতে আর্থিক কারণে পড়াশোনা আটকে না যায় সেজন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বেশ কয়েকটি প্রকল্প চালু করেছে। তেমনই একটি প্রকল্প হলো ‘ঐক্যশ্রী স্কলারশিপ’। শুধুমাত্র বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, মুসলিম, শিখ সম্প্রদায়ভুক্ত সংখ্যালঘু পড়ুয়াদের জন্য এই স্কলারশিপ। সংখ্যালঘু বাদে রাজ্যের অন্যান্য শ্রেণিভুক্ত ছাত্রছাত্রীদের জন্য ‘নবান্ন ও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ’ রয়েছে। ঐক্যশ্রী স্কলারশিপের আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
কোন ক্লাসের পড়ুয়ারা আবেদন করতে পারবে ?
প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির পড়ুয়া থেকে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া পর্যন্ত ঐক্যশ্রীর আর্থিক অনুদান পাবে। কেউ যদি P.hD এর মতো গবেষণামূলক পাঠ গ্রহণ করেন তবুও স্কলারশিপ পাবেন। এই স্কলারশিপের তিনটি স্তর রয়েছে-
- প্রি – ম্যাট্রিক: প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত।
- পোস্ট – ম্যাট্রিক: একাদশ শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত (MA, PhD etc)
- মেরিট কাম মিনস স্কলারশিপ: টেকনিক্যাল ও বিভিন্ন পেশাদার কোর্স যারা করছেন তাদের জন্য, যেমন পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি ইত্যাদি।
আবেদনের নতুন নিয়ম
চলতি শিক্ষাবর্ষের জন্য আবেদনের ক্ষেত্রে নতুন নিয়ম লাঘু করা হয়েছে। যে সমস্ত পড়ুয়া এবারে প্রথম শ্রেণিতে বা নতুন স্কুলে ভর্তি হয়েছে কিংবা একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে কেবল তাদেরকেই নতুন করে আবেদন করতে হবে। কিন্তু যারা দ্বিতীয় শ্রেণি থেকে দশম বা দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করছে এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করেছিল, তাদেরকে নতুন করে আবেদন করতে হবে না। তাদের Renewal করতে হবে এবং যারা রিনিউয়ালের জন্য যোগ্য তাদেরকে মোবাইলে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
কারা এই স্কলারশিপের জন্য যোগ্য ?
এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারী প্রার্থীকে বেশ কয়েকটি যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে, সেগুলি হলো-
- প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- যে সমস্ত ছাত্রছাত্রী সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত কেবল তারাই আবেদন করতে পারবে।
- রাজ্য সরকার অনুমোদিত বা সাহায্যপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদনকারীকে পড়াশোনা করতে হবে।
- সর্বশেষ উত্তীর্ণ পরীক্ষায় প্রার্থীর অন্তত ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।
- প্রি মেট্রিক এবং পোস্ট মেট্রিক স্কলারশিপের আবেদনের জন্য পারিবারিক বাৎসরিক আয় ২ লক্ষের মধ্যে থাকতে হবে।
- মেরিট কাম মিনস স্কলারশিপের জন্য পারিবারিক বাৎসরিক আয়ের ঊর্ধ্বসীমা আড়াই লক্ষ টাকা।
কোথায় আবেদন জানাতে হবে ?
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সংখ্যালঘু উন্নয়ন পোর্টালের মাধ্যমে সরাসরি অনলাইনে এই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। আবেদনের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে। আবেদনের সময় প্রার্থীকে প্রয়োজনীয় কিছু ডকুমেন্টের ক্যান কপি আপলোড করতে হবে, সেগুলি হলো-
- শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র (মার্কশিট)
- আধার কার্ড
- প্যান কার্ড (প্রযোজ্য হলে)
- পারিবারিক আয়ের শংসাপত্র
- পাসপোর্ট সাইজের ছবি
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিবরণ
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | ১৫ জুলাই ২০২৪ |
আবেদন শেষ | ৩০ সেপ্টেম্বর ২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল ওবেবসাইট | Click Here |
আবেদন লিঙ্ক | Apply Now |
অফিসিয়াল নোটিফিকেশন | Download |
আরও পড়ুন- কার্টুন বানানো শিখুন খুব কম খরচে, স্বনামধন্য সেন্ট জেভিয়ার্স কলেজে
আরও পড়ুন- পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিশ্ববিদ্যালয় দুটি চাকরিমুখী কোর্স নিয়ে এলো, সহজ ও দ্রুত চাকরি
আরও পড়ুন- Yogyashree Scheme: যোগ্যশ্রী প্রকল্প এর মাধ্যমে ফ্রিতে চাকরির ট্রেনিং দিবে সরকার