একাদশ শ্রেণিতে নতুন পাঠ্যক্রম অনুযায়ী এবারেই প্রথম সেমিস্টার ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হবে। ‘বাংলা ভাষা ও সংস্কৃতি’ বইটি সবেমাত্র ছাত্রছাত্রীরা হাতে পেয়েছে। এই গ্রন্থটি পর্ষদের তরফে বিনামূল্য ছাত্রছাত্রীদের দেওয়া হয়। বইটি এতো দেরি করে প্রকাশের পিছনে দায়ী পর্ষদ নিজেই। এদিকে প্রথম সেমিস্টারের পরীক্ষার দিনক্ষণ প্রায় ঘনিয়ে এলো। এমতাবস্থায় সঙ্গত কারণে মনে করাই যায় যে, সম্ভবত প্রথম সেমিস্টারের প্রশ্নপত্র কিছুটা সহজ হতে চলেছে বা অন্যভাবে বলতে গেলে হয়তো বা এবারের পরীক্ষায় মূল মূল বিষয়গুলো থেকে প্রশ্ন করা হবে। খুব গভীর বিষয় থেকে প্রশ্ন করা হবে না। সেটি বিবেচনা করেই গুরুত্বপূর্ণ টপিকগুলোর উপর ফোকাস রেখে প্রশ্ন-উত্তর পর্বকে সমৃদ্ধ করা হয়েছে।
১. কে তাঁর বক্তৃতায় সংস্কৃত, গ্রিক, লাতিন ও জার্মানিক গোষ্ঠীর ভাষাগুলির মধ্যে মিলের কথা বলেন ?
উত্তরঃ ১৭৮৬ সালে কলকাতার রয়্যাল সোসাইটির অধিবেশনে উইলিয়াম জোনস।
২. ভাষা বিজ্ঞানীদের মতে পৃথিবীতে কতগুলি ভাষা আছে ?
উত্তরঃ তিন হাজারের মতো। তবে বেশিরভাগ ভাষারই ব্যবহারকারীর সংখ্যা ১০ লক্ষ থেকে কয়েকশোর মধ্যে।
৩. কারা সংস্কৃতের সঙ্গে ইউরোপীয় কয়েকটি ভাষার সাদৃশ্যের কথা বলেন ?
উত্তরঃ জার্মান পণ্ডিত শুলৎস এবং ফরাসি ভাষাবিদ ক্যারদুৎও।
৪. পৃথিবীর সমস্ত ভাষার বর্গীকরণ করার ৬টি পদ্ধতি হল-
- ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী শ্রেণিবিভাগ
- গোত্র বা বংশানুযায়ী বিভাগ
- মহাদেশ অনুযায়ী বিভাগ
- দেশভিত্তিক বিভাগ
- ধর্মীয় শ্রেণীবিভাগ এবং
- কালগত শ্রেণিবিভাগ
৫. ভাষার দেশভিত্তিক বা মহাদেশ অনুযায়ী শ্রেণিবিভাগের ক্ষেত্রে সমস্যা কী ?
উত্তরঃ একই ভাষা বিভিন্ন দেশে এমন কি মহাদেশে ব্যবহার করা হয়।
৬. ভাষার কালগত ও ধর্মীয় শ্রেণিবিভাগের ক্ষেত্রে কী সমস্যা রয়েছে ?
উত্তরঃ ভাষা যেহেতু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় তাই ভাষাকে কালগত ভাবে শ্রেণিবিভাগ করা যায় না। আবার পৃথিবীতে এমন কোন ভাষা নেই যা একটি মাত্র ধর্মীয় বর্গের মানুষ ব্যবহার করেন।
৭. ভাষার রূপতাত্ত্বিক শ্রেণিবিভাগ কী ?
উত্তরঃ ভাষার মধ্যে বাক্য ও শব্দের বিশ্লেষণ করে শ্রেণিবিভাগ।
আরও পড়- শাস্ত্র হিসেবে ভূগোল
৮. ভাষার রূপতাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে কী জানা যায় ?
উত্তরঃ ভাষা সাংগঠনিক আকৃতি (অবয়ব) সম্পর্কে জানা যায়।
৯. কোন ভাষায় বাক্যের মধ্যে শব্দের অবস্থান দেখে কর্তা, কর্ম ইত্যাদি নির্ণয় করা হয় ? এই ধরনের ভাষাগুলি কোন শ্রেণির ?
উত্তরঃ চিনা ভাষাগোষ্ঠীর ভাষা, ভারতীয় ভোটচিনা ভাষা। এগুলি হল অনন্বয়ী বা অসমবায়ী ভাষার শ্রেণিবিভাগ।
১০. মুক্তান্বয়ী বর্গের ভাষা কোনগুলি ? উদাহরণ।
উত্তরঃ যে ভাষায় অনুসর্গ-উপসর্গ, বিভক্তি বা প্রত্যয়ের সাহায্যে পদ গঠন করা যায় সেগুলি মুক্তান্বয়ী বর্গের ভাষা। যেমন তুর্কি ভাষা, আফ্রিকার সোয়াহিলি।
১১. দ্রাবিড় গোষ্ঠীর ভাষা, প্রশান্ত ও ভারত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন ভাষা কোন শ্রেণির অন্তর্ভুক্ত ?
উত্তরঃ মুক্তান্বয়ী শ্রেণির একটি উপবর্গের ভাষা।
১২. ‘aulisariartorsuarpok’ অর্থ কী ?
উত্তরঃ সে তাড়াতাড়ি মাছ ধরতে যাচ্ছে। এটি এস্কিমো ভাষা এবং অত্যন্বয়ী বর্গের।
- aulisar: মাছ ধরা
- peartor: কাজে নিযুক্ত হওয়া
- suarpok: সে তাড়াতাড়ি যাচ্ছে
১৩. সমন্বয়ী বর্গের ভাষার উদাহরণগুলি হল-
উত্তরঃ সংস্কৃত, বাংলা, লাতিন, ইংরেজি, আরবি প্রভৃতি। এই ভাষাগুলিতে প্রত্যয়, বিভক্তি, উপসর্গ ইত্যাদি শব্দের সঙ্গে গভীরভাবে যুক্ত থাকে।
১৪. সমগোত্রজ ভাষা কোনগুলি ?
উত্তরঃ যে সমস্ত ভাষা একই বংশজাত।
১৫. পৃথিবীর সমস্ত ভাষাগুলির কয়টি গোত্র বা বংশানুযায়ী বিভাগ রয়েছে ? প্রধান গোত্র কী কী ?
উত্তরঃ প্রায় ২৫/২৬ টি ভাষাগোত্র।
- ইন্দো-ইউরোপীয়
- সেমীয়-হামীয়
- বান্টু
- ফিনো- উগ্রীয় বা উরালীয়
- তুর্ক- মোঙ্গল- মাঞ্চু বা আলতাইক
- ককেশীয়
- দ্রাবিড়
- অস্ট্রিক
- ভোট-চিনীয়
- প্রাচীন এশীয়
- এস্কিমো
- আমেরিকার আদিম ভাষাসমূহ ইত্যাদি
১৬. বৃহত্তম ভাষাবংশ কোনটি ? কোন কোন দেশে এই গোত্রের ভাষা প্রচলিত ?
উত্তরঃ ইন্দো-ইউরোপীয়। ইউরোপের পশ্চিমপ্রান্ত থেকে ভারতবর্ষ পর্যন্ত যতগুলি দেশ রয়েছে তাদের বেশিরভাগই ভাষা ইন্দো-ইউরোপীয় জাত। আফ্রিকা, আমেরিকা এবং এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে এই গোত্রের ভাষার ব্যবহার আছে। মোট নয়টি ভাষা গোষ্ঠী এর অন্তর্ভুক্ত।
১৭. ইউরোপের একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ ভাষা হল-
উত্তরঃ গ্রিক ভাষা। গ্রীক ভাষার প্রাচীন নিদর্শনটি প্রায় ১৪৫০ খ্রিস্টপূর্বাব্দে ক্রিট দ্বীপ থেকে পাওয়া যায়।
হোমার যিনি…
বিখ্যাত কবি হোমার তাঁর ইলিয়াড এবং ওডিসি মহাকাব্য গ্রিক ভাষাতে রচনা করেন।
হোমার একজন প্রাচীন গ্রিক মহাকাব্যিক কবি ছিলেন। তাঁর সময়কাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। তবে অনুমান করা হয় এই মহান কবি খ্রিষ্টপূর্ব অষ্টম শতাব্দী নাগাদ পৃথিবীতে ছিলেন। হোমারের মহাকাব্য থেকেই পাশ্চাত্য সাহিত্যধারার সৃষ্টি হয়।
১৮. ইতালীও ভাষাগোষ্ঠীর ভাষাগুলি হল-
- ল্যাটিন- রোম
- ফরাসি ভাষা- ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড, কানাডা।
- স্প্যানিশ- স্পেন, ফিলিপাইন দ্বীপপুঞ্জ, মধ্য ও উত্তর আমেরিকা।
- ইতালিয়ান- ইতালি।
- পর্তুগিজ- পর্তুগাল।
১৯. জার্মানিক শাখা থেকে আগত ভাষাগুলি হল-
- সুইডিশ
- ডাচ
- ফ্লেমিশ
- জার্মান
ইংরেজি তুমি কোথা হইতে আসিয়াছো ? ইংরেজি ভাষা ইন্দো – ইউরোপীয় ভাষাবংশের পশ্চিম জার্মানিক শাখা থেকে জন্ম নিয়েছে।
২০. ভারতীয় ভাষাগুলি কোন বংশজাত ?
উত্তর ইন্দো – ইউরোপীয় বংশের ‘ভারতীয় আর্য’ নামে শাখাটি ভারতে প্রবেশ করে। সেখান থেকেই আমাদের দেশের বাংলা সহ প্রধান প্রধান ভাষাগুলির জন্ম হয়েছে।
পরবর্তী পর্বে আরও প্রশ্ন-উত্তর প্রকাশ করা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, পড়াশোনা কর & Stay tune…