বাংলা ভাষা ও সংস্কৃতি, একাদশ শ্রেণীর প্রশ্ন উত্তর, প্রথম সেমিস্টার, তৃতীয় পর্ব

একাদশ শ্রেণিতে নতুন পাঠ্যক্রম অনুযায়ী এবারেই প্রথম সেমিস্টার ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হবে। ‘বাংলা ভাষা ও সংস্কৃতি’ বইটি সবেমাত্র ছাত্রছাত্রীরা হাতে পেয়েছে। এই গ্রন্থটি পর্ষদের তরফে বিনামূল্য ছাত্রছাত্রীদের দেওয়া হয়। বইটি এতো দেরি করে প্রকাশের পিছনে দায়ী পর্ষদ নিজেই। এদিকে প্রথম সেমিস্টারের পরীক্ষার দিনক্ষণ প্রায় ঘনিয়ে এলো। এমতাবস্থায় সঙ্গত কারণে মনে করাই যায় যে, সম্ভবত প্রথম সেমিস্টারের প্রশ্নপত্র কিছুটা সহজ হতে চলেছে বা অন্যভাবে বলতে গেলে হয়তো বা এবারের পরীক্ষায় মূল মূল বিষয়গুলো থেকে প্রশ্ন করা হবে। খুব গভীর বিষয় থেকে প্রশ্ন করা হবে না। সেটি বিবেচনা করেই গুরুত্বপূর্ণ টপিকগুলোর উপর ফোকাস রেখে প্রশ্ন-উত্তর পর্বকে সমৃদ্ধ করা হয়েছে।

৪১. Linguistic survey of India 1903-1928 অনুসারে ভারতে –

উত্তরঃ ১৭৯টি ভাষা ও ৫৪৪টি উপভাষা আছে। সার্ভের দায়িত্বে ছিলেন জর্জ গ্রিয়ার্সন।

৪২. ১৯৬১ সালের জনসমীক্ষাতে মাতৃভাষার সংখ্যা ছিল-

উত্তরঃ ১৬৫২টি।

৪৩. ভারতীয় ভাষাগুলি ৪টি ভাষাবংশের অন্তর্ভুক্ত –

উত্তরঃ ইন্দো – ইউরোপীয়, অস্ট্রিক, দ্রাবিড় এবং ভোটচিনা।

৪৪. ভারতে অস্ট্রিক ভাষাবংশ-

উত্তরঃ ‘অস্ট্রিক’ Proto Australoid বা প্রত্ন অস্ত্রালরাদের ভাষা। ভারতের প্রাচীনতম ভাষাগোষ্ঠী। ৬৫টি ভাষা আছে। দুটি শাখা, অস্ট্রোনেশীয় ও অস্ট্রো এশিয়াটিক। মুন্ডা ও কোলদের ভাষা অস্ট্রিক ভাষাবংশের। ভারতে অস্ট্রো এশিয়াটিক শাখাটি প্রচলিত।

৪৫. অস্ট্রো এশিয়াটিক শাখার তিনটি ধারা ভারতে প্রচলিত-

উত্তরঃ পশ্চিমা, মধ্যদেশীয়, পূর্বী। তার মধ্যে পশ্চিমা ধারাটি বৃহত্তম, প্রায় ৫৮টি ভাষা এর অন্তর্ভুক্ত।

৪৬. অস্ট্রো এশিয়াটিক শাখার পশ্চিমা ধারার ভাষাগুলি হল-

উত্তরঃ

  • শবর/শোরা- ওড়িশা, অন্ধ্রপ্রদেশে।
  • কোরকু- মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে।
  • খাড়িয়া- বিহার, ওড়িশা, মধ্যপ্রদেশে।
  • সাঁওতালি, মুন্ডারি- বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশায়।
  • ভূমিজ, হো- বিহার, ওড়িশায়।

৪৭. সাঁওতালি লিপির নাম কী ?

উত্তরঃ অলচিকি। স্রষ্টা রঘুনাথ মুর্মু।

৪৮. মুন্ডা শব্দ বাংলায় দেশি শব্দ রূপে স্থান পেয়েছে যেগুলি –

উত্তরঃ খোকা, খড়, চিংড়ি, ডাঙা, তোতলা ইত্যাদি।

৪৯. উত্তর-পূর্ব ভারতের (মেঘালয়) খাসি জয়ন্তিয়া পার্বত্য অঞ্চলের খাসি ভাষা কোন ভাষাবংশের ?

উত্তরঃ অস্ট্রো এশিয়াটিক বংশের মোন্ খমের শাখার। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নিকোবরি ভাষাও এই শ্রেণির।

আরও পড়- WBCS পরীক্ষা সম্পর্কে A-Z খাঁটি তথ্য, এক ক্লিকেই All জ্ঞান !

৫০. দ্রাবিড় ভাষাবংশ-

উত্তরঃ

  • ভারতের দ্বিতীয় বৃহত্তম ভাষাবংশ (প্রথম ইন্দো-ইউরোপীয় ভাষাবংশ)।
  • ভূ মধ্যিয় জনগোষ্ঠী ভারতে প্রবেশ করে। তাদের ভাষা ছিল দ্রাবিড়।
  • দক্ষিণ ভারতে প্রধান ভাষা দ্রাবিড়।

৫১. দ্রাবিড় ভাষাবংশের ভাষাগুলি হল-

উত্তরঃ

  • তামিল- তামিলনাড়ু,
  • মালয়ালম- কেরালা,
  • কন্নড়- কর্ণাটক,
  • তেলুগু- অন্ধ্রপ্রদেশ (এই চারটি প্রধান),
  • টুলু, ওরাওঁ, ব্রাহুই (পাকিস্তানের বেলুচিস্তান)

৫২. ভোটচিনা ভাষা কাদের ভাষা ?

উত্তরঃ মঙ্গোলয়েডদের ভাষা হল ভোটচিনা। প্রধান দুটি শাখা তাইচিনা ও ভোটধর্মী। ভারতের হিমালয় অঞ্চল, কাশ্মীরের লাদাখ, হিমাচলপ্রদেশ, সিকিম, ভুটান ইত্যাদি জায়গায় এই ভাষার প্রচলন রয়েছে।

৫৩. ভোটধর্মী শাখা ভুক্ত যে ভাষা অরুণাচলপ্রদেশ এবং আসামের পার্বত্য অঞ্চলে দেখা যায়-

উত্তরঃ আকা, আবর, দফলা, মিসমি ও মিরি।

৫৪. ভারতের উত্তর-পূর্ব সীমান্ত অঞ্চলে প্রচলিত ভোটধর্মী শাখার ভাগ ও ভাষা-

উত্তরঃ

  • বোরো বা বোডো: আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মনিপুরে। ভাষা –  কাছারি, রাভা, কোচ, গারো, মেচদের ভাষা।
  • নাগা: প্রধানত নাগাল্যান্ড ও মনিপুরে। ভাষা – আও, অঙ্গামি, সেমা, তঙ্গখুল, লোথা ইত্যাদি।

৫৫. অষ্টাধ্যায়ী কে রচনা করেন ?

উত্তরঃ পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ বৈয়াকরণ পাণিনি রচনা করেন। তিনি আটটি অধ্যায়ে এই ব্যাকরণ রচনা করেছেন বলে এর নাম অষ্টাধ্যায়ী। ব্যাকরণ যিনি রচনা করেন তাকে বৈয়াকরণ বলা হয়।

৫৬. ঋকবেদ কোন ভাষায় রচিত ?

উত্তরঃ প্রাচীন ভারতীয় আর্য ভাষায়। একে বৈদিক ভাষাও বলা হয়।

৫৭. সংস্কৃত ভাষা হল-

উত্তরঃ বৈদিক ভাষারই বিবর্তিত ও ঈষৎ পরিবর্তিত রূপ।

৫৮. সংস্কৃত ভাষার লৌকিক বা কথ্য বা মুখের ভাষা হল-

উত্তরঃ প্রাকৃত ভাষা। আসল যে সংস্কৃত ভাষা, যে ভাষায় সাহিত্য রচনা করা হতো, সেই ভাষা মূলত শিক্ষিত নাগরিকদের মধ্যে সীমাবদ্ধ ছিল। ৬০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৯০০ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাকৃত ভাষার প্রাধান্য ছিল।

৫৯. ইন্দো-ইউরোপীয় ভাষাবংশের ‘ভারতীয় আর্য’ শাখাটি কোন সময় নাগাদ ভারতে প্রবেশ করেছিল ?

উত্তরঃ খ্রিস্টপূর্ব দেড় হাজার বছর আগে, অর্থাৎ আজ থেকে সাড়ে তিন হাজার বছর আগে। ‘ভারতীয় আর্য’ ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। এছাড়াও ভারতের প্রধান প্রধান ভাষাগুলি এই শাখা থেকেই সৃষ্টি হয়েছে।

৬০. ‘ভারতীয় আর্য’ ভাষার ইতিহাসকে কয়টি যুগে ভাগ করা হয় ?

উত্তরঃ তিনটি যুগে। যথা-

  • প্রাচীন ভারতীয় আর্য
  • মধ্য ভারতীয় আর্য এবং
  • নব্য ভারতীয় আর্য।

আরও পড়- বাংলা ভাষা ও সংস্কৃতি, প্রথম পর্ব

আরও পড়- শাস্ত্র হিসেবে ভূগোল, প্রথম অধ্যায়

আরও পড়- UGC, NET, JRF, NTA এই সব কী ? NET এবং JRF কী আলাদা ?

সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment