বাঁকুড়া আদালতে কর্মী নিয়োগ, আপার এবং লোয়ার ডিভিশন ক্লার্ক, গ্রুপ ডি, আবেদন চলছে: Bankura District Judge Court Recruitment 2024, Upper and Lower Division Clerk, group D

বাঁকুড়া জেলা আদালতে কর্মখালি। সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা বিচারকের কার্যালয়। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে। আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, গ্রুপ ডি ইত্যাদি পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা একশোর কাছাকাছি রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাস থেকে স্নাতক পাস হতে হবে। প্রত্যেকটা পদেই চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। কারা কোন পদের জন্য আবেদনযোগ্য, লিখিত পরীক্ষার সিলেবাস ইত্যাদি বিস্তারিত নিচে বর্ণনা করা হল।

পদ ও শূন্যপদ (Vacancy)

আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, সিল বেইলিফ, প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি পদে এই নিয়োগের মাধ্যমে কর্মী নেওয়া হবে। প্রত্যেক পদে কত শূন্যপদ রয়েছে তা নিচে দেওয়া হল।

শূন্যপদ

আপার ডিভিশন ক্লার্ক

লোয়ার ডিভিশন ক্লার্ক

৩৯

সিল বেইলিফ (Seal bailiff)

প্রসেস সার্ভার (Process Server)

গ্রুপ ডি

৩৯

মোট

৯৯

শিক্ষাগত যোগ্যতা (Eligibility Criteria)

এই নিয়োগের ক্ষেত্রে পদ অনুযায়ী পৃথক শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি ধার্য করা হয়েছে। নিচে দেওয়া হল কোন পদের জন্য কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন।

শিক্ষাগত যোগ্যতা

আপার ডিভিশন ক্লার্ক

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় স্নাতক ডিগ্রী থাকতে হবে। সঙ্গে থাকতে হবে কম্পিউটার ট্রেনিং এর সার্টিফিকেট এবং দ্রুত কম্পিউটার টাইপিং করার দক্ষতা।

লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সিল বেইলিফ (Seal Bailiff)

সরকার স্বীকৃত কোন বোর্ড থেকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত ইনস্টিটিউশন থেকে কম্পিউটার ট্রেনিং এর সার্টিফিকেট এবং দ্রুত টাইপিং করার দক্ষতা।

প্রসেস সার্ভার এবং গ্রুপ-ডি (পিয়ন/ নৈশপ্রহরী/ ফরাশ

সরকার দ্বারা স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম পাস হতে হবে আবেদনকারীকে।

বয়স (Age Limit)

আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে। তপসিলি এবং তপসিলি উপজাতির প্রার্থীদের ৫ বছরের এবং ওবিসি প্রার্থীদের ৩ বছরের বয়সের ছাড় রয়েছে। বিশেষভাবে সক্ষমরা ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।

নিয়োগ প্রক্রিয়া (Selection Process)

আপার ডিভিশন ক্লার্কের নিয়োগ তিনটি পর্যায়ে সম্পূর্ণ করা হবে প্রথম পর্যায়ে হবে লিখিত পরীক্ষা দ্বিতীয় পর্যায়ে কম্পিউটারে উত্তর লিখতে হবে এবং তৃতীয় পর্যায়ে পার্সোনালিটি টেস্ট। অন্যান্য পদগুলির ক্ষেত্রে লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাই করা হবে। প্রত্যেকটি পদের লিখিত পরীক্ষার প্রশ্নের ধরন MCQ টাইপের হবে। পরীক্ষায় থাকবে ৫০টি প্রশ্ন এবং মোট নম্বর ১০০ অর্থাৎ প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য দুই নম্বর বরাদ্দ রয়েছে। নেগেটিভ মার্কিং রয়েছে, প্রতিটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা হবে। নিচের তালিকায় আরো বিস্তারিত দেওয়া হল।

পদ অনুযায়ী পরীক্ষার সিলেবাস

পদের নাম

প্রশ্নের বিষয়

প্রশ্ন সংখ্যা 

নম্বর

সময়

আপার ডিভিশন ক্লার্ক

প্রথম পর্যায়ঃ লিখিত পরীক্ষায় জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড ইত্যাদি থেকে প্রশ্ন করা হবে।

৫০

১০০

১ ঘণ্টা

দ্বিতীয় পর্যায়ঃ কম্পিউটারের পরীক্ষায় যে যে বিষয়গুলি লিখতে হবে সেগুলি হল ড্রাফট নোট, রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং এবং প্রেসি রাইটিং

-

১০০

২ ঘণ্টা

তৃতীয় পর্যায়ঃ পার্সোনালিটি টেস্ট

-

৪০

-

লোয়ার ডিভিশন ক্লার্ক এবং  সিল বেইলিফ

লিখিত পরীক্ষাঃ সিম্পল অ্যারিথমেটিক, বাংলা, ইংরেজি এবং জেনারেল নলেজ। 

৫০

১০০

১ ঘণ্টা

পার্সোনালিটি টেস্ট

-

২০

-

প্রসেস সার্ভার এবং গ্রুপ-ডি

লিখিত পরীক্ষাঃ সিম্পল অ্যারিথমেটিক, বাংলা, ইংরেজি এবং জেনারেল নলেজ। 

৫০

১০০

১ ঘণ্টা

পার্সোনালিটি টেস্ট

-

২০

-

আবেদন পদ্ধতি ও ফি (Application Process & Fees)

বিজ্ঞপ্তিতে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা সরাসরি অনলাইনে এই নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন। আবেদনপত্রের পাশাপাশি অনলাইনেই আবেদন মূল্য জমা করতে হবে। আবেদনের লিঙ্ক প্রতিবেদনে শেষে দেওয়া রয়েছে সেখান থেকে প্রার্থীরা সরাসরি আবেদন করতে পারবেন।

পদ

জেনারেল

SC/ST

আপার ডিভিশন ক্লার্ক

৫০০

৩০০

লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সিল বেইলিফ

৩০০

২০০

প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি

২০০

১৫০

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু২৪ মে ২০২৪
আবেদন শেষ২৪ জুন ২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অফিসিয়াল নোটিফিকেশনDownload
আবেদন লিঙ্কApply Now
সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment