মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করছে BRCIL (Broadcast Engineering Consultants India Limited), মাধ্যমিক যোগ্যতায় মিলবে চাকরি

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (BECIL) চাকরি দিচ্ছে ৬৬ জন ছেলেমেয়েকে। কিছুদিন আগেই একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে BECIL, সেখানে কর্মী নিয়োগের কথা ঘোষণা করে সংস্থাটি। মাল্টিটাস্কিং স্টাফ ছাড়াও ড্রাইভার নিয়োগ করা হবে এই নিয়োগে। শুধু মাধ্যমিক পাস করা থাকলেই এই নিয়োগে অংশ গ্রহণ করা যাবে। কীভাবে-কোথায় আবেদন জানাতে হবে, নিয়োগ পদ্ধতি ইত্যাদি সমস্ত বিষয় এই প্রতিবেদনে তুলে ধরা হল।

এক নজরে বিজ্ঞপ্তিটি

প্রতিষ্ঠানের নামব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড
পদের নামমাল্টি টাস্কিং স্টাফ, গাড়ি চালক
পদের সংখ্যা৬৬
আবেদন শুরুর তারিখচলছে
আবেদনের শেষ তারিখ৩ এপ্রিল ২০২৪
আবেদনের পদ্ধতিঅনলাইন
বিষয়শ্রেণীকেন্দ্রীয় সরকারের চাকরি
কর্মস্থলভারত জুড়ে
অফিসিয়াল ওয়েবসাইটbecil.com

শূন্যপদ

ক্রমিক নংপদের নামপদের সংখ্যা
1.মাল্টিটাস্কিং স্টাফ৬৪
2.গাড়ি চালক
মোট৬৬টি পোস্ট

শিক্ষাগত যোগ্যতা

পদযোগ্যতাবয়স
মাল্টিটাস্কিং স্টাফমাধ্যমিক পাস,
কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন
১৮ থেকে ৪৫ (০১.০১.২০২৪ অনুযায়ী)
গাড়ি চালকমাধ্যমিক পাস, সঙ্গে অন্তত ৮ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।অনুর্ধ্ব ৬৩ (০১.০৯.২০২৩ অনুযায়ী)

বেতন

মাল্টিটাস্কিং চাকরিতে মাসিক ২১২১৫ টাকা বেতন দেওয়া হবে। গাড়ি চালকের বেতন দিল্লি সরকারের নিয়মানুযায়ী হবে।

আবেদন মাধ্যম

আগ্রহী প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Careers Section’ এ রেজিস্টেশন অপশনে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া রয়েছে।

আবেদন ফি

ক্যাটাগরিফি
জেনেরাল/OBC৮৮৫
SC/ST৫৩১

নিয়োগ পদ্ধতি

আবেদনকারী প্রার্থীদের প্রথমে স্কিল টেস্টের জন্য ডাকা হবে। তারপর প্রয়োজন অনুযায়ী ইন্টারভিউ নেওয়া হতে পারে। যোগ্য প্রার্থী নির্বাচন করার জন্য কী কী ধাপ রাখা হবে তা নির্ধারণ করবে নিয়োগকারী সংশ্লিষ্ট সংস্থা।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরুচলছে
আবেদন শেষ৩ এপ্রিল ২০২৪

দরকারি লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অফিসিয়াল নোটিফিকেশনDownload
আবেদন লিঙ্কApply Now
সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment