বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো প্রশ্ন উত্তর MCQ: Bishal Ek Danawala Question Answer, PART 2

এবারে প্রথমবার একাদশে সেমিস্টার পদ্ধতিতে MCQ ধরনের পরীক্ষা হবে। তথ্যগত না বোধ পরীক্ষণ মূলক প্রশ্ন হবে তার কোনো স্পষ্ট নির্দেশিকা সংসদ থেকে দেওয়া হয়নি। আবার, যেহেতু বিগত বছরের প্রশ্নপত্রও হাতে নেই তাই কিছুটা অনুমানের উপর ভিত্তি করে আমাদের প্রস্তুতি চালিয়ে যেতে হবে। এমন ক্ষেত্রে যত বেশি জানা যায় ততই ভালো। সেটা মাথায় রেখেই আমাদের প্রশ্ন-উত্তর পর্ব কেবলমাত্র MCQ ধরনের না রেখে তথ্য সমৃদ্ধ করে তোলার প্রয়াস করা হয়েছে। যাতে প্রশ্ন-উত্তরগুলো মন দিয়ে পড়লে যে জ্ঞান অর্জিত হবে তার মাধ্যমে যে কোন প্রশ্নের সমাধান করা যায়। আশা করা যায়, আমাদের সঙ্গে প্রস্তুতি নিলে পরিশ্রম বিফলে যাবে না, বরং খুব ভালো ফল হবে।

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো
গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
গাব্রিয়েল গার্সিয়া মার্কেস (জন্ম: ৬ মার্চ, ১৯২৭ – মৃত্যু: ১৭ এপ্রিল, ২০১৪ ), গাবো নামেও তিনি পরিচিত ছিলেন। একজন কলম্বীয় সাহিত্যিক, সাংবাদিক, প্রকাশক ও রাজনীতিবিদ এবং ১৯৮২ খ্রিষ্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। নিঃসঙ্গতার একশ বছর বইয়ের লেখক হিসেবে তিনি বিশেষভাবে খ্যাতি অর্জন করেন। পাঠ্য ছোটগল্পটি ‘এই শহরে কোন চোর নেই’ গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

৩১. ‘এ যে এক জোচ্চোর ফেরেববাজ’ কে, কাকে, কেন ফেরেববাজ বলেছে ?

উত্তরঃ স্থানীয় যাজক ডানাওয়ালা বুড়োকে ফেরেববাজ বলেছে। কারণ বুড়ো দুনিয়ার আদব কায়দা জানে না। ( যাজক সুপ্রভাত বললে বুড়ো প্রত্যুত্তর করেনি বলে এমন তার মনে হয়েছে।)

৩২. কোন ভাষাকে ঈশ্বরের ভাষা বলা হয়েছে ?

উত্তরঃ লাতিন ভাষাকে।

৩৩. ‘তাকে বড্ড মানুষ মানুষ দেখায়।’ কার এমন মনে হয়েছে ?

উত্তরঃ যাজকের (পাদ্রে)

৩৪. ‘দেবদূতদের শনাক্ত করবার বেলায় ডানার গুরুত্ব তো আরোই কম।’ কে, কেন এ কথা বলেছেন ?

উত্তরঃ যাজক বলেছেন। বাজপাখি এবং উড়োজাহাজের তুলনা করতে ডানার তেমন গুরুত্ব নেই তাই তিনি এই মন্তব্য করেন।

৩৫. ‘বিশব’ কাকে বলে ?

উত্তরঃ খ্রিস্টান ধর্মে ধর্ম অধ্যক্ষকে বিশব বলে।

৩৬. ‘রোম্যান ক্যাথলিক’ কাদের বলে ?

উত্তরঃ পোপের অনুসারীগণ, খ্রিস্টান ধর্ম সম্প্রদায় বিশেষ।

NOTE: পোপ হলেন খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু। তিনি ইতালির ভ্যাটিকান সিটির The Apostolic Palace এ থাকেন। তাঁকে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ খুবই ভক্তি এবং বিশ্বাস করেন। ঐতিহাসিকভাবে পোপকে রোমের পিতৃপুরুষ বলা হয়।

৩৭. ‘হাটবাজারের ব্যস্ততা আর শোরগোল উঠল উঠোনে’ কেন ?

উত্তরঃ ডানাওয়ালা বুড়োকে দেখতে পেলাইও-এলিসেন্দাদের বাড়িতে মানুষ ভিড় জমিয়েছেন। তাই শোরগোল উঠল।

৩৮. পেলাইওদের বাড়িতে জনতার ভিড় সামলানোর জন্য কাদের ডাকা হয়েছিল ?

উত্তরঃ সঙ্গিনসমেত সেনাবাহিনীদের।

৩৯. ‘সঙ্গিন’ কী ?

উত্তরঃ আগের দিনে বন্দুকের অগ্রভাগে একটি ছুরির ফলা লাগানো থাকত, তাকে সঙ্গিন বলে।

NOTE: সঙ্গিনকে ইংরেজিতে Bayonet বলা হয়। গুলি শেষ হয়ে গেলে শত্রুপক্ষকে আঘাত হানতে বন্দুকে ব্যবহৃত ওই ধারাল ছুরির ফলা দিয়ে আক্রমণ করা হত। ছবি দেখতে – Click Here

৪০. ডানাওয়ালা বুড়োকে দেখার জন্য দর্শনি বাবদ কত টাকা ধার্য করেছে পেলাইওরা ?

উত্তরঃ পাঁচ সেন্ট।

৪১. ‘কৌতূহলীরা এল দূর-দূরান্ত থেকে’ কারা কারা এল ?

উত্তরঃ

  • ভ্রাম্যমান সার্কাস দল।
  • দুর্ভাগা ও অশক্তরা এল স্বাস্থ্যের সন্ধানে।
  • বুক ধুকধুক করে এমন একটি মেয়ে।
  • ঘুম ধরে না এমন এক পোর্তুগিজ। ( তারাদের কোলাহলে তার নাকি ঘুম হয় না ! )
  • ঘুমে হাঁটেন এমন এক ব্যক্তি।

৪২. ‘তাদের সবগুলো ঘর ঠেসেছে ___________’ শূন্যস্থান পূরণ।

উত্তরঃ টাকাকড়িতে।

৪৩. ‘তীর্থযাত্রীর সার অপেক্ষা করছে বাইরে/দিগন্তও পেরিয়ে কোথায় চলে গিয়েছে।’ কোন প্রসঙ্গে এই মন্তব্য ?

উত্তরঃ ডানাওয়ালা বুড়োকে দেখতে মানুষের লম্বা সারি লেগেছে তা বলতে গিয়েই এই কথা বলা হয়েছে। (তীর্থস্থানে মানুষের লম্বা লাইন থাকে এবং সেই লাইন অনেক দূর পর্যন্ত যায়, লেখক সেই অনেক বড় লম্বা লাইন বোঝাতেই দিগন্ত শব্দটি ব্যবহার করেছেন।)

আরও পড়- সাম্যবাদী কবিতার প্রশ্ন উত্তর, PART 1

৪৪. ‘তাই নাকি দেবদূতের খাদ্য হিসেবে বিধানবিধিত’ কোন খাদ্যের কথা বলা হয়েছে ? কে সেই খাদ্যের কথা উল্লেখ করে ?

উত্তরঃ ন্যাপথালিন। পেলাইও এর এক প্রতিবেশিনী এই বিষয়টা সকলকে বলেন।

৪৫. ডানাওয়ালা বুড়োর পছন্দের খাবার কী ?

উত্তরঃ বেগুনভর্তা।

৪৬. ‘একমাত্র অতিপ্রাকৃত শক্তি মনে হল তার _________’ শূন্যস্থান পূরণ।

উত্তরঃ ধৈর্য।

৪৭. ‘তখনও সে শান্তই থাকত’ কখন ?

উত্তরঃ যখন তাকে ঢিল মারা হয়।

৪৮. ‘আঁতকে জেগে উঠেছিল সে তখন’ কখন ?

উত্তরঃ যখন গরম লোহার ছ্যাঁকা লাগিয়ে দেওয়া হয়।

৪৯. ‘কোনো মহাপ্লাবনের পূর্বমুহূর্তের থমথমে ছমছমে ঘুম।’ কিসের কথা বলা হয়েছে ?

উত্তরঃ ডানাওয়ালা বুড়ো লোকের উৎপাত সত্ত্বেও সব সময় চুপচাপ থাকে সেটা বলতে গিয়ে এই উদাহরণ দেওয়া হয়েছে।

৫০. ‘তারা তাদের সময় কাটিয়ে দিলে এই সব প্রশ্নে’ কোন প্রশ্নে ?

উত্তরঃ

  • বন্দির নাভি আছে কি না।
  • তার কথাবার্তায় প্রাচীন ভাষার সম্পর্ক আছে নাকি।
  • ছুঁচের ডগায় তার কটি মাথা এটে যায়।
  • নিছকই নরওয়ের লোক কি না।

৫১. ‘ঘটেছিল কী ?’ কী ঘটেছিল ?

উত্তরঃ এক মেয়ে তার বাবা-মায়ের কথায় অবাধ্য হওয়ায় মাকড়শায় পরিণত হয়। তার আকৃতি বড় ভেড়ার মতো এবং মাথাটা একটা কুমারী মেয়ের।

৫২. ‘আগপাশতলা’ ‘তারানতুলা’ অর্থ কী ?

উত্তরঃ আগা থেকে গোড়া বা আপাদমস্তক। আর ‘তারানতুলা’ হল এক শ্রেণির বিষাক্ত মাকড়শা।

৫৩. ‘যা ছিল সবচেয়ে হৃদয় বিদারক’ কী ছিল ?

উত্তরঃ মাকড়শা রূপী মেয়েটির দুঃখী করুণ গলার স্বর।

৫৪. মেয়েটি মাকড়শায় কেন পরিণত হয় ?

উত্তরঃ বাবা-মাকে না জানিয়ে নাচের আসরে যায়, এই আবাধ্যতার কারণে।

৫৫. ‘যা তাকে বদলে দিয়েছিল এই আজব মাকড়শায়।’ কী ?

উত্তরঃ আকাশ থেকে নেমে আসা জ্বলন্ত গন্ধকের এক বিদ্যুৎশিখা।

৫৬. ‘একমাত্র তাই তাকে অ্যাদ্দিন ধরে বাঁচিয়ে রেখেছে।’ কী তাকে বাঁচিয়ে রেখেছে ?

উত্তরঃ মানুষের ছুড়ে দেওয়া মাংসের বড়া।

৫৭. ‘দেবদূতের নামে যে কটা অলৌকিক অঘটনের দায় চাপিয়ে দেওয়া হয়েছিল’ বা ‘কোনো সান্ত্বনা পুরুস্কারের মতো এই সব অলৌকিক কাণ্ড’ কী কী দায় চাপিয়ে দেওয়া হয়েছিল ? বা অলৌকিক কাণ্ডগুলি কী ?

উত্তরঃ

  • এক অন্ধের তিনটি নতুন দাঁত গজিয়েছিল।
  • এক পঙ্গু ব্যক্তি একটা লটারি প্রায় জিতেই যাচ্ছিল।
  • এক কুষ্ঠরোগীর ঘা-এ সূর্যমুখী ফুল গজিয়েছে।

৫৮. ‘তার সব নামডাক একেবারেই ধসে পড়ল’ কার, নামডাক কেন ধসে পড়ল ?

উত্তরঃ মাকড়শায় বদলে যাওয়া মেয়েটি আসাতে ডানাওয়ালা বুড়োর নামডাক কমে গেল।

৫৯. ‘বাড়ির মালিকদের অবশ্য বিলাপ করার কোনোই কারণ ছিল না।’ কেন ?

উত্তরঃ ডানাওয়ালা বুড়োকে দেখতে আসা মানুষদের কাছে যে দর্শনি বাবদ টাকা পেলাইও পেয়েছিল তাতে তারা অনেক টাকা উপার্জন করে। দোতলা বাড়ি বানিয়ে ফেলে। তাই বুড়োকে দেখতে আসা মানুষের ভিড় কমলেও তাদের কোনো আফসোস নেই।

৬০. পেলাইও কিসের কাজ করত ?

উত্তরঃ নগররক্ষক বা চৌকিদার ( সাধ্যপাল )

আরও পড়- বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো প্রশ্ন উত্তর, প্রথমভাগ

সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment