BSF কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল, সেনাবাহিনীতে চাকরি: BSF Recruitment 2024, Sub Inspector (Works), Sub Inspector (Electrical), Junior Engineer

সেনাবাহিনীতে কাজের সুযোগ। ভারতীর বর্ডার সিকিউরিটি ফোর্স কর্মী নিয়োগ করতে চলেছে। সম্প্রতি বিএসএফ রিক্রুটমেন্ট বোর্ড বেশ কিছু গ্রুপ-বি পদে সাব-ইন্সপেক্টর ও ইঞ্জিনিয়ার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই চাকরির জন্য কারা যোগ্য, কীভাবে আবেদন করা যাবে, নিয়োগ কীভাবে করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত এই প্রতিবেদনে তুলে ধরা হল।

শূন্যপদ

পদের নামশূন্যপদ
সাব-ইন্সপেক্টর (ওয়ার্ক)১৩
জুনিয়র ইঞ্জিনিয়ার/সাব-ইন্সপেক্টর (ইলেক্ট্রিক্যাল)

শিক্ষাগত যোগ্যতা

পদের নামশিক্ষাগত যোগ্যতা
সাব-ইন্সপেক্টর (ওয়ার্ক)কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে ৩ বছরের সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা ডিগ্রি
জুনিয়র ইঞ্জিনিয়ার/সাব-ইন্সপেক্টর (ইলেক্ট্রিক্যাল)কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে ৩ বছরের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা ডিগ্রি

নাগরিকত্ব

আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

বয়স

এই চাকরির জন্য আবেদনকারীর বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। তবে তফসিলি ও তফসিলি উপজাতির প্রার্থীরা ৫ বছরের ছাড় পাবেন। OBC প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন।

শারীরিক মাপজোক

বিভাগপুরুষমহিলা
উচ্চতা১৬৫ সেমি (পার্বত্য উপজাতি এবং আদিবাসীদের জন্য ৫ সেমি ছাড় আছে)১৫৭ সেমি
চেস্ট৭৬ সেমি, ফুলিয়ে ৮১ সেমি; ২০ বছরের নিচে বয়স হলে ২ সেমি ছাড় আছেপ্রযোজ্য নয়
ওজনউচ্চতা অনুযায়ীউচ্চতা অনুযায়ী, কিন্তু ৪৬ কেজির কম নয়

আবেদন মাধ্যম

বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কের মাধ্যমে আগ্রহী প্রার্থীকে সরাসরি অনলাইনে এই চাকরির জন্য আবেদন করতে হবে। প্রতিবেদনের শেষে আবেদনের লিঙ্ক দেওয়া রয়েছে।

আবেদন ফি

জেনেরাল ও ওবিসি প্রার্থীদের ২০০ টাকা করে আবেদন ফি লাগবে। তবে তফসিলি ও তফসিলি উপজাতি প্রার্থীদের কোনো ফি লাগবে না।

নিয়োগ পদ্ধতি

এই নিয়োগের জন্য আবেদনকারীদের একটি লিখিত পরীক্ষায় বসতে হবে। MCQ ধরনের এই পরীক্ষায় মোট ১০০টি প্রশ্নে ১০০ নাম্বার থাকবে। সময় থাকবে ১ ঘণ্টা ৩০ মিনিট। নিচে তালিকায় সিলেবাস দেওয়া হল-

পরীক্ষার সিলেবাস

বিষয়প্রশ্ন সংখ্যানাম্বার
পার্ট-Aজেনেরাল ইন্টেলিজেন্স ও রিজনিং২৫২৫
পার্ট-Bজেনেরাল অ্যাওয়ারনেস২৫২৫
পার্ট-Cজেনেরাল ইঞ্জিনিয়ারিং (সিভিল/ইলেক্ট্রিক্যাল)৫০৫০
মোট১০০১০০

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু১৭ মার্চ ২০২৪
আবেদন শেষ১৫ এপ্রিল ২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অফিসিয়াল নোটিফিকেশনDownload
আবেদন লিঙ্কApply Now
সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment