সেনাবাহিনীতে কাজের সুযোগ। ভারতীর বর্ডার সিকিউরিটি ফোর্স কর্মী নিয়োগ করতে চলেছে। সম্প্রতি বিএসএফ রিক্রুটমেন্ট বোর্ড বেশ কিছু গ্রুপ-বি পদে সাব-ইন্সপেক্টর ও ইঞ্জিনিয়ার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই চাকরির জন্য কারা যোগ্য, কীভাবে আবেদন করা যাবে, নিয়োগ কীভাবে করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত এই প্রতিবেদনে তুলে ধরা হল।
শূন্যপদ
পদের নাম | শূন্যপদ |
---|---|
সাব-ইন্সপেক্টর (ওয়ার্ক) | ১৩ |
জুনিয়র ইঞ্জিনিয়ার/সাব-ইন্সপেক্টর (ইলেক্ট্রিক্যাল) | ৯ |
শিক্ষাগত যোগ্যতা
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা |
---|---|
সাব-ইন্সপেক্টর (ওয়ার্ক) | কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে ৩ বছরের সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা ডিগ্রি |
জুনিয়র ইঞ্জিনিয়ার/সাব-ইন্সপেক্টর (ইলেক্ট্রিক্যাল) | কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে ৩ বছরের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা ডিগ্রি |
নাগরিকত্ব
আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
বয়স
এই চাকরির জন্য আবেদনকারীর বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। তবে তফসিলি ও তফসিলি উপজাতির প্রার্থীরা ৫ বছরের ছাড় পাবেন। OBC প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন।
শারীরিক মাপজোক
বিভাগ | পুরুষ | মহিলা |
---|---|---|
উচ্চতা | ১৬৫ সেমি (পার্বত্য উপজাতি এবং আদিবাসীদের জন্য ৫ সেমি ছাড় আছে) | ১৫৭ সেমি |
চেস্ট | ৭৬ সেমি, ফুলিয়ে ৮১ সেমি; ২০ বছরের নিচে বয়স হলে ২ সেমি ছাড় আছে | প্রযোজ্য নয় |
ওজন | উচ্চতা অনুযায়ী | উচ্চতা অনুযায়ী, কিন্তু ৪৬ কেজির কম নয় |
আবেদন মাধ্যম
বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কের মাধ্যমে আগ্রহী প্রার্থীকে সরাসরি অনলাইনে এই চাকরির জন্য আবেদন করতে হবে। প্রতিবেদনের শেষে আবেদনের লিঙ্ক দেওয়া রয়েছে।
আবেদন ফি
জেনেরাল ও ওবিসি প্রার্থীদের ২০০ টাকা করে আবেদন ফি লাগবে। তবে তফসিলি ও তফসিলি উপজাতি প্রার্থীদের কোনো ফি লাগবে না।
নিয়োগ পদ্ধতি
এই নিয়োগের জন্য আবেদনকারীদের একটি লিখিত পরীক্ষায় বসতে হবে। MCQ ধরনের এই পরীক্ষায় মোট ১০০টি প্রশ্নে ১০০ নাম্বার থাকবে। সময় থাকবে ১ ঘণ্টা ৩০ মিনিট। নিচে তালিকায় সিলেবাস দেওয়া হল-
পরীক্ষার সিলেবাস
বিষয় | প্রশ্ন সংখ্যা | নাম্বার | |
---|---|---|---|
পার্ট-A | জেনেরাল ইন্টেলিজেন্স ও রিজনিং | ২৫ | ২৫ |
পার্ট-B | জেনেরাল অ্যাওয়ারনেস | ২৫ | ২৫ |
পার্ট-C | জেনেরাল ইঞ্জিনিয়ারিং (সিভিল/ইলেক্ট্রিক্যাল) | ৫০ | ৫০ |
মোট | ১০০ | ১০০ |
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | ১৭ মার্চ ২০২৪ |
আবেদন শেষ | ১৫ এপ্রিল ২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
অফিসিয়াল নোটিফিকেশন | Download |
আবেদন লিঙ্ক | Apply Now |