Calcutta city civil court recruitment 2024: কলকাতা সিটি সিভিল কোর্টে গ্রুপ ডি পদে নিয়োগ

কলকাতা সিটি সিভিল কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি জারি করল। ইংরেজি স্টেনোগ্রাফার এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে। দুটি পদ মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে ১৬টি। স্নাতক উত্তীর্ণ এবং অষ্টম শ্রেণি পাস হলেই এই পদগুলোর জন্য আবেদন করা যাবে। উল্লেখিত চাকরির জন্য ১৮ জুলাই পর্যন্ত আবেদন নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদনের লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া রয়েছে। এছাড়াও শিক্ষাগত যোগ্যতা, শ্রেণি অনুযায়ী শূন্যপদের সংখ্যা, নিয়োগ পদ্ধতি ইত্যাদি বিস্তারিত নিচে দেওয়া হল।

শূন্যপদ

দুটি পদের মোট শূন্যপদ ১৬টি। নিচে শ্রেণি অনুযায়ী শূন্যপদের সংখ্যা দেওয়া হল।

পদের নামURUR(EC)UR(EX-SER)UR(SPORTS PERSON)UR(PWD)EWS(EC)SCOBC AOBC BTOTAL
ইংরেজি স্টেনোগ্রাফার
গ্রুপ ডি (পিয়ন)১৪

শিক্ষাগত যোগ্যতা

দুটি পদের পৃথক পৃথক যোগ্যতার মাপকাঠি ধার্য করা হয়েছে। নিচে দুটি পদের শিক্ষাগত যোগ্যতা দেওয়া হল।

ইংরেজি স্টেনোগ্রাফারঃ

  • কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে।
  • কম্পিউটার অপারেটিং সংক্রান্ত কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।
  • পাশাপাশি শট হ্যান্ড রাইটিং এর দক্ষতা থাকা চাই।

গ্রুপ ডিঃ

  • গ্রুপ ডি পদের বেলায় প্রার্থীকে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে।

বয়স

পদবয়স (বছর)
স্টেনোগ্রাফার১৮-৩২
গ্রুপ ডি১৮-৪০
সরকারি নিয়মে তফসিলি ও ওবিসি প্রার্থীরা ৩ বছরের এবং তফসিলি উপজাতির প্রার্থীরা ৫ বছরের বয়সের ছাড় পাবেন।

নিয়োগ পদ্ধতি

স্টেনোগ্রাফারঃ তিনটি পেপার মিলিয়ে এই নিয়োগ করা হবে।

  • পেপার-১ঃ জেনারেল ইংরেজি, ১০০ নম্বর, MCQ, সময় ১ঘণ্টা ৩০ মিনিট।
  • পেপার-২ঃ Dictation and Transcription, ৪০০ নম্বর, ৬ মিনিট, ৮০ শব্দ প্রতি মিনিটে।
  • পেপার-৩ঃ টাইপিং, ১০০ নম্বর, ১০ মিনিট, ৩০ শব্দ প্রতি মিনিটে।

পেপার-২ এবং পেপার-৩ এর প্রাপ্ত নম্বর অনুযায়ী যোগ্য প্রার্থীকে পার্সোনালিটি টেস্ট ও কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। তার পর চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে।

গ্রুপ ডিঃ গ্রুপ ডি পদের বেলায় একটাই পরীক্ষা হবে। পরীক্ষায় প্রশ্ন করা হবে জেনারেল নলেজ, অঙ্ক, বাংলা এবং ইংরেজি বিষয় থেকে। মোট ১০০ নম্বরের পরীক্ষা এবং প্রশ্ন থাকবে ৫০টি, প্রতি প্রশ্নের মান ২ নম্বর। নেগেটিভ মার্কিং রয়েছে, প্রতি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা হবে। সময় থাকবে ১ ঘণ্টা। লিখিত পরীক্ষা উত্তীর্ণদের পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। এর পর ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে।

আবেদন মাধ্যম ও ফি

আগ্রহী প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি নিচে দেওয়া হল।

পদUR & OBCSC & EWS
স্টেনোগ্রাফার৪০০৩৫০
গ্রুপ ডি২৫০২০০

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু১৮ জুন ২০২৪
আবেদন শেষ১৮ জুলাই ২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অফিসিয়াল নোটিফিকেশনDownload
আবেদন লিঙ্কApply Now
সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment