CBSE অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্ট্যান্ট, অ্যাকাউন্ট অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল: CBSE Recruitment 2024, Assistant Secretary, Junior Engineer, Accounts Officer

একগুচ্ছ পদে চাকরি দিচ্ছে CBSE । এই মর্মে বোর্ডের তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলেই এই চাকরির জন্য আবেদন করা যাবে। চলুন দেখে নেই কোন পদে কত শূন্যপদ রয়েছে, কারা কোন পদের জন্য আবেদন করতে পারবেন, কোথায় কীভাবে আবেদন জমা করতে হবে, নিয়োগ পদ্ধতি ইত্যাদি সমস্ত এই প্রতিবেদনে আলোচনা করা হল।

পদের নাম ও শূন্যপদ

পদের নামশূন্যপদ
সহকারী সচিব১৮
সহকারী সচিব১৬
সহকারী সচিব (স্কিল এডুকেশন)
সহকারী সচিব (প্রশিক্ষণ)২২
হিসাব রক্ষণ কর্মকর্তা
জুনিয়র ইঞ্জিনিয়ার১৭
জুনিয়র ট্রান্সলেশন অফিসার
হিসাবরক্ষক
জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট২০
মোট১১৮

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা

পদের নামশিক্ষাগত যোগ্যতাবয়সসীমা
সহকারী সচিবস্নাতক ডিগ্রি৩৫ বছর
সহকারী সচিবস্নাতকোত্তর ডিগ্রি৩০ বছর
সহকারী সচিব (স্কিল এডুকেশন)স্নাতকোত্তর ডিগ্রি৩০ বছর
সহকারী সচিব (প্রশিক্ষণ)স্নাতকোত্তর ডিগ্রি৩০ বছর
হিসাব রক্ষণ কর্মকর্তাস্নাতক ডিগ্রি৩৫ বছর
জুনিয়র ইঞ্জিনিয়ারBE/B.Tech ডিগ্রি৩২ বছর
জুনিয়র ট্রান্সলেশন অফিসারস্নাতকোত্তর ডিগ্রি৩০ বছর
হিসাবরক্ষকস্নাতক ডিগ্রি৩০ বছর
জুনিয়র অ্যাকাউন্ট্যান্টদ্বাদশ শ্রেণি২৭ বছর
*** সংরক্ষিত আসনের প্রার্থীরা সরকারি নিয়মে বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। তফসিলি ও তফসিলি উপজাতির প্রার্থীরা ৫ বছরের এবং OBC প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন। আরো বিস্তারিত জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে হবে।

আবেদন কীভাবে করবেন

আগ্রহী চাকরিপ্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে আবেদন করতে হবে। আবেদন লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া রয়েছে। সেখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন।

আবেদন ফি

এই নিয়োগে বিভিন্ন গ্রুপে কর্মী নিয়োগ হবে। গ্রুপ-এ, গ্রুপ-বি, এবং গ্রুপ-সি এই তিন ধরনের গ্রুপে লোক নেওয়া হবে। তাই গ্রুপ অনুযায়ী আবেদন ফি ধার্য করা হয়েছে। নিচের তালিকায় আবেদন গ্রুপ অনুযায়ী আবেদন ফি দেওয়া হল।

গ্রুপফি
গ্রুপ-এ পদের জন্য১৫০০/- টাকা
গ্রুপ-বি পদের জন্য৮০০/- টাকা
SC/ST/PwBD/এক্স-সার্ভিসম্যান/মহিলানেই

নিয়োগ পদ্ধতি

পদ অনুযায়ী আলাদা আলাদা পরীক্ষা নেওয়া হবে। কোন পদের জন্য কী কী বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে সেই সিলেবাস বিজ্ঞপ্তিতে বিস্তারিত দেওয়া রয়েছে। নিচে সেই সিলেবাসের PDF লিঙ্ক দেওয়া রইল-

সিলেবাস- Download

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু১২ মার্চ ২০২৪
আবেদন শেষ১১ এপ্রিল ২০২৪

দরকারি লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অফিসিয়াল নোটিফিকেশনDownload
আবেদন লিঙ্কApply Now
সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment