স্টাফ সিলেকশন কমিশন (SSC) CISF SI পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১৫৯৭ পোস্টে নিয়োগ করা হবে। ছেলে এবং মেয়ে উভয় পদেই নিয়োগ করা হবে। আবেদন নেওয়া শুরু হয়েছে আগ্রহী চাকরিপ্রার্থীরা সরাসরি কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। কারা যোগ্য, কোন ওয়েবসাইটে আবেদন করতে হবে, বেতন ইত্যাদি সমস্ত বিষয় বিস্তারিত নিচে দেওয়া হল-
CISF SI পদের মোট শূন্যপদ

CISF SI সাব-ইন্সপেক্টর বিজ্ঞপ্তি ২০২৪, শিক্ষাগত যোগ্যতা
পদ | যোগ্যতা |
---|---|
CISF SI | প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে |
CISF SI Recruitment 2024 Eligibility Criteria: CISF SI পদের জন্য অন্যান্য যোগ্যতা
১. বয়সঃ প্রার্থীর বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়মে SC/ST দের ৫ বছরের এবং OBC দের ক্ষেত্রে ৩ বছরের ছাড় দেওয়া হবে। এছাড়াও Ex-Servicemen রা চাকরি থেকে অবসর নেওয়ার ৩ বছরের মধ্যে আবেদন করতে পারবেন।
২.CISF Sub-Inspector Recruitment 2024 PST/ PET: যে সব শারীরিক মাপজোক থাকতে হবে-
PST
নং | শ্রেণী | উচ্চতা | বুক |
---|---|---|---|
A | পুরুষঃ পার্বত্য এলাকা এবং তফসিলি উপজাতি ব্যতীত | ১৭০ সেমি | ৮০ সেমি, ফুলিয়ে ৮৫ সেমি |
B | পুরুষঃ গাড়োয়াল, কুমায়ুন, হিমাচল প্রদেশ, গোর্খা, ডোগরা, মারাঠা, কাশ্মীর উপত্যকা, লেহ এবং লাদাখ অঞ্চল, উত্তর-পূর্ব রাজ্য এবং সিকিম; এই সব পার্বত্য অঞ্চলের প্রার্থী | ১৬৫ সেমি | ৮০ সেমি, ফুলিয়ে ৮৫ সেমি |
C | পুরুষঃ তফসিলি উপজাতি | ১৬২.৫ | ৭৭ সেমি, ফুলিয়ে ৮২ সেমি |
D | মহিলাঃ পার্বত্য এলাকা এবং তফসিলি উপজাতি ব্যতীত | ১৫৭ সেমি | |
E | মহিলাঃ গাড়োয়াল, কুমায়ুন, হিমাচল প্রদেশ, গোর্খা, ডোগরা, মারাঠা, কাশ্মীর উপত্যকা, লেহ এবং লাদাখ অঞ্চল, উত্তর-পূর্ব রাজ্য এবং সিকিম; এই সব পার্বত্য অঞ্চলের প্রার্থী | ১৫৫ সেমি | |
F | মহিলাঃ তফসিলি উপজাতি | ১৫৪ সেমি |
৪. শারীরিক সক্ষমতার পরীক্ষা PET: ( Physical Endurance Test )
পুরুষ প্রার্থীদের জন্যঃ
A. ১৬ সেকেন্ডে ১০০ মিটার দৌড়
B. ৬.৫ মিনিটে ১.৬ কিলোমিটার রেস
C. লং জাম্প: ৩টি সুযোগে ৩.৬৫মি
D. হাই জাম্প: ৩টি সুযোগে ১.২মি
E. শট পুট (১৬ পাউন্ড): ৩টি সুযোগে ৪.৫মি
মহিলা প্রার্থীদের জন্যঃ
A..১৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড়
B. ৪ মিনিটে ৮০০ মিটার দৌড়
C. লং জাম্প: ৩টি সুযোগে ২.৭মি
D. হাই জাম্প: ৩টি সুযোগে ০.৯মি
3. ওজনঃ উচ্চতার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে।
CISF Recruitment 2024 Selection Process: CISF SI পদের নিয়োগ প্রক্রিয়া
পরীক্ষায় থাকবে পেপার-১, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (PST)/শারীরিক সহনশীলতা পরীক্ষা (PET), পেপার-II এবং মেডিক্যাল টেস্ট (DME)। নিয়োগের ক্ষেত্রে এই সমস্ত পর্যায় বাধ্যতামূলক। পরীক্ষার বিশদ বিবরণ নিম্নরূপ:

Scheme & Syllabus সম্পর্কে আরও বিশদে জানতে Official Notification দেখুন।
CISF Sub-Inspector Recruitment 2024 How to Apply : কোথায়, কিভাবে আবেদন করবেন নিচে গুরুত্বপূর্ণ লিংক দেওয়া হল-
অফিসিয়াল ওয়েবসাইট | https://ssc.nic.in |
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download here |
CISF SI Recruitment 2024 Application Fees: আবেদনের ফি
শ্রেণী | ফি |
---|---|
সমস্ত ক্যান্ডিডেট; SC, ST, প্রাক্তন সেনা এবং মহিলা প্রার্থীরা ব্যতীত | ১০০ |
SC, ST, প্রাক্তন সেনা এবং মহিলা প্রার্থীরা | Nil |