ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন (Diploma in Elementary Education-D.El.Ed) কোর্সের ভর্তির প্রক্রিয়া শুরু হল। এই মর্মে চলতি ২০২৪-২৬ শিক্ষাবর্ষের জন্য D.El.Ed কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করার জন্য এই D.El.Ed কোর্স করা থাকা আবশ্যিক। কোর্সটির মেয়াদ দুই বছর এবং বিজ্ঞপ্তিতে আগামী ৮ জুলাই থেকে রাজ্যের বিভিন্ন কলেজে ক্লাস শুরু হবে বলে উল্লেখ করা হয়েছে। এই কোর্সটি করার জন্য আবেদনকারীর কী কী শিক্ষাগতা যোগ্যতা প্রয়োজন, আবেদন কীভাবে করতে হবে, যোগ্য প্রার্থী নির্বাচন কীভাবে হবে ইত্যাদি সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হল। সঙ্গে অফিসিয়াল নোটিফিকেশনের PDF এবং আবেদন লিঙ্ক নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে প্রার্থীরা সরাসরি আবেদন জমা করতে পারবেন।
এক নজরে D.El.Ed কোর্স | |
কোর্সের নাম | Diploma in elementary education (D.El.Ed) |
অনুমোদনকারী বোর্ড | West Bengal board of primary education (WBBPE) |
উদ্দেশ্য | প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের প্রশিক্ষণ |
যোগ্যতা | ৫০ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ |
কোর্সের সময়কাল | ২ বছর |
অফিসিয়াল ওয়েবসাইট | https://www.wbbprimaryeducation.org |
কেন এই কোর্স করতে হবে ? (WB D.el.ed Admission 2024 ?)
রাজ্যের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতে চাইলে D.El.Ed কোর্স করা বাধ্যতামূলক। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের জন্য টেট (PTET) পরীক্ষা নিয়ে থাকে। এরপর পরবর্তীতে প্রাথমিক বিদ্যালয়ে শূন্যপদ তৈরি হলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে পর্ষদ। যারা D.El.Ed করছেন এবং টেট উত্তীর্ণ কেবল তারাই প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য আবেদন করতে পারেন। তাই প্রাথমিক শিক্ষক হতে গেলে D.El.Ed করাটা আবশ্যিক।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা (Eligibility For D.El.Ed Course)
শিক্ষাগত যোগ্যতাঃ
- কোনো স্বীকৃত বোর্ড থেকে থেকে আবেদনকারীকে অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। SC, ST এবং OBC প্রার্থীদের জন্য ৪৫ শতাংশ নম্বর।
- বাংলা, হিন্দি, উর্দু, নেপালি বা সাঁওতালি মাধ্যমের মধ্যে যে মাধ্যমে প্রার্থী ভর্তি হতে চাইবেন প্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিকে সেই ভাষায় অন্তত ১০০ নম্বরের বিষয় থাকতে হবে।
বয়সঃ
- আবেদনকারীর বয়স হতে হবে অনূর্ধ্ব ৩৫ বছর। সংরক্ষিত প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে। SC ও ST প্রার্থীরা ৪০ বছর এবং OBC প্রার্থীরা ৩৮ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।
কলেজের বৈধতা
কলেজে ভর্তির পূর্বে প্রার্থীকে অবশ্যই কলেজের বৈধতা যাচাই করে নিতে হবে। প্রার্থীকে দেখে নিতে হবে তিনি যে কলেজে ভর্তি হতে চাইছেন সেই কলেজ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (NCTE) কর্তৃক স্বীকৃত এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) দ্বারা অনুমোদিত কিনা। যদি এই দুই সংস্থার অনুমোদন কোনো D.El.Ed কলেজের না থাকে তাহলে ওই কলেজের ডিগ্রী বৈধতা পাবে না।
রাজ্যের অনুমোদিত কলেজের তালিকা (WB D.el.ed list)
রাজ্যের বৈধ যে সমস্ত কলেজে D.el.ed কোর্স করানো হয় তার তালিকা পর্ষদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে। নিচে সেই তালিকার PDF এর লিঙ্ক দেওয়া হল। তালিকাটি ডাউনলোড করে দেখে নিন রাজ্যে কোন কোন কলেজে D.el.ed কোর্স করানো হয়।
আবেদন পদ্ধতি (WB D.el.ed form fill up)
আগ্রহী প্রার্থীদের পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি অনলাইনে এই কোর্সের জন্য আবেদন জানাতে হবে। আবেদন ফর্মে প্রয়োজনীয় তথ্য পূরণের পাশাপাশি প্রার্থীকে কিছু ডকুমেন্টের স্ক্যান কপি আপলোড করতে হবে। কী কী ডকুমেন্টের স্ক্যান কপি আপলোড করতে হবে তার তালিকা নিচে দেওয়া হল।
- বয়সের প্রমাণ স্বরূপ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
- উচ্চ মাধ্যমিকের মার্কশিট।
- সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট সাইজ ছবি।
- আবেদনকারীর স্ক্যান স্বাক্ষর কপি।
- জাতির শংসাপত্র (caste certificate)।
- ফিজিক্যালি চ্যালেঞ্জদের (PH) ক্ষেত্রে উপযুক্ত সার্টিফিকেটের স্ক্যান কফি আপলোড করতে হবে।
আবেদন মূল্য
বিভিন্ন শ্রেণীর প্রার্থীদের জন্য আলাদা আলাদা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। কোন শ্রেণীর জন্য কত আবেদনমূল্য তা নিচের তালিকায় দেওয়া হল।
আবেদন মূল্য | |
জেনারেল | ₹ ১০০০ |
ওবিসি | ₹ ৭৫০ |
তফসিলি, তপশিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষম (PH) | ₹ ৫০০ |
প্রার্থী নির্বাচন প্রক্রিয়া (Admission Process For D.el.ed)
আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে যোগ্য প্রার্থী সম্পূর্ণ মেরিটের ভিত্তিতে নির্বাচিত করা হবে। অর্থাৎ এক্ষেত্রে উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বর একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আবেদনের সময় প্রার্থী যে ইনস্টিটিউটে ভর্তির জন্য আবেদন করবেন সেখানে প্রার্থীর আবেদনপত্রটি স্ক্রুটিনি, ভেরিফিকেশন এবং অথেন্টিকেশনের জন্য পাঠিয়ে দিবে পর্ষদ। এরপর ওই ইনস্টিটিউট প্রার্থীর আবেদনপত্রটি যাচাই করে পর্ষদকে আবার অনলাইনে মাধ্যমে পাঠিয়ে দিবে। সব কিছু ঠিক থাকলে এরপর ভর্তির প্রক্রিয়া শুরু করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | ১৬ মে ২০২৪ |
আবেদন শেষ | ১৫ জুন ২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
অফিসিয়াল নোটিফিকেশন | Download |
আবেদন লিঙ্ক | Apply Now |