প্রথম থেকে অষ্টম শ্রেণির জন্য একটিই মার্কশিট আনতে চলেছে শিক্ষা দফতর

রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আরো একটি বদল আসতে চলেছে। এবার প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের একটিই রিপোর্ট কার্ডের মাধ্যমে সমস্ত শ্রেণির প্রাপ্ত নম্বর প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে স্কুলশিক্ষা কমিশনার এই নতুন ব্যবস্থা কার্যকর করার জন্য মধ্যশিক্ষা পর্ষদকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। এই ব্যবস্থা চালু হলে প্রথম থেকে অষ্টম শ্রেণির যে কোনো পড়ুয়ার যে কোনো ক্লাসের রেজাল্ট একটি মাত্র মার্কশিটেই পাওয়া যাবে। আগামী ২০২৫ শিক্ষাবর্ষ থেকে এই নতুন ব্যবস্থা শুরু করতে চাইছে সরকার।

কী নতুন মার্কশিট ব্যবস্থা ?

এই নতুন হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে প্রাথমিকের প্রথম থেকে উচ্চ প্রাথমিকের অষ্টম শ্রেণির পড়ুয়ারা প্রত্যেক শ্রেণিতে বিষয় ভিত্তিক মোট কত নম্বর পেয়েছে তার উল্লেখ থাকবে। প্রোগ্রেস রিপোর্ট কার্ডে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান ইত্যাদি বিষয়ের প্রাপ্ত নম্বর যেমন থাকবে তেমনি ছাত্রছাত্রীদের অন্যান্য দক্ষতার মূল্যায়নও থাকবে। পড়ুয়াদের বুদ্ধিমত্তা, আগ্রহের বিষয়, মনোভাব, ব্যতিক্রমী দক্ষতা, বিশেষ কোনো সমস্যা, শিক্ষণ প্রতিবন্ধকতা, আত্মসচেতনতা, যোগাযোগের দক্ষতা, সৃজনশীল চিন্তনের ক্ষমতা, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা, সমস্যা সমাধানের সামর্থ্য এবং নান্দনিক বোধগম্যতা ইত্যাদি নানা জীবন বিকাশের দিকের মূল্যায়নও থাকবে নতুন রিপোর্ট কার্ডে। পাশাপাশি একজন শিক্ষার্থী সহপাঠীদের সঙ্গে কতটা মেলামেশা করতে পারছে, তার মানিয়ে চলার দক্ষতা, দলবদ্ধ ভাবে কাজের ক্ষমতা, ভাষাগত দক্ষতা, আবেগ নিয়ন্ত্রণের সামর্থ্য (emotional intelligence), সঠিক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা, মানসিক কাঠিন্য ইত্যাদি জীবন বিকাশের গুরুত্বপূর্ণ দিকের মূল্যায়নও করা থাকবে নতুন প্রোগ্রেস রিপোর্ট কার্ডে। মোটের উপর একজন শিক্ষার্থীর তার স্কুল জীবনের (অষ্টম শ্রেণি পর্যন্ত) সামগ্রিক বিকাশ ও অগ্রগতির পুঙ্খানুপুঙ্খ বিবরণ থাকবে নতুন রেজাল্ট ব্যবস্থায়। এতে পড়ুয়াদের মূল্যায়ন আরও নিখুঁত ভাবে প্রকাশ পাবে।

কেন এই নতুন মূল্যায়ন ব্যবস্থার প্রবর্তন করতে হচ্ছে ?

শিক্ষা মহলের ধারণা এই নতুন প্রোগ্রেস রিপোর্ট কার্ডের মাধ্যমে শিক্ষার্থীকে সঠিকভাবে মূল্যায়ন করা সম্ভব হবে। শিক্ষার্থীর সামর্থ্য এবং তার দুর্বলতাগুলোকে আরো ভালোভাবে চিহ্নিত করা যাবে। ফলে পড়ুয়াদের শক্তি এবং দুর্বলতাগুলিকে বিবেচনা করে তাদের সেই মতো শিক্ষা দান করা সম্ভব হবে। আখেরে গোটা শিক্ষা ব্যবস্থাটাই এটে উপকৃত হবে বলে শিক্ষা মহল মনে করে। এছাড়াও এক রিপোর্ট কার্ডে আরও সুবিধা রয়েছে। প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের যদি একটি মাত্র রিপোর্ট কার্ড হয় তাহলে একজন পড়ুয়ার ৮ বছরের স্কুল শিক্ষার উন্নতির হিসাব নিকাশ এক ঝলকেই পাবেন শিক্ষকরা। বিভিন্ন ক্লাসের মার্কশিট খতিয়ে দেখার ঝামেলা থাকবে না। গোটা মূল্যায়ন ব্যবস্থাটাই অনেকটা সহজ ও কার্যকর হয়ে উঠবে।

সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment