বাঁকুড়া জেলায় স্বাস্থ্য পরিষেবায় ৩৬ কর্মী নিয়োগ,জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতেঃ WB Govt Job Recruitment 2024

বাঁকুড়া জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে। এই নিয়োগে চাকরি হবে চুক্তির ভিত্তিতে। তবে প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে দীর্ঘ সময়ের জন্য চাকরির মেয়াদ বৃদ্ধি হতে পারে। জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে নিয়োগ করা হবে কর্মীদের। এই নিয়োগে অংশ গ্রহণ করতে আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। কী কী পদে নিয়োগ, প্রয়োজনীয় যোগ্যতা, বেতন, নিয়োগ পদ্ধতি ইত্যাদি সমস্ত কিছু এই প্রতিবেদনে তুলে ধরা হল।

বিজ্ঞপ্তিটির সংক্ষিপ্তসারঃ পদ,শূন্যপদ,বেতন

কাজের জায়গাপদের নামক্যাটাগরি ওয়াইজ শূন্যপদমোটবেতন
রক্ত সেবামেডিকেল অফিসার (রক্ত সেবা)ইউআর -১, এসসি -১, এসটি -১৬০০০০/- টাকা
এফআরইউজেনারেল ডিউটি মেডিকেল অফিসার – এফআরইউইউআর -১, এসসি -২, ওবিসি-এ -১, ওবিসি-বি -১৬০০০০/- টাকা
আরকেএসকেমেডিকেল অফিসার – আরকেএসকেইউআর-১ (UR)৬০০০০/- টাকা
শিশু স্বাস্থ্য-এনআরসিমেডিকেল সোশ্যাল ওয়ার্কারইউআর-১, এসসি-১ (SC)১৮০০০/- টাকা
এনইউএইচএমস্টাফ নার্স – এনইউএইচএমইউআর-২২৫০০০/- টাকা
এনইউএইচএমকমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (আরবান)ইউআর -৩, এসসি -২, ওবিসি-এ -১ (OBC-A)১৩০০০/- টাকা
এনএমএইচপিক্লিনিকাল সাইকোলজিস্ট – এনএমএইচপিএসসি -১, ইউআর -১৩০০০০/- টাকা
এনটিইপিসিনিয়র টিউবারকিউলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার (এসটিএলএস) – এনটিইপিইউআর-১২৫০০০/- টাকা
পিসিপিএনডিটিপ্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট – পিসিপিএনডিটিইউআর-১২২০০০/- টাকা
এনপিএইচসিইমাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কারএসসি -২, ইউআর -৪, এসটি -১, ওবিসি-এ -২১৮০০০/- টাকা
রক্ত সেবাকাউন্সেলর (ব্লাড ব্যাংক):-ইউআর-১২২০০০/- টাকা
এনইউএইচএমফার্মাসিস্ট – এনইউএইচএমইউআর-১২২০০০/- টাকা
এনপিসিবি এবং ভিআইকাউন্সিলরইউআর-১২০০০০/- টাকা
এনএসিপিকাউন্সেলর – আইসিটিসিওবিসি-এ২১০০০/- টাকা

পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা

মেডিকেল অফিসিয়াল (ব্লাড সার্ভিস)
শিক্ষাগত যোগ্যতাঃ অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের অবশ্যই এক বছরের ইন্টার্নশিপ সহ কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি পাস হতে হবে। WBMC-এর অধীনে রেজিস্টার হতে হবে। উচ্চতর যোগ্যতার জন্য ওয়েটেজ দেওয়া হবে। বয়সসীমা- ৬৭ বছর।

জেনারেল ডিউটি মেডিকেল অফিসিয়াল-এফআরইউ
শিক্ষাগত যোগ্যতাঃ অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের অবশ্যই এক বছরের ইন্টার্নশিপ সহ কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি পাস হতে হবে। WBMC-এর অধীনে রেজিস্টার হতে হবে। উচ্চতর যোগ্যতার জন্য ওয়েটেজ দেওয়া হবে। বয়সসীমাঃ- ৬৭ বছর।

মেডিকেল অফিসার – আরকেএসকে
শিক্ষাগত যোগ্যতাঃ অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের অবশ্যই এক বছরের সম্পূর্ণ ইন্টার্নশিপ সহ কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি পাস করতে হবে। WBMC-এর অধীনে রেজিস্টার হতে হবে। অগ্রাধিকার: জি অ্যান্ড ও বা পেডিয়াট্রিক্সে পিজি ডিগ্রি / ডিপ্লোমাকে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সীমা- ৪৫ বছর।

মেডিকেল সোশ্যাল ওয়ার্কার – শিশু স্বাস্থ্য – এনআরসি
শিক্ষাগত যোগ্যতাঃ অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, প্রার্থীদের অবশ্যই কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি (বিএ / B.Sc/B.Com) পাস হতে হবে। যেকোনো স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ১ বছরের ডিপ্লোমা। বয়সসীমা- ন্যূনতম বয়সসীমা ২০ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর।

স্টাফ নার্স – এনইউএইচএম
শিক্ষাগত যোগ্যতাঃ অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের অবশ্যই কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি (বিএ / B.Sc/B.Com) পাস হতে হবে। যেকোনো স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ১ বছরের ডিপ্লোমা। বয়সসীমা- ন্যূনতম বয়সসীমা ২১ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর।

কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (শহরাঞ্চলীয়) (শুধুমাত্র মহিলা প্রার্থী)
শিক্ষাগত যোগ্যতাঃ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত ইনস্টিটিউট থেকে এএনএম কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে নিবন্ধিত হতে হবে বাংলায় দক্ষ এবং বাঁকুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল কর্তৃক স্বীকৃত ইনস্টিটিউট থেকে জিএনএম কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে রেজিস্টার হতে হবে। বাংলায় দক্ষ হতে হবে এবং বাঁকুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বয়সসীমা- ন্যূনতম বয়সসীমা ২১ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর।

ক্লিনিকাল সাইকোলজিস্ট – এনএমএইচপিঃ
শিক্ষাগত যোগ্যতাঃ অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, প্রার্থীদের অবশ্যই ভারতের পুনর্বাসন কাউন্সিল দ্বারা অনুমোদিত এবং স্বীকৃত একটি প্রতিষ্ঠান থেকে ক্লিনিকাল সাইকোলজিতে স্বীকৃত যোগ্যতা বা সাইকোলজি বা ক্লিনিকাল সাইকোলজি ফলিত মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি এবং ক্লিনিকাল সাইকোলজি বা মেডিকেল এবং সামাজিক মনোবিজ্ঞানে দর্শনের স্নাতকোত্তর ডিগ্রি পাশ করতে হবে।  সর্বনিম্ন বয়সসীমা ২১ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর।

সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার (এসটিএলএস) – এনটিইপিঃ শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীদের একটি স্বীকৃত ইনস্টিটিউট থেকে ডিএমএলটি বা বিএমএলটি সহ স্নাতক হতে হবে। সর্বনিম্ন বয়সসীমা ২১ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর।

প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট – পিসিপিএনডিটিঃ  শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে কমপক্ষে ১ বছরের ডিপ্লোমা সার্টিফিকেট সম্পন্ন করতে হবে। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস-অ্যাক্সেস এবং ইন্টারনেটের অপারেটিং জ্ঞান সহ কম্পিউটারের কাজের জ্ঞান। বয়সসীমা: সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর।

মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কারঃ
শিক্ষাগত যোগ্যতাঃ ফিজিওথেরাপিতে একটি প্রয়োজনীয় যোগ্যতা এবং অভিজ্ঞতা স্নাতক এবং হাসপাতালে কমপক্ষে ২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা- ন্যূনতম বয়সসীমা ২১ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ৪0 বছর।

কাউন্সেলর (ব্লাড ব্যাঙ্ক)  শিক্ষাগত যোগ্যতাঃ সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মনোবিজ্ঞান/ সমাজকর্ম/ সমাজবিজ্ঞান/ নৃবিজ্ঞান/ মানব উন্নয়নে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারের কাজের জ্ঞান। বয়সসীমা- ন্যূনতম বয়সসীমা ২১ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর।

ফার্মাসিস্ট – এনইউএইচএমঃ
শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক স্বীকৃত ফার্মাসি (ডি-ফার্মা) (অ্যালোপাহিক) এবং পশ্চিমবঙ্গ ফার্মাসি কাউন্সিলের অধীনে নিবন্ধিত “এ” বিভাগের ফার্মাসিস্টের দুটি দুই বছরের ডিপ্লোমা থাকতে হবে। উচ্চতর যোগ্যতার জন্য ওয়েটেজ দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই বাংলায় দক্ষতা থাকতে হবে এবং এমএস অফিস ও ইন্টারনেটসহ কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়সসীমা:- ন্যূনতম বয়সসীমা ২১ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর।

কাউন্সেলর, এনপিসিবি এবং ভিআইঃ শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সামাজিক বিজ্ঞানে স্নাতক হতে হবে। চমৎকার আন্তঃব্যক্তিক যোগাযোগ দক্ষতা, এমএস অফিসের জ্ঞান এবং অফিসের কাজের জন্য প্রয়োজনীয় অন্যান্য কম্পিউটার দক্ষতা। লেখা এবং কথা বলা উভয় ক্ষেত্রেই স্থানীয় ভাষায় সাবলীলতা। স্বাস্থ্য / সামাজিক খাতে দুই বছরের কাজের অভিজ্ঞতা। বয়সসীমা- ন্যূনতম বয়সসীমা ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর।

কাউন্সেলর-(আইসিটিসি)-প্রোগ্রাম হেড- এনএসিপিঃ শিক্ষাগত যোগ্যতাঃ মনোবিজ্ঞান/ সমাজকর্ম/ সমাজবিজ্ঞান/ নৃবিজ্ঞান/ মানব উন্নয়ন/ নার্সিংয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। অথবা সাইকোলজি/ সোশ্যাল ওয়ার্ক/ সোশিওলজি/ অ্যানথ্রোপলজি/ হিউম্যান ডেভেলপমেন্ট/ নার্সিংয়ে স্নাতকোত্তর বয়সসীমা- ন্যূনতম বয়সসীমা ২১ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর।

অন্যান্য যোগ্যতা

সমস্ত পদের জন্যই প্রার্থীদের রাজ্যের স্থায়ী বাসিন্দা এবং স্থানীয় ভাষায় পারদর্শী হতে হবে।

আবেদন মাধ্যম ও ফি

আগ্রহী চাকরিপ্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জমা করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।

জেনেরাল/OBCSC/ST/PwBD
১০০ টাকা৫০ টাকা

নিয়োগ পদ্ধতি

সমস্ত পদে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, ইন্টারভিউ বা কম্পিউটার পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাইয়ের পর নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু১ এপ্রিল ২০২৪
আবেদন শেষ১৫ এপ্রিল ২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অফিসিয়াল নোটিফিকেশনDownload
সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment