যে সমস্ত শিক্ষিত ছেলেমেয়ে গোয়েন্দা হওয়ার স্বপ্ন দেখেন তাদের জন্য স্বপ্ন বাস্তবায়িত করার সুবর্ণ সুযোগ।কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো (IB)-তে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। এর জন্য কিছু দিন আগেই একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রকের তরফে। সংস্থায় নিয়োগ পরীক্ষার বা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাইয়ের পর কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহী প্রার্থীকে অফলাইনে আবেদন জানানে হবে। ইতিমধ্যেই আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগ্রহী প্রার্থীদের কী কী যোগ্যতা প্রয়োজন ? কোথায় কিভাবে আবেদন জমা করতে হবে ? নিয়োগ কিভাবে করা হবে ? ইত্যাদি সমস্ত প্রশ্নের উত্তর এই প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরা হল।
বিজ্ঞপ্তিটির সারসংক্ষেপ
নিয়োগ সংস্থা | ইন্টেলিজেন্স ব্যুরো |
---|---|
পদের নাম | জুনিয়র গোয়েন্দা কর্মকর্তা-I/এক্সিকিউটিভ, সহকারী কেন্দ্রীয় গোয়েন্দা কর্মকর্তা-I/এক্সিকিউটিভ সহ বিভিন্ন পদ রয়েছে |
চাকরির ধরন | সরকারি চাকরি |
শূন্যপদ | ৬০০ |
বেতন (₹) | ১৯,৯০০ – ১,৫১,১০০/- |
চাকরির স্থান | সারা ভারত |
আবেদন মোড | অফলাইন |
ওয়েবসাইট | mha.gov.in |
পদের নাম ও শূন্যপদ
পদের নাম | শূন্যপদ |
অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার-১/এক্সিকিউটিভ | ৮০ |
সহকারী কেন্দ্রীয় গোয়েন্দা কর্মকর্তা-২/এক্সিকিউটিভ | ১৩৬ |
জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার-১/এক্সিকিউটিভ | ১২০ |
জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার-২/এক্সিকিউটিভ | ১৭০ |
সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/এক্সিকিউটিভ | ১০০ |
জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার-২/টেক | ৮ |
সহকারী কেন্দ্রীয় গোয়েন্দা কর্মকর্তা-২/সিভিল ওয়ার্কস | ৩ |
জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার-১ (মোটর ট্রান্সপোর্ট) | ২২ |
হালওয়াই ও কুক (Halwai & Cook) | ১০ |
তত্ত্বাবধায়ক (Caretaker) | ৫ |
ব্যক্তিগত সহকারী | ৫ |
প্রিন্টিং প্রেস অপারেটর | ১ |
মোট | ৬৬০ |
শিক্ষাগত যোগ্যতা
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা |
অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার-১/এক্সিকিউটিভ | ডিগ্রী |
সহকারী কেন্দ্রীয় গোয়েন্দা কর্মকর্তা-২/এক্সিকিউটিভ | স্নাতক |
জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার-আই/এক্সিকিউটিভ | দশম |
জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার-২/এক্সিকিউটিভ | |
সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/এক্সিকিউটিভ | |
জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার-২/টেক | ডিপ্লোমা |
সহকারী কেন্দ্রীয় গোয়েন্দা কর্মকর্তা-২/সিভিল ওয়ার্কস | BE বা B.Tech |
জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার-১ (মোটর ট্রান্সপোর্ট) | ড্রাইভিং লাইসেন্স |
হালওয়াই ও কুক | মাধ্যমিক, ডিপ্লোমা |
তত্ত্বাবধায়ক | ইন্টেলিজেন্স ব্যুরোর নিয়ম অনুযায়ী |
ব্যক্তিগত সহকারী | দ্বাদশ |
প্রিন্টিং প্রেস অপারেটর | ইন্টেলিজেন্স ব্যুরোর নিয়ম অনুযায়ী |
বয়সসীমা
এই চাকরিতে আবেদনকারীর বয়স ৫৬ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি (Apply Process)
এই পদের জন্য অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীকে। আগ্রহী প্রার্থীদের ইন্টেলিজেন্স ব্যুরোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রথমে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে (লিঙ্ক নিচে দেওয়া রয়েছে)। সেটি প্রিন্ট আউট করে প্রার্থীর নাম, ঠিকানা, জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থীর সিগনেচার এসব তথ্য দিয়ে আবেদনপত্রটি ভালো পূরণ করে নিতে হবে। তারপর প্রার্থীর প্রয়োজনীয় নথিপত্রগুলির জেরক্স কপি সহকারে আবেদনের ফর্মটি বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
Joint Deputy Director/G-3, Intelligence Bureau, Ministry of Home Affairs, 35 S P Marg, Bapu Dham, New Delhi, Pin- 110021
আবেদন ফি কত ?
আবেদনকারী প্রার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।
নির্বাচন প্রক্রিয়া
আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা/ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | ১৫.০৩.২০২৪ |
আবেদন শেষ | নোটিফিকেশন প্রকাশের ৬০ দিন পর্যন্ত |
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
অফিসিয়াল নোটিফিকশন | Download |