ব্যাঙ্কে চাকরির সুযোগ। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল IBPS (Institute of Banking Personnel Selection)। যে কোন শাখায় গ্র্যাজুয়েট হলেই এই নিয়োগের জন্য আবেদন করা যাবে। মোট শূন্যপদ রয়েছে ৬ হাজারের বেশি। সারা দেশের বিভিন্ন রাজ্যের ব্যাঙ্কগুলোতে এই নিয়োগ করা হবে তাই রাজ্য ভিত্তিক শূন্যপদ রয়েছে। ইতিমধ্যে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা প্রতিবেদনের শেষে দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন। এই ক্লার্ক নিয়োগের অন্যান্য প্রয়োজনীয় তথ্য নিচে দেওয়া হল।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতাঃ
- কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও শাখায় স্নাতক ডিগ্রি (Graduation) থাকতে হবে।
- স্নাতক ডিগ্রির পাশাপাশি কম্পিউটারের উপর প্রার্থীর সার্টিফিকেট/ডিপ্লোমা/ডিগ্রি কোর্স করা থাকতে হবে।
নাগরিকত্বঃ প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। তবে অন্যান্য দেশ থেকে আগত প্রার্থীদের ক্ষেত্রে কিছু শর্তাবলী রয়েছে।
ভাষাঃ যে রাজ্যের জন্য প্রার্থী আবেদন জানাবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় লিখতে, পড়তে এবং কথা বলার দক্ষতা থাকতে হবে।
বয়সঃ প্রার্থীর বয়স হতে হবে ২০-২৮ বছরের মধ্যে। আবেদনকারীর জন্ম হতে হবে ২/৭/১৯৯৬ থেকে ১/৭/২০০৪ তারিখের মধ্যে। সরকারি নিয়মে সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড়া রয়েছে।
ক্যাটাগরি | বয়সের ছাড় (বছর) |
---|---|
S/ST | ৫ |
OBC | ৩ |
PwBD (Persons With Benchmark Disabilities) | ১০ |
এক্স সার্ভিসম্যান (ESM) | ৩ (অবসর নেওয়ার পর) |
বিধবা/বিবাহ বিচ্ছেদ মহিলা | জেনারেল/EWS- ৩৫, OBC-৩৮, SC/ST-৪০ |
১৯৮৪ সালের দাঙ্গায় আক্রান্ত | ৫ |
শূন্যপদ
সারা দেশজুড়ে সব রাজ্য মিলিয়ে ১১টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ক্লার্ক নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে ৬১২৮টি। এখানে পশ্চিমবঙ্গের/ শ্রেণি অনুযায়ী শূন্যপদের সংখ্যা দেওয়া হল।
SC | ST | OBC | EWS | UR | TOTAL |
---|---|---|---|---|---|
৭৬ | ১৪ | ৭০ | ৩১ | ১৪০ | ৩৩১ |
আবেদন মাধ্যম ও ফি
আগ্রহী ও অযোগ্য প্রার্থীদের IBPS এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে আবেদনপত্র জমা করতে হবে। নিজের আবেদনের লিঙ্ক দেওয়া রয়েছে।
শ্রেণি | ফি |
---|---|
জেনারেল/OBC | ₹ ৮৫০ |
SC/ST/PwBD/ESM | ₹ ১৭৫ |
নিয়োগ পরীক্ষা
এই চাকরির জন্য দুটি ধাপে পরীক্ষা নেওয়া হবে। প্রথম ধাপে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হলে মেইন পরীক্ষায় বসার সুযোগ হবে। যথা-
- প্রিলিমিনারি পরীক্ষা
- মেইন পরীক্ষা
প্রিলিমিনারি পরীক্ষাঃ
বিষয় | প্রশ্ন সংখ্যা | নম্বর | সময় (মিনিট) |
---|---|---|---|
ইংরেজি | ৩০ | ৩০ | ২০ |
নিউমেরিক্যাল এবিলিটি | ৩৫ | ৩৫ | ২০ |
রিজনিং এবিলিটি | ৩৫ | ৩৫ | ২০ |
মোট | ১০০ | ১০০ | ৬০ |
মেইন পরীক্ষাঃ
বিষয় | প্রশ্ন সংখ্যা | নম্বর | সময় (মিনিট) |
---|---|---|---|
জেনারেল/ফিনান্সিয়াল নলেজ | ৫০ | ৫০ | ৩৫ |
জেনারেল ইংরেজি | ৪০ | ৪০ | ৩৫ |
রিজনিং এবিলিটি/কম্পিউটার অ্যাপটিটিউড | ৫০ | ৬০ | ৪৫ |
কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড | ৫০ | ৫০ | ৪৫ |
মোট | ১৯০ | ২০০ | ১৬০ |
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | ১ জুলাই ২০২৪ |
আবেদন শেষ | ২১ জুলাই ২০২৪ |
প্রিলিমিনারি পরীক্ষার Call letter | আগস্ট, ২০২৪ |
সম্ভাব্য প্রিলিমিনারি পরীক্ষার তারিখ | আগস্ট, ২০২৪ |
প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট | সেপ্টেম্বর, ২০২৪ |
মেইন পরীক্ষার Call letter | সেপ্টেম্বর, ২০২৪ |
সম্ভাব্য মেইন পরীক্ষার তারিখ | অক্টোবর, ২০২৪ |
সম্ভাব্য নিয়োগের তারিখ | এপ্রিল, ২০২৫ |
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
অফিসিয়াল নোটিফিকেশন | Download |
আবেদন লিঙ্ক | Apply Now |
আরও পড়ুন- SSC CGL notification 2024:
আরও পড়ুন- SSC MTS notification 2024: