ডিজিটাল মিডিয়ায় সাংবাদিক হতে চান ? ইগনুতে করে নিন এই কোর্স: Addmission For Bachelor Of Journalism And Digital Media, IGNOU

বাড়িতে বসেই সাংবাদিক হতে চান ? কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এনে দিচ্ছে সেই সুযোগ। সম্প্রতি ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (IGNOU) চলতি শিক্ষাবর্ষের জন্য জার্নালিজম এন্ড ডিজিটাল মিডিয়ার (Journalism and digital media) ব্যাচেলর ডিগ্রি কোর্সের জন্য ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পূর্বে এই কোর্সের মেয়াদ ছিল তিন বছর কিন্তু এবারে জাতীয় শিক্ষানীতির অনুসরণে কোর্সের মেয়াদ বৃদ্ধি পেয়ে হয়েছে চার বছর। কোর্সটির শেষে যেমন একদিকে রয়েছে আরও উচ্চ শিক্ষার সুযোগ, তেমনি অপরদিকে রয়েছে ডিজিটাল মিডিয়ায় কাজের সুযোগ। ভর্তির আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং আগামী ৩০ জুন পর্যন্ত আবেদন করা যাবে। এই কোর্সে ভর্তি হওয়ার যোগ্যতা, আবেদন পদ্ধতি, কোর্স ফি ইত্যাদি নিয়েই আজকের এই আলোচনা ক্ষেত্র।

কারা আবেদন করতে পারবেন ? (Eligibility criteria)

আগ্রহী প্রার্থীদের কী কী যোগ্যতা থাকলে এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন তা নিচে দেওয়া হল।

  • শিক্ষাগত যোগ্যতা: ব্যাচেলার ডিগ্রির জার্নালিজম এন্ড ডিজিটাল মিডিয়ার কোর্সটিতে ভর্তি হতে গেলে আবেদনকারীকে কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে।
  • বয়স: কোর্সটিতে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়সের কোনো ঊর্ধ্বসীমা নির্দেশ করা নেই। অর্থাৎ যে কোনো বয়সের ব্যক্তিরাই এই কোর্সের জন্য আবেদন জানাতে পারবেন।

ব্যাচেলর অফ জার্নালিজম এন্ড ডিজিটাল মিডিয়া কোর্সটির সংক্ষিপ্ত পরিচয়

চার বছরের এই কোর্সটি মোট আটটি সেমিস্টারে বিভক্ত। তবে সর্বোচ্চ আট বছরের মধ্যে পড়ুয়াদের এই কোর্সটি শেষ করতে হবে। কোর্সটি মুক্ত এবং দূর শিক্ষা মাধ্যমে (Open and Distance Learning-ODL) করানো হবে এবং পাঠক্রমের ভাষা হবে ইংরেজি মাধ্যমে। কোর্স ফি বাবদ প্রতি বছরে ১০৬০০ টাকা খরচ পড়বে। এতে ১৬০ ক্রেডিট নম্বর থাকবে। কোর্সটির পাঠক্রমে অনেক বিষয় অন্তর্ভুক্ত রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু বিষয় নিচে দেওয়া হল।

  • Introduction to Journalism and Digital Media
  • News Writing and Editing
  • Media Ethics and Regulations
  • Digital Photography
  • English / Hindi / Urdu / Sanskrit Communication
  • Audio Podcast
  • Internet Research Methods
  • Data Science and Big Data
  • Social Media And Society
  • Data Journalism
  • Marketing Communication
  • Health and Environmental Journalism
  • Digital Journalism and Research Tools

কোর্সটি করে চাকরির কী কী সুযোগ রয়েছে ? (Career opportunities for journalism and digital media degree)

প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে জার্নালিজম জগতের চরিত্রে বদল এসেছে। কাগজের সংবাদপত্র এখনও পাঠ করা হয় ঠিকই কিন্তু ক্রমাগত অনলাইনে খবর পড়ার প্রবণতা দিন দিন বাড়ছে। মোবাইলের দৌলতে এখন দেশের বিরাট অংশের জনগণ মোবাইলেই খবর পড়েন। তাই দেশের প্রথাগত সংবাদপত্রগুলি যারা এতদিন কাগজের সংবাদপত্র প্রকাশ করতো তারাও অনলাইন পোর্টালের দিকে ঝুকছে। এছাড়াও শুধুমাত্র অনলাইন পাঠকদের কথা বিবেচনা করেই নিত্য নতুন অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা বেড়ে চলেছে। ফলে এই ক্ষেত্রে কাজের সুযোগও বাড়ছে। তাই ইগনুর সাংবাদিকতার এই কোর্সটি সময়ের দাবি মেনে খুবই উপযোগী।

আবেদন কৌশল

বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইন মাধ্যমে আগ্রহী প্রার্থীরা এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন। ইচ্ছুক প্রার্থীদের সুবিধার্থে আবেদনের ডাইরেক্ট লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদনপত্র জমা করতে পারবেন।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু১৫ মে ২০২৪
আবেদন শেষ৩০ জুন ২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
আবেদন লিঙ্কApply Now
সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment