ভারতীয় নৌবাহিনী অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল, মাধ্যমিক উত্তীর্ণরা করতে পারবে আবেদন: Indian Navy Agniveer (MR) Recruitment 2024

ভারতীয় নৌবাহিনী সম্প্রতি ২/২০২৪ ব্যাচের জন্য ‘অগ্নিবীর’ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্নিবীরদের ৪ বছরের জন্য নৌবাহিনীতে নিযুক্ত করা হবে। এবারে যারা মাধ্যমিক পাস করেছে তারাও আবেদন করতে পারবে। অবিবাহিত ছেলেমেয়েরাই এই নিয়োগের জন্য আবেদন যোগ্য। এই নিয়োগের শিক্ষাগত যোগ্যতা, বয়স, আবেদন কৌশল, নিয়োগ পদ্ধতি ইত্যাদি বিস্তারিত এই প্রতিবেদনে আলোচনা করা হল।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা (Educational Qualification & Other Eligibility Criteria For Indian Navy Agniveer (MR) )

দেশের ‘অগ্নিবীর’ হতে যে যে শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতার প্রয়োজন তা নিচে দেওয়া হল।

  • শিক্ষাগত যোগ্যতাঃ আবেদনকারীকে অবশ্যই ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। এবারে যারা মাধ্যমিক দিয়েছে কিন্তু রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি তারাও আবেদন যোগ্য, সেক্ষেত্রে নিয়োগের Stage 2 পর্যায়ে অরিজিনাল মার্কশিট দেখাতে হবে।
  • বয়সঃ এই পদের জন্য আগ্রহী প্রার্থীর জন্ম তারিখ ১ নভেম্বর ২০০৩ থেকে ৩০ এপ্রিল ২০০৭ এর মধ্যে হতে হবে। অর্থাৎ প্রায় ১৭ থেকে ২১ বছরের মধ্যে বয়স যাদের তারা এই নিয়োগের জন্য যোগ্য।
  • উচ্চতাঃ ছেলে এবং মেয়ে উভয়রই উচ্চতা অন্তত ১৫৭ সেমি হতে হবে।
  • বৈবাহিক অবস্থাঃ শুধুমাত্র অবিবাহিত ছেলেমেয়েরাই ‘আগ্নিবীর’ এর জন্য আবেদন করতে পারবে। চাকরিতে থাকাকালীন যদি কোনো ‘আগ্নিবীর’ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে তার নিয়োগ বাতিল করা হবে।

বেতন (Salary For Agniveer)

অগ্নিবীর পদে যারা নিযুক্ত হবেন তারা প্রায় ₹ ৩৬০০০ – ₹ ৪৮০০০ টাকা করে মাসিক বেতন পাবেন। এছাড়াও চাকরিতে বহাল থাকাকালীন Life Insurance, Death Compensation, Disability Compensation ইত্যাদি সুবিধা পাওয়া যাবে।

আবেদন মাধ্যম এবং ফি (Application Process For Agniveer)

আগ্রহী প্রার্থীদের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে এই নিয়োগের জন্য আবেদন করতে হবে। আবেদনের লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া রয়েছে। আবেদন ফি বাবদ ৫৫০ টাকা ধার্য করা হয়েছে।

নিয়োগ পদ্ধতি (Selection Process For Agniveer)

নৌবাহিনীতে আগ্নিবীর নিয়োগের ক্ষেত্রে দুটি Stage রয়েছে, Stage-1 এবং Stage-2 । প্রথম স্টেজে INET (Indian Navy Entrance Test – INET) পরীক্ষা নেওয়া হবে। এই Entrance Test এ যারা উত্তীর্ণ হবে তারা স্টেজ-২ এর পরীক্ষার জন্য যোগ্যতা অর্জন করবে। স্টেজ-১ রাজ্য ভিত্তিক পরীক্ষা, তাই প্রতি রাজ্যে আলাদা আলাদা Cut Off মার্ক অনুযায়ী প্রার্থী বাছাই করা হবে। দ্বিতীয় স্টেজে লিখিত পরীক্ষা, ফিজিক্যাল ফিটনেস টেস্ট (PFT) এবং মেডিক্যাল এই তিনটি পরীক্ষা রয়েছে। সব শেষে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে। ফিজিক্যাল ফিটনেসের ক্ষেত্রে কিছু শারীরিক মাপজোক এবং সক্ষমতা থাকতে হবে প্রার্থীদের, তার তালিকা নিচে দেওয়া রয়েছে।

শারীরিক মাপজোক এবং সক্ষমতা

লিঙ্গ1.6 KM RunSquats (Uthak Baithak)Push-upsBent Knee Sit-ups
ছেলে৬ মিনিট ৩০ সেকেন্ড২০১৫১৫
মেয়ে৮ মিনিট১৫১০১০

আবেদনের শেষ তারিখ (Agniveer Apply Last Date)

আবেদন শুরু১৩ মে ২০২৪
আবেদন শেষ২৭ মে ২০২৪

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Online Application Link For Indian Navy Agniveer Recruitment)

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অফিসিয়াল নোটিফিকেশনDownload
আবেদন লিঙ্কApply Now
সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment