Jadavpur University Admission 2024: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে MA ভর্তি প্রক্রিয়া শুরু হলো, জানুন যাদবপুরে পড়ার যোগ্যতা

দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করার সুযোগ। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয় চলতি শিক্ষাবর্ষের জন্য স্নাতকোত্তর স্তরের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে MA বা মাস্টার অফ আর্টস বিভাগের কোর্সগুলিতে আবেদনের আহ্বান জানানো হয়েছে। স্নাতকোত্তর স্তরের কোর্সগুলির মেয়াদ ২ বছর। যারা আর্ট বা কলা বিভাগের বিভিন্ন বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন তারাই স্নাতকোত্তর কোর্সগুলির জন্য আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আগামী ১ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। যাদবপুরের মতো স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে কলা বিভাগে কী কী বিষয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি হওয়া যাবে, আবেদনের পদ্ধতি, ভর্তির প্রক্রিয়া ইত্যাদি বিশদে নিচে দেওয়া হলো।

যে যে বিষয়ে ভর্তি নেওয়া হবে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ২ বছরের আর্টস বা কলা বিভাগে যে সমস্ত বিষয়ে স্নাতকোত্তরে কোর্স করানো হয় সেগুলি নিচে দেওয়া হলো-

  • বাংলা
  • তুলনামূলক সাহিত্য
  • অর্থনীতি
  • এডুকেশন
  • ইংরেজি
  • ফিল্ম স্টাডিজ
  • ইতিহাস
  • লিঙ্গুইস্টিক্স বা ভাষাতত্ত্ব
  • দর্শন
  • পলিটিক্যাল সায়েন্স উইথ ইন্টারন্যাশনাল রিলেশন্স সংস্কৃত এবং
  • সমাজবিদ্যা

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উক্ত ১২টি বিষয়ে স্নাতকোত্তরে দিবা এবং সান্ধ্য (Day & Evening) বিভাগে জন্য পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।

ভর্তির যোগ্যতা

স্নাতক স্তরে প্রাক্তন নম্বর এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজিত প্রবেশিকা পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে একজন প্রার্থীর যোগ্যতা যাচাই করা হবে। অ্যাকাডেমিক নম্বর ও প্রবেশিকা পরীক্ষার প্রাপ্ত নম্বর মিলিয়ে চূড়ান্ত মেধাতালিকা তৈরি করবে বিশ্ববিদ্যালয়। সেই ভিত্তিতে যোগ্য প্রার্থীদের ভর্তি নেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

বিষয়ের উপর ভিত্তি করে পৃথক যোগ্যতার মাপকাঠি রয়েছে। কোনো বিষয়ে স্নাতকে ৬০ শতাংশ নম্বর চাওয়া হয়েছে আবার কোনো বিষয়ে ৫৫ শতাংশ নম্বর। সব বিষয় মিলিয়ে স্নাতকে ৫০ থেকে ৬০ শতাংশ নম্বর যোগ্যতা মান নির্ধারণ করা হয়েছে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে নম্বরের ছাড়া রয়েছে। তপসিলি, তপসিলি উপজাতি বা অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ৪০ থেকে ৪৫ শতাংশ নম্বর থাকলেই বিভিন্ন বিষয়ে ভর্তি হতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল নোটিফিকেশনে বিভিন্ন বিষয়ের কী যোগ্যতা স্থির করা হয়েছে, তার PDF লিঙ্ক নিচে রইল।

যোগ্যতার অফিসিয়াল PDFClick Here

প্রবেশিকা পরীক্ষা

শুধুমাত্র স্নাতক স্তরে উপযুক্ত নম্বর থাকলেই হবে না বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হলেই মিলবে স্নাতকোত্তর স্তরে ভর্তির ছাড়পত্র। আগামী ৯, ১২, ১৩,১৪ এবং ১৬ আগস্ট বিভিন্ন বিষয়ের প্রবেশিকা পরীক্ষা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে নেওয়া হবে। কোন বিষয়ের জন্য কবে পরীক্ষা হবে তার নির্দিষ্ট সময় ও তারিখ বিশ্ববিদ্যালয়ের তরফে নোটিফিকেশন জারি করে জানিয়ে দিয়েছে। সেই PDF নোটিফিকেশনের লিঙ্ক নিচে দেওয়া হলো।

প্রবেশিকা পরীক্ষার তারিখ Click Here

আবেদন পদ্ধতি ও ফি

বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে। আবেদনের লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া রয়েছে সেখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের তরফে কীভাবে আবেদন করতে হবে তার গাইডলাইনও PDF আকারে প্রকাশ করা হয়েছে, সেই গাইডলাইনের PDF নিচে দেওয়া হলো।

জেনারেল/OBC₹ ২০০
SC/ST/PD/EWS₹ ১০০
PD- Physical disability, EWS- Economically weaker section

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদনের শেষ তারিখ১ আগস্ট ২০২৪
আবেদন মূল্য জমা করার শেষ তারিখ২ আগস্ট ২০২৪
প্রবেশিকা পরীক্ষার দিনক্ষণ৯-১৬ আগস্ট

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
আবেদনের গাইডলাইনDownload
আবেদনের লিঙ্কApply Now

আরও পড়ুন- পোস্ট অফিস রিক্রুটমেন্ট: গ্রামীণ ডাক সেবক নিয়োগ 2024, শূন্যপদ ৪৫ হাজার

আরও পড়ুন- কার্টুন বানানো শিখুন খুব কম খরচে, স্বনামধন্য সেন্ট জেভিয়ার্স কলেজে

আরও পড়ুন- WBCS পরীক্ষা সম্পর্কে A-Z খাঁটি তথ্য, in depth details

সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment