হাই কোর্টে চাকরির খবর। ঝাড়খণ্ড হাইকোর্টের তরফ থেকে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে অ্যাসিস্ট্যান্ট/ক্লার্ক পদে ঝাড়খণ্ড সরকারের অধীনে সিভিল কোর্টে কর্মী নিয়োগের কথা বলা হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার স্নাতক ডিগ্রি থাকা প্রার্থীরাই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। সরকারি চাকরির পাওয়ার এটি একটি সুবর্ণ যুযোগ। চলুন আজকের এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে বিশদ জেনে নেই।
পদের নাম ও শূন্যপদ
অ্যাসিস্ট্যান্ট/ক্লার্ক পদে এই নিয়োগ করা হবে। ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদ নিচের তালিকায় দেওয়া হল-
ক্যাটাগরি | শূন্যপদ | মহিলাদের সংরক্ষিত শূন্যপদ |
---|---|---|
জেনেরাল | ১৩০ | ৪ |
তফসিলি | ৫৮ | ৪ |
তফসিলি উপজাতি | ১৪৩ | ৫ |
ওবিসি-এ | ৩৮ | ১ |
ওবিসি-বি | ১৪ | ০ |
EWS | ২৭ | ০ |
PwBD | ১৩ | ০ |
খেলার কোটা | ১ | ০ |
মোট | ৪১০ | ১৪ |
শিক্ষাগত যোগ্যতা
- কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের।
- প্রতি মিনিটে কমপক্ষে ২০টি শব্দ টাইপিং করার দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে টাইপিং করতে হবে।
বয়স
০১.০১.২০২৪ অনুযায়ী আবেদনকারী প্রার্থীদের বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। SC/ST এবং OBC প্রার্থীরা যথাক্রমে ৫ বছর এবং ৩ বছরের বয়সের ছাড় পাবেন।
বেতন
এই চাকরিতে নিযুক্তরা ২৫৫০০ থেকে ৮১১০০ টাকা করে মাসিক বেতন পাবেন।
আবেদন মাধ্যম ও ফি
এই পদের জন্য আগ্রহী প্রার্থীদের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদনের লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া আছে, সেখান থেকে প্রার্থীরা সরাসরি আবেদন করতে পারবেন।
আবেদন ফি
ক্যাটাগরি | ফি |
---|---|
জেনারেল/ওবিসি | ৫০০ |
SC/ST/PwBD | ১২৫ |
নিয়োগ পদ্ধতি
তিনটি ধাপে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে-
- লিখিত পরীক্ষা– মোট ৯০ নাম্বার, ২ ঘণ্টা সময়।
- কম্পিউটার স্কিল টেস্ট- কোয়ালিফাইং নেচারের।
- ইন্টারভিউ- ১৫ নাম্বারের।
সিলেবাস
গ্রুপ | বিষয় | নাম্বার |
---|---|---|
গ্রুপ-১ | জেনারেল ইংলিশ, কম্প্রিহেনশন, প্রবন্ধ রচনা | ৩০ |
গ্রুপ-২ | জেনারেল নলেজ | ৩০ |
গ্রুপ-৩ | ম্যাথ, রিজনিং | ৩০ |
মোট | ৯০ |
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | ১০ এপ্রিল ২০২৪ |
আবেদন শেষ | ৯ মে ২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
অফিসিয়াল নোটিফিকেশন | Download |
আবেদন লিঙ্ক | Apply Now |