কলকাতা পুলিশ ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল। মোট শূন্যপদ ২২৫টি। তবে এই নিয়োগ অস্থায়ী ও কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হবে। কারা এই পদের জন্য আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সমস্ত কিছু এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হল।
কারা এই পদের জন্য যোগ্য
ক. বয়সঃ আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। তফসিলি এবং তফসিলি উপজাতিরা ৫ বছরের বয়সের ছাড় পাবেন। OBC প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন।
খ. শিক্ষাগত যোগ্যতাঃ কম্পিউটার অ্যাপ্লিক্যাশনে সার্টিফিকেট সহ স্নাতক (Graduation) ডিগ্রী।
গ. নাগরিকত্বঃ আবেদনকারীকে ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
এছাড়াও প্রার্থীর বাংলায় পড়া ও লেখার দক্ষতার পাশাপাশি কম্পিউটারে ভালো টাইপিং করার দক্ষতা থাকতে হবে।
শূন্যপদ
অসংরক্ষিত (UR) | SC | ST | OBC-A | OBC-B | EWS | মোট |
১০০ | ৫০ | ১৪ | ২২ | ১৬ | ২৩ | ২২৫ |
আবেদনের পদ্ধতি এবং সময়
এই পদের জন্য ইচ্ছুক প্রার্থীকে কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন জমা করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের লিংক এই প্রতিবেদনের শেষে দেওয়া রয়েছে।
আবেদন নেওয়া শুরু | ১৫ মার্চ |
আবেদনের শেষ তারিখ | ৪ এপ্রিল |
কিভাবে নিয়োগ করা হবে
যোগ্য প্রার্থী নিয়োগের ক্ষেত্রে প্রথমে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। উত্তীর্ণদের পরবর্তীতে ইন্টারভিউ এবং টাইপিং দক্ষতার প্র্যাক্টিক্যাল টেস্ট নেওয়া হবে । টাইপিং এর ক্ষেত্রে প্রতি মিনিটে ইংরাজিতে ৩০টি শব্দ টাইপিং করতে হবে প্রার্থীকে ।
গুরুত্বপূর্ণ লিংক
অফিসিয়াল ওয়েবসাইট | https://kolkatapolice.gov.in |
অফিসিয়াল নোটিশ | https://kolkatapolice.gov.in/wp-content/uploads/2024/03/notice.pdf |