Murshidabad District Recruitment: বহু পদে চাকরি হতে চলেছে মুর্শিদাবাদ জেলায়, যোগ্যতা শুধু মাধ্যমিক পাশ

বর্তমান সময়ে চাকরির পাওয়া বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যখন সরকারি চাকরির কথা আসে, তখন প্রতিযোগিতার মাত্রা আরও বেড়ে যায়। মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বিভাগে সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি বেকার ছেলেমেয়েদের জন্য চাকরি পাওয়ার একটি বড় সুযোগ। অনগ্রসর শ্রেণি ও আদিবাসী উন্নয়ন বিভাগের তরফে এই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে। এই প্রতিবেদনে আমরা নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব। অফলাইনে এই নিয়োগের জন্য আবেদন জানাতে হবে। এছাড়াও অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং আবেদনের ফর্ম এর PDF লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া রয়েছে।

পদের নাম

বেশ কয়েকটি পদে এই নিয়োগ করা হবে, নিচে যে যে পদে নিয়োগ করা হবে সেগুলির নাম দেওয়া হলো-

  1. সুপারিন্টেনডেন্ট
  2. কেয়ারটেকার
  3. মেট্রন
  4. কুক
  5. হেল্পার
  6. কর্মবন্ধু
  7. দারোয়ান কাম নাইট গার্ড

শূন্যপদ

সব মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে ১২টি। কিছু পদ শুধুমাত্র মহিলাদের জন্য বরাদ্দ রয়েছে। তাই আবেদনের পূর্বে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। প্রতিটি পদের জন্য ভিন্ন ভিন্ন যোগ্যতা এবং অভিজ্ঞতা রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

মুর্শিদাবাদ জেলার অনগ্রসর শ্রেণি ও আদিবাসী উন্নয়ন বিভাগের বিভিন্ন পদের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের মাপকাঠি নিচে দেওয়া হলো-

বয়সের সীমা:

  • প্রার্থীর বয়স: ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:

  1. সুপারিন্টেনডেন্ট:
    • শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক।
    • বেতন: প্রতি মাসে ১৫,০০০ টাকা।

    2. কেয়ারটেকার:

      • শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক উত্তীর্ণ।
      • বেতন: প্রতি মাসে ৯,০০০ টাকা।

      3. মেট্রন:

        • শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক উত্তীর্ণ।
        • বেতন: প্রতি মাসে ৯,০০০ টাকা।

        4. কুক:

          • শিক্ষাগত যোগ্যতা: বাংলা ভাষা জানা থাকতে হবে।
          • বেতন: প্রতি মাসে ৭,০০০ টাকা।

          প্রত্যেকটি পদের জন্য নির্দিষ্ট যোগ্যতা এবং অভিজ্ঞতা প্রয়োজন। তাই আবেদন করার আগে নির্ধারিত শর্তাবলী মূল বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে।

          বেতন কাঠামো

          উক্ত পদগুলোর জন্য নির্ধারিত বেতন ৩০০০ টাকা থেকে ১৫০০০ টাকার মধ্যে। পদ অনুযায়ী বেতনের পার্থক্য রয়েছে এবং সেই অনুযায়ী কর্মীদের সুযোগ-সুবিধা দেওয়া হবে।

          আবেদন পদ্ধতি

          অফলাইনে এই নিয়োগের জন্য আবেদন করতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় Drop Box এ আবেদনপত্র জমা করতে অথবা পোস্টের মাধ্যমেও আবেদনপত্র পাঠানো যাবে। আবেদন পাঠানোর ঠিকানা নিচে দেওয়া আছে।

          আবেদন পাঠানোর ঠিকানা:

          P.O-CUM-D.W.O, BCW&TD. Office of the District Magistrate Murshidabad

          Drop Box ঠিকানা:

          Room No. 313, New Administrative Building, Berhampore, Murshidabad

          গুরুত্বপূর্ণ তারিখ

          আবেদন শুরু৪ সেপ্টেম্বর ২০২৪
          আবেদন শেষ১৭ সেপ্টেম্বর ২০২৪

          প্রয়োজনীয় লিঙ্ক

          অফিসিয়াল ওয়েবসাইটClick Here
          অফিসিয়াল নোটিফিকেশনDownload

          আরও পড়ুন- SSC GD Recruitment 2025: শূন্যপদ, যোগ্যতা, পরীক্ষা পদ্ধতি বিশদে

          আরও পড়ুন- SSC GD Syllabus 2025 in Bengali: এই সিলেবাস ধরে ধরে প্রস্তুতি নিলে সাফল্য মিলবেই

          আরও পড়ুন- Krishak bandhu scheme: কৃষক বন্ধু প্রকল্প কি ? এর আওতায় মিলবে ১০০০ টাকা !

          সবার সঙ্গে শেয়ার করুন
          WhatsApp Channel Join Now
          Telegram Channel Join Now

          Leave a comment