নবান্ন স্কলারশিপ কী ? কারা টাকা পাবে ? যোগ্যতা, আবেদন পদ্ধতি কী ? রইল বিস্তারিত: Nabanna Scholarship 2024, Eligibility Criteria, Application Process,

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি জনপ্রিয় স্কলারশিপ হল নবান্ন স্কলারশিপ। এই স্কলারশিপ উত্তরকন্যা স্কলারশিপ নামেও পরিচিত। পূর্বে ছাত্রছাত্রীদের অফলাইনে ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হত এই স্কলারশিপের আবেদনের জন্য। সেই সময় উত্তরবঙ্গের ছাত্রছাত্রীরা উত্তরকন্যায় আবেদনপত্র পাঠাতো এবং দক্ষিণবঙ্গের ছাত্রছাত্রীদের নবান্নে তাদের আবেদনপত্র পাঠিয়ে দিতে হত। এভাবে দু’টি নাম প্রচলিত হয়ে পড়ে। মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এমন সকল ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপ। জেনারেল, ওবিসি, তফসিলি, তফসিলি উপজাতি সমস্ত শ্রেণীর ছাত্রছাত্রীরাই এই স্কলারশিপের সুবিধা পেয়ে থাকে। কারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে ? কতদিন ধরে এবং কত টাকা দেওয়া হয় ? কীভাবে আবেদন জানাতে হবে ? আবেদন করতে কী কী প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে ? কবে নাগাদ আবেদন শুরু হবে ? ইত্যাদির সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হল।

এক নজরে নাবান্ন স্কলারশিপ

স্কলারশিপের নাম

নবান্ন/উত্তরকন্যা/Chief Minister Relief Fund Scholarship

কোন ফান্ড থেকে এই স্কলারশিপের টাকা দেওয়া হয়

Chief Minister Relief Fund (CMRF)

কারা আবেদন করতে পারে

শুধুমাত্র পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা

কোন ক্লাসের পড়ুয়াদের জন্য

মাধ্যমিক থেকে স্নাতকোত্তর

কত বার এবং কত টাকা দেওয়া হয়

বছরে একবার, ₹ ১০০০০

অফিসিয়াল ওয়েবসাইট

https://cmrf.wb.gov.in

কারা আবেদন করতে পারবে, যোগ্যতা কী ? (Nabanna Scholarship Eligibility Criteria)

নির্দিষ্ট নম্বর পেয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা এবারের মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে এবং যারা স্নাতক উত্তীর্ণ (Graduation) হয়ে স্নাতকোত্তর (Master’s Degree) স্তরে ভর্তি হয়েছে তারা নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আর্টস,সায়েন্স, কমার্স, ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক, মেডিক্যাল, নার্সিং, ডিপ্লোমা ইত্যাদি যে কোনো শাখায় পড়াশোনা করলেই এই স্কলারশিপের জন্য আবেদন করা যায়। তবে এ ক্ষেত্রে মনে রাখতে হবে যারা মাধ্যমিকের পর একাদশ শ্রেণীতে এই স্কলারশিপের জন্য আবেদনযোগ্য ছিল না ফলে এই স্কলারশিপের টাকা পায়নি তারা নতুন করে দ্বাদশ শ্রেণীতে আবেদন করতে পারবে না। কিন্তু যারা একাদশ শ্রেণীতে এই স্কলারশিপের টাকা পেয়েছে তারাই দ্বাদশ শ্রেণীতে পুনরায় স্কলারশিপের জন্য রিনিউয়াল করতে পারবে। একইভাবে কলেজের প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা যারা এই স্কলারশিপের জন্য যোগ্য ছিল না তারা কিন্তু পরবর্তীতে যোগ্য হলেও দ্বিতীয় বর্ষে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না।

এই স্কলারশিপের সুবিধা পেতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের এবং স্নাতক উত্তীর্ণদের জন্য পৃথক পৃথক যোগ্যতা স্থির করা হয়েছে। কোন শ্রেণীর জন্য কী শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি রয়েছে তা নিচে দেওয়া হল।

শিক্ষাগত যোগ্যতাঃ

  • মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে প্রার্থীদের অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে। তবে ৬০ শতাংশ বা তার বেশি নম্বর রয়েছে যাদের তারা আবেদনযোগ্য নয়। অর্থাৎ ৫০ থেকে ৬০ শতাংশ নম্বর নিয়ে যারা মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হয়েছে কেবল তারাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
  • অপরদিকে স্নাতক স্তরে যাদের নম্বর ৫০ শতাংশ থেকে ৫৩ শতাংশের মধ্যে রয়েছে তারাই স্নাতকোত্তর স্তরের জন্য আবেদনযোগ্য।

বাসস্থান ও শিক্ষা প্রতিষ্ঠানঃ

  • প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং রাজ্যেরই কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করতে হবে।

পরিবারের আয়ঃ

  • পরিবারের বাৎসরিক আয় যেন ১২০০০০ হাজার টাকার বেশি না হয়।

একজন একটি স্কলারশিপঃ

  • যদি প্রার্থী অন্য কোনো সরকারি স্কলারশিপের সুবিধা নিয়ে থাকে তাহলে এই স্কলারশিপের জন্য আর যোগ্য নয়। অর্থাৎ একজন প্রার্থী একটিমাত্র সরকারি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।

আবেদন পদ্ধতি ও যা যা ডকুমেন্ট লাগবে (Application Process For Nabanna Scholarship)

এই স্কলারশিপের জন্য আবেদন করার সময় প্রার্থীকে কিছু প্রয়োজনীয় তথ্য দিতে হবে পাশাপাশি কিছু ডকুমেন্টের PDF ফাইল আপলোড করতে হবে। কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে তার তালিকা নিচে দেওয়া হল। প্রতিবেদনের শেষে আবেদন লিঙ্কও দেওয়া রয়েছে তবে আবেদন গ্রহণ প্রক্রিয়া এখনও শুরু হয়নি।

আবেদন ফর্মে যে যে তথ্য দিতে হবে

  • মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী নিজের নাম, অভিভাকরের নাম, কোন সালে পাস করেছ সেই সাল।
  • পিন নম্বর সহ সম্পূর্ণ ঠিকানা।
  • একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি।
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ (Account Number, IFSC Code, Bank & Branch Name)

যে যে ডকুমেন্ট PDF আকারে আপলোড করতে হবে

আপলোড করার পূর্বে সমস্ত ডকুমেন্টকে প্রথমে PDF ফর্মাটে নিয়ে আসতে হবে এবং প্রত্যেক ডকুমেন্টের সাইট যেন ৫০০ kb এর মধ্যে থাকে।

  • মাননীয় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে একটি আবেদনপত্র যেখানে প্রার্থীর স্বাক্ষর সহ সম্পূর্ণ ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল আইডি উল্লেখ করা থাকবে।
  • মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে নিজস্ব এলাকার বিধায়ক বা সাংসদের (MLA/MP) একটি সুপারিশপত্র।
  • পারিবারিক আয়ের শংসাপত্র (Income Certificate) (ভারপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী/DM/SDO/BDO/JOIN BDO/মিউনিসিপাল এলাকার এক্সেকিউটিভ অফিসার/মিউনিসিপাল কর্পোরেশন এলাকা হলে ডেপুটি কমিশনার পদ মর্যাদার)
  • সেলফ ডিক্লারেশন, যেখানে উল্লেখ করা থাকবে প্রার্থী এখন কোথায়, কোন সেমিস্টারে পড়াশোনা করছে, সরকারি বা বেসরকারি কোনো স্কলারশিপ পেয়ে থাকলে তার রিসিভ কপি। ডিক্লারেশনটি বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান দ্বারা (Head) স্বাক্ষর সহ স্ট্যাম্প মারা থাকতে হবে।
  • মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
  • শেষ পাস করা পরীক্ষার মার্কশিট (MP/HS/Graduation) ।
  • কোনো পেশাদার কোর্সের (Diploma in engineering/BE/B.Tech/Pharmacy/Nursing/MBBS/Law) এন্ট্রান্স পরীক্ষা দিয়ে থাকলে সেই পরীক্ষার Rank Card ।
  • উপরিউক্ত পেশাদার কোর্সে ভর্তি হলে ভর্তির Allotment Letter ।
  • চলতি শিক্ষাবর্ষে যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছো সেখানকার ভর্তির রিসিভ কপি।
  • ব্যাঙ্কের পাস বইয়ের প্রথম পাতা, যেখানে অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, অ্যাকাউন্ট হোল্ডারের নাম থাকে।

কবে নাগাদ আবেদন প্রক্রিয়া শুরু হবে ? (Nabbana Scholarship Form Fill Up)

সাধারণত প্রত্যেক বছর নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার পরেই এই স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়ায় শুরু হয়। এখন একাদশ শ্রেণী এবং কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া চলছে। তাই এই ভর্তি প্রক্রিয়া যতদিন পর্যন্ত না শেষ হচ্ছে ততদিন এই স্কলারশিপের আবেদন নেওয়া শুরু হবে না। ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পরে যখন নতুন শিক্ষাবর্ষের পঠন-পাঠন শুরু হবে তার কিছুদিনের মধ্যেই আবেদন প্রক্রিয়াও শুরু হবে। আমাদের সঙ্গে যুক্ত থাকুন এই সংক্রান্ত কোনো খবর বেরোলেই আমরা দ্রুত তা জানিয়ে দিব। তবে আশা করা যায় আগামী জুলাই মাসে অবেদন নেওয়ার কাজ শুরু হবে, কারণ গত বছরও জুলাই মাসেই আবেদন গ্রহণ করা হয়েছিল।

কীভাবে বিনামূল্যে আবেদন করবে ?

আমরা ‘জীবনযুদ্ধ টিম’ সর্বদা বাংলার ছাত্রছাত্রীদের পাশে আছি। যাদের আর্থিক কারণে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে স্কলারশিপের জন্য আবেদন করতে সমস্যা হয়, তাদের জন্য আমরা বিনামূল্যে আবেদন করে দিয়ে থাকি। আমাদের সঙ্গে যোগাযোগ কর এখানে মেইল করে, contactus@jibonjuddho.com

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
আবেদন লিঙ্কApply Link
সবার সঙ্গে শেয়ার করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a comment